নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

তেঁতুল তলার কুয়ো

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১


তেঁতুল তলার সেই কুয়ো থেকে আজও জলের বুদবুদ আসে
যেখানে এক দুরন্ত কিশোরীর আত্মাহুতির গল্প লেখা আছে।
পথে যেতে যেতে মনে পড়ছে, গা ছম ছম করছে কেমন যেন
এসব ব্যাপার নিয়ে আজকাল চিন্তিত হই খুব কম, কিন্তু কেন?
হাঁটতে হাঁটতে কি চিন্তা করছি আজ; চোখে কি আছে বিস্ময়?
বুকের ভেতরে আজ মোচড় দিয়ে ওঠছে কেন অজানা এক ভয়?
সেই কিশোরীর মৃত্যুতে আমার কি ছিল না কোন রকম দায়?
সেই পরিচিত রাস্তায় আজ হাঁটতেই কেন মন করে হায় হায়
তবে কি সেই বুদবুদগুলো সত্যিই নয় কোন কিছুর প্রতিবাদ
এসব শুধুই আমার মনের ভেতর বাস করা তীব্র এক অবসাদ!

স্মৃতি কি শুধু মানুষেরই থাকে, জড়দের নাই স্মৃতি-বিস্মৃতি-
কারো মৃত্যুর কারণ হওয়ার মাঝে কি নেই কোন লাভ-ক্ষতি?
হৃদয়ের এই জানালা দিয়ে আজ এত কথা কেন আসে যায়
আমিতো একা শুধু নই এই জীবনের কাছে চিরকাল অসহায়!
ভুলে যাওয়া গানের কলিগুলো আজ কেন ফের মনে পড়ে-
আকাশের বিদ্যুৎ কেন আমায় দেখে কুৎসিৎভাবে নড়েচড়ে!
সেই কিশোরীর আত্মা কি এই মুহূর্তে আমাকে অনুসরণ করছে?
আমার চিন্তার রংয়ে সেই ফর্সা পা দুটো কি আবার লাল হচ্ছে?

সেই মৃত্যুতে আমার প্রথম প্রেমেরও মৃত্যু ঘটেছিল সেদিন-
আমার আকাশের কতগুলো তারা সেদিন হয়েছে বিলীন!
তাকে কত ভালবাসতাম, তা জানে আজ আমার এ মন
বলেছিল, আমাকে ভালবেসো, কখনো যদি হয় প্রয়োজন
আমার সেদিন ছিল না প্রয়োজন, এখন খুব মনে পড়ে তাকে
চোখ বন্ধ করে নির্ভয়ে বিশ্বাস করা যেত যে পাগলীটাকে!
মনে রেখো হে আমার অবুঝ ভালবাসার রক্তলাল স্মৃতি
আমি তাকে ভালোবাসি, খুঁজি না আজ কোন লগ্ন বা তিথি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে মনে হয় এখন আর কুয়ো নেই।
একসময় ঢাকা শহরে অনেক কুয়ো ছিলো। আমাদের এলাকাতেই কুয়ো ছিলো। আমি ১৯৮৯ সালে দেখেছি।

কবিতা মনোরম হয়েছে।

২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: এখন এসব দেখা যায় না। তবে কুয়োর পশে দাঁড়ালে বেশ রোমাঞ্চ অনুভব হয়। এখনকার জেনারেশন সেটা বুঝতে পারবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.