নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

প্রেম বন্দনা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:০৪



আমি এক বিপন্ন শালিক-
মাঘের কুয়াশাভেদী আমার যাত্রা
আমার কন্ঠে বিপ্লবী গান
অনন্য এক বিপ্লবী চেতনা-
বহন করি আমার রক্তের প্রতি কণায়
আমার প্রতিটি অনুভবের তীব্রতায়
আমি খুঁজে পাই আমার স্বপ্নকে
মহাবিশ্বের অনন্ত যৌবন জোয়ারে
আমি খুঁজেছি আমার প্রেম
যে প্রেম হারায় সমুদ্র- প্রতি সন্ধ্যায়
যে প্রেম হারায় পাহাড়- প্রতি বর্ষায়
আমি আলোর মিছিলে-শ্লোগানে
মুখরিত এক স্বাত্ত্বিক জিজ্ঞাসার
মহাজাগতিক তরঙ্গ ছুয়েছি
আমি ছুটে চলছি অনন্ত গন্তব্যে
পেয়েছি সেই প্রেমের প্রদীপ
যে প্রদীপ নিভে নিভে জ্বলছে
আমার হৃদয়ের অন্তঃপুরে
পৃথিবীর সব শালিক সুখী হোক
পৃথিবীর সব প্রেম অমর হোক
দপ করে জ্বলে উঠুক পৃথিবীর সব প্রেমের প্রদীপ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
কবিতা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ৷ ফাল্গুনী শুভেচ্ছা রইল।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা ++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ফাল্গুনের শুভেচ্ছা রইল।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি খুঁজেছি আমার প্রেম
যে প্রেম হারায় সমুদ্র- প্রতি সন্ধ্যায়
যে প্রেম হারায় পাহাড়- প্রতি বর্ষায়

লাইনগুলো সুন্দর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন। ফাল্গুনের শুভেচ্ছা

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.