নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

গাছটির নাম ঈর্ষা (সংক্ষেপিত)

২৫ শে মে, ২০২৪ সকাল ১০:৫৩

আমি দীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসেছি। যে পথ কুসুমাস্তীর্ণ, সে পথ আমার নয়। আমার পথে ছিল কাঁটার দীর্ঘ সারি। সেই কাঁটা যখন পায়ের মধ্যে ফুটেছে, তখন বুঝেছি, জীবনের কি মানে! আমি আমার পথের ধারে লাশের পর লাশ শুয়ে থাকতে দেখেছি। শুনেছি ভয়ার্ত জনতার আর্তচিৎকারে ফেটে পড়া মিছিল। এক মিছিল শেষ হলে, আরেক মিছিলের আয়োজন দেখে আমি চমকিত হই নি! আমি জানি, এভাবে সংগ্রাম করে যাওয়াই সেসব মানুষের ধর্ম। বিবেকের কষাঘাতে মানবতা চিরকালই বিপর্যয় থেকে বেঁচে ফিরেছে। সেই বিবেকের স্বরূপ দর্শনের নিমিত্তে আমি আজ পৌঁছে গেছি আমার মনের বাড়িতে। দরজায় করাঘাত করলাম। আমার একটি প্রতিকৃতি এসে দরজা খুলে দিল। আমার সেই প্রতিকৃতিটির নাম, লজ্জা। আমি লজ্জার সাথে মিলেমিশে একাকার হলাম। লজ্জার সাথে আমার চলল, দীর্ঘ কথোপকথন।

-তুমি এতটা পথ পেরিয়ে এলে! পথে কোন সমস্যা হয় নি? কোন কিছুর জন্য আফসোস হচ্ছে, এখন?
- না। এ পথ চলাটাই আমার নিয়তি। আর আফসোস আমার ধর্ম নয়। আমার ধর্ম হলো লজ্জা।
- আফসোস তোমার ধর্ম হলে ক্ষতি কিছু আছে কি?
- সেটা তুমি বলো, ক্ষতি কিছু নেই?
- না, নেই। তুমি হুকুমের সন্তান। তোমার ধর্ম আফসোস, লজ্জা, ঘৃণা, কামনা, দুঃশ্চিন্তা যে কোন কিছুই হতে পারে।
- আমি যেমন হুকুমের সন্তান, ঠিক তেমনি আমিতো হত্যারও সন্তান। হুকুম আমার বাবা, হত্যা আমার মা।
- তাহলে হুকুম বা হত্যা তোমার ধর্ম হতে পারে?
- না, পারে না। কারণ আমি সেটা পছন্দ করি না।
- তুমি কি তোমার ভাই সত্যকে ভুলে গেছ? যে তোমার সাথে মিলেমিশে থাকতে চায় নি। আলাদা হয়ে গেছে।
- আমি আমার স্ত্রী ঘুমকেও ভুলে গেছি। যার সাথে আমার শুধু রাত্রি যাপন করতে হতো।
- তোমার এই পথ চলা স্বার্থক হয়েছে। তুমি সব সম্পর্কগুলোকে পেছনে ফেলে এই ধর্মের ঘরে পৌঁছাতে পেরেছো। তোমাকে এখানে স্বাগতম। খাও পান করো, কিন্তু ওই গাছটির ধারে কাছে যেও না। ওই গাছের নাম ঈর্ষা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

নাইমুল ইসলাম বলেছেন: চমৎকার প্রতিকৃতির সংস্করণ।

- "কিন্তু ওই গাছটির ধারে কাছে যেও না" হত কি?

২৫ শে মে, ২০২৪ রাত ৯:৪৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। এডিট করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.