নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

নিজের প্রতি উপদেশ

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৬



কল্পনা থেকে বেরিয়ে এসো প্রিয়। আমরা বাস্তবের দাস, কল্পনার প্রভু। কল্পনা হলো এক প্রকার বিভ্রান্তি। কল্পনা হলো বিকৃত বিষয়ের সমষ্টি। কল্পনা হলো অতীত আর ভবিষ্যৎ নিয়ে অযথা মাথা ঘামানো। বাস্তবতা হলো বর্তমানের পথ চলা। তুমি বাস্তব সত্যের পক্ষে চলে এসো। পাহাড়ের মতো বিশাল আর পাথরের মতো শক্ত করো হৃদয়। মজবুত আর টেকসই হও পৃথিবীতে। বাঁচতে চাইলে জীবনের বন্দনা করো। জীবনের নিন্দা কোন ভাল কিছু বয়ে আনেনি। জীবিত মানুষকে দেখ। জীবিতদের ভালবাসো। মৃতদের নিয়ে পড়ে থেকো না। জীবন কোন সহজ ব্যাপার না। তোমার শরীরের ভিতর কোটি কোটি জীবিত কোষ আছে। প্রতিটি কোষ বেঁচে থাকতে চায়। তুমি তাদের মেরে ফেলতে চাইছ কেন? তোমার কি দয়া-মায়া নেই? দয়াশীল হও। উদার-মানবিক হও। সত্যবাদী হও। জ্ঞানের চর্চা করো। জ্ঞানীদের সম্মান করো। সিনেমা-নাটক দেখে সময় নষ্ট করো না। মানুষ দেখ। মানুষের কথা শোন। মানুষের হৃদয়কে জয় করো। পরিবারকে সময় দাও। পরিবারের লোকদের সাহায্য করো। আত্মীয়ের খোঁজ-খবর নাও। সুন্দরের পূজারী হও। সুন্দরের সাথে থাকো। যাই করবে ১০০% মনোযোগ দিয়ে কর। মানুষকে ক্ষমা করো। নিঃশর্তভাবে ক্ষমা করো। ক্ষমা করার পর সে সম্পর্কে কিছুই মনে রেখো না। প্রচুর পড়, অতিরিক্ত পড়। সবার ১০০% কথা শুনো, নিজের ৫০% কথা বলো। প্রতিদিন কিছু না কিছু টাকা সঞ্চয় করো। প্রতিদিন কিছু সময় ধরে নিজের চিন্তার বিপরীত চিন্তা করো। এতে তুমি তোমার শত্রুদের মতিগতি বুঝতে পারবে। নিয়মিত কিছু না কিছু নতুন জিনিস শেখো। নিজের উপর ভরসা রাখো। অন্যের উপর ভরসা করো না। তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না, তা নিয়ে ভেবে লাভ কি? নিজের কাজের উপর ফোকাস ধরে রাখো। কাজ করো। কাজেই তোমার মুক্তি। শরীরকে ব্যস্ত রাখো। ক্রোধকে দমন করো। ক্রোধ তোমাকে ধ্বংস করে দিতে পারে। ঝগড়া চরমে পৌঁছানোর আগেই থেমে যাও। থামতে শেখো। কাউকে না কাউকে আদর্শ বানাও, তাকে ফলো করো। নিজের ভেতর অনুভূতি জাগাও। নিজের প্রতি সৎ হও। মানুষকে সৎ পরামর্শ দাও। কাউকে তোমার কথা দিয়ে আঘাত করো না।

পারলে আপনিও আমাকে কিছু উপদেশ দিয়ে যান।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৬

কার্জন বাবু বলেছেন: বেশ লিখেছেন। খুব আগ্রহ নিয়ে মনোযোগের সাথে পড়লাম। প্রীত হলাম। ব্লগে এ ধরনের লেখা মাঝে মাঝে পোস্ট হওয়া জরুরী। কারণ নিজের প্রতি নিজের যে জিজ্ঞাসা গুলো সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় আছে সেগুলোর জাগরণে এধরণের পোস্ট বেশ সহায়ক ভূমিকা পালন করতে পারে। শুভেচ্ছা নিরন্তর।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। নিজের সাথেই আজকাল নিজেই বোঝাপড়া করতে হয়। এখন আর মানুষের সময় নেই। আগের দিনে বড়রা ছোট ভাই-বোনদের এভাবে বুঝিয়ে চিঠি লিখতো। এখন আর এসবের চল নেই।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫০

বিজন রয় বলেছেন: হা হা ................ আপনাকে উপদেশ দিতে পারবো না। শেষে আবার বলবেন জ্ঞানদাতা।

কিছু কিছু কল্পনার দরকার আছে নতুন কিছু সৃষ্টি করার জন্য।

নিজেকে চিনে নাও এরকম একটি লেখায় আপনাকে ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। কল্পনা দরকার আছে, কিন্তু তা যেন বাস্তবতা বিবর্জিত না হয়।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় এই কল্পনাই যত নষ্টের গোড়া, কল্পনা আসলেই এক বিভ্রান্তি একে নিয়ন্ত্রণ করা সত্যিই অনেক টাফ।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হুম। কাল্পনিক পৃথিবীতে অনেকে বাস করে। যেটা তাদের ধ্বংস করে দেয়।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

বুনোগান বলেছেন: ভাল লাগল।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ, পড়ার জন্য। ভালো থাকুন।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। নিজেকে উপদেশ দেয়া খুব কঠিন কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.