নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে অনুরাগ নিয়ে খেলা হয়.........।

হলুদ পিঁপড়া

হলুদ পিঁপড়া › বিস্তারিত পোস্টঃ

"হলুদ ল্যাম্পপোস্ট"

১১ ই জুন, ২০১৮ ভোর ৪:৫৪


সেই বাস স্টপটার গা ঘেঁষে
ঠিক ল্যাম্পপোস্টটার নিচে,
ধুলোমাখা অপেক্ষার চেয়ারে
আজ অনেক বছর পরে-
সেই পুরনো দিনগুলোর মতোই
হাত-পা ছড়িয়ে উপচে পড়ে
স্মৃতির দীর্ঘশ্বাস।

দীর্ঘশ্বাসের সুর আকড়ে ধরে
বাসস্টপের সেই পুরনো ধূলিকণা।
হঠাৎ বাসের হেডলাইট চোখে লেগে
নেমে আসে-
অতীতের নগরে স্মৃতির আলোকনামা।

ও মেয়ে!
মেয়ে রে তুই,
দাড়াস কি এখনো
হলুদ ল্যাম্পপোস্ট টার পাশের গলিটাতে!

ও মেয়ে!
মেয়ে রে তোর,
অপেক্ষাতে আমি ধুকে মরি।
আসবি কি একটুখানি, বসবি কি আবার
বিষাদ মাখা এই ল্যাম্পপোস্ট টার হলুদ আলোতে!

হলুদ ল্যাম্পপোস্টের নিচে আজ
নিভু নিভু আগুনের মেলা
সেই আগুনের মায়ায়
আমি পুড়ে যাই,
আজো তোর প্রেমকে ভালোবেসে।

কতো বিক্ষোভ হলুদ আলো গুলোর,
তোকে ছুতে না পেরে, আধারের বিপক্ষে।

কতো যন্ত্রনায় কাতর আমার ল্যাম্পপোস্ট টা,
তোর আমার বাক্য শুনার অস্থিরতায়।

ল্যাম্পপোস্ট আছে,
আছে হলুদ আলোটাও,
আছি বিভ্রান্তের সুরে শহরবন্দী আমিও।

শুধু অপেক্ষাটুকু তোর
এই ধূলোমাখা অপেক্ষার চেয়ারে,
আমাদের বিভ্রান্তির হলুদ ল্যাম্পপোস্টটার নিচে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.