![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো শিবু,
এই গাধা জানিস?
বিন্দু না ফিরে এসেছে। চিনতে পারলি না বুঝি?
অই যে অই মেয়েটা ,যার পিছে আমি পাগলের মতো ছুটতাম,আর তুই আমায় দিনভর গাল দিতি।
আমরা বিয়ে করছি। আসবি তো?
আচ্ছা তুই কেমন আছিস বলতো? শরীর কি আগের থেকে ভালো হয়েছে নাকি খারাপ?
আচ্ছা তোর ওখানে সিগেরেট পাওয়া যায় কি?
এখনো কি নিয়ম করে সিগেরেট টানিস?
শিবু রে , খালাকে কাল দেখতে গিয়েছিলাম। খালার হাতের সেই পায়েশ অনেকদিন পর খেয়ে আসলাম। পায়েশটা আগের মতোই আছে,শুধু তুই পাশে ছিলিনা।পুরোটা তাই একাই খেয়ে ফেলেছি। ভাগ্যিস তুই ছিলিনা।
আচ্ছা শিবু তোর আমজাদ স্যারের কথা মনে পড়ে? আহা! কি মারটাই না স্যার তোকে মারতো। স্যারকে সেদিন দেখলাম। বয়সের ভাড়ে নুইয়ে পড়েছেন বেচারা।
আচ্ছা শিবু, আমাদের বঙ্গবন্ধু হলের দিনগুলোর কথা মনে আছে তোর? রাতভর হলের ছাদে সে কি আড্ডা টাই না দিতাম! গনরুমের অপুর কথা মনে পড়ে? বেচারার বাবাটা মারা গেলো। মা টা গেলো পাগল হয়ে। কতো কষ্ট সহ্য করে শেষমেস সেও একদিন ওপাড়ে চলে গেলো। তুই ছেলেটাকে দেখতেই পারতিস না। অথচ সেদিন সবথেকে বেশি তুই কেঁদেছিলি।
কিরে! তুই কাঁদছিস নাকি রে পাগলা?
এই শিবু!
হ্যালো!
জানিস শিবু, তোর গিটারটা আমি আমার দেয়ালে টানিয়ে রেখেছি। কি যে হাসি পায় মাঝে মাঝে। তুই কখনো গিটারটা আমায় ধরতে পর্যন্ত দিতিস না অথচ সেই গিটার টাই আজ আমার রুমে সজ্জিত।
শিবু,জানিস! আজ নাহ জ্যোৎস্না। কি অদ্ভুত মায়াবি আলোয় ঝলমল করবে রাতের জগত টা।
আচ্ছা, জ্যোৎস্না রাতে এখনো কি তুই ভাবুক মনে মিরাকে মনে করিস?
মেয়েটার সাথে হঠাত সেদিন মধ্যবাড্ডায় দেখা হলো আমার।
শুকিয়ে গিয়েছে অনেক। আমাকে তোর কথা জিজ্ঞেস করলো। আমি হাসি মুখে বলে দিলাম, জানিনা কোথায় থাকিস। এক জীবনে কতো কান্নাটাই না কাঁদলি। তোকে আর কাদতে দিতে ইচ্ছে করলো না, তাই তোর ঠিকানা দেই নি। ভালো করেছি না?
এই শিবু কথা বলছিস না কেনো?
অভিমান এখনো ভাঙ্গে নি বুঝি?
গাধার মতো মুখ ফিরিয়ে আছিস কেনো?
বিয়েতে আসবি না ,তাই তো?
আচ্ছা আসিস নাহ।
তবে,
মাটির দেয়ালের ওপারে আর কতো?
তোর অভিমান ভাঙ্গানোর শক্তি আমার নেই রে বেকুব, সেটা বুঝিস না কেনো।
থাকলে সে কবেই মাটির বুক চিরে তোকে টেনে হিছড়ে বের করে আনতাম!
শিবু রে , এই শিবু, কথা বল না ভাই!
এই শিবু...হ্রদপিন্ডটা গলা ফেটে বের হয়ে আসতে চাইছে। কতো দিন তোকে দেখি না রে ব্যাটা ।
হ্যালো !? এই পাগলা, লাইনটা কাটিস না প্লিজ।
[যা শালা, লাইনটা কেটে দিলি? ]
©somewhere in net ltd.