নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
যদি কোনোদিন এই পথে আবার আসো
আবার আমায় বলো-থাকবো কিছুক্ষণ?
আমি নিদারুণ স্বরে বলবো তোমায়-
কিছুক্ষণ নয়, চিরকাল থাকো!
যদিও এ পথ তোমার অচেনা,
এবং এখানে আমি নিজেও হারিয়ে গেছি
এই বিস্তীর্ণ বনে আমি থাকবো অনন্তকাল-
তুমি চলে যাবে হয়তো এক অজানা কারণে
আমার জীবনের সুতোয় টান পড়বে,
যেভাবে টান পড়ে আত্মার বিবর্তনে!
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: পথিকই পথের সৃষ্টি করুক, এই প্রত্যাশায়।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: কবিতার লাইনের মাঝে বেশি স্পেস নেওয়া হয়েগেছে। স্পেস কমালে ভালো লাগতো
কবিতায় ++
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ঠিক করলাম। অসংখ্য ধন্যবাদ।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১২
কামাল১৮ বলেছেন: আত্মা কি কি কাজে লাগ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আত্মা সবকিছুকে ধারণ করে রাখে।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আনেক ধন্যবাদ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮
কামাল১৮ বলেছেন: মস্তিস্কের নিউরনে সব স্মৃতি ধারন করা থাকে।আত্মা কি মাথায় থাকে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, দেহ একটি খোলসের মত, এর ভিতরের আত্মা অপরিবর্তনীয় এবং অবিনশ্বর, এবং এই আত্মা জন্ম মৃত্যুর চক্রে ভিন্ন দেহ ধারণ করে থাকে। এই চক্রের সমাপ্তিকে মুক্তি বা মোক্ষ বলা হয় যেখানে এই আত্মা ঈশ্বরের সাথে মিশে যায়।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পথ টা যে চিরকালের জন্যই অচেনাই রয়ে গেলো, কেউ তো পথ দেখালো না।