নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

প্রেম বলে কিছু নেই (১ম পর্ব)

১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

আমার নাম ফুয়াদ। আমার একজন প্রেমিকা ছিল। ঝড়ের মত যার আগমন ঘটেছিল আমার জীবনে। কত প্রশ্ন রেখে গেছে সে আমার কাছে! জীবনটাই এখন একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন! তার মিষ্টি হাসির দোলায় আমি আজও দুলছি। তার কণ্ঠের রোমান্টিক গানের ছন্দে আমি কাঁপছি। তার সেই প্রেম ভরা চাহনির কথা ভেবে আমি চমকিত হই, শিহরিত হই! আমার রক্তের প্রতিটি কণা তাকে নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে। সে ভাল থাক। তার সত্ত্বার প্রতিটি অংশ সুখে থাক। তার চিন্তার সেই ক্ষুদ্রতম অংশ- যার খোঁজ সে নিজেও জান না, তার প্রতি আমার শত সহস্র শুভকামনা রইল। তাকে আমি ভালবাসি। যদিও সে এখন বিবাহিতা, তবু্ও তার স্মৃতি আমাকে পোড়ায়। আমি পুড়ে পুড়ে অংগার হয়ে যাচ্ছি। তবুও পুড়ছি।

তার নাম পূজা। পূজা সনাতন ধর্মাবলম্বী আর আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। যদিও ধর্মকর্মের ধার আমি ধারি নি কখনো। কিন্তু পূজা ধর্মের দোহাই দিয়েই আমাকে ছেড়ে চলে গেছি। আমরা দীর্ঘ ৪ বছর লিভ টুগেদার করেছি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে। কিন্তু মাস্টার্স কমপ্লিট না করে পূজা কোন এক পূজার ছুটিতে বাসায় গিয়ে আর ফিরে আসে নি। শুনেছি তার বিয়ে হয়েছে। প্রায় ১১ মাস হলো। একটা মেয়েও নাকি হয়েছে। আমারও পড়ালেখা শেষ। আমি এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আমার জীবন যদিও এখন একটা শুন্য গ্লাস। তবুও আমি বেঁচে আছি, স্বপ্ন দেখছি। একা একা হাঁটছি বারান্দায়, রাস্তায় নির্বিকারভাবে-যেন কেউ আর পরিচিত নেই এই মহাবিশ্বে। কেন আমি আঙ্গুলে জড়াচ্ছি চুল? কিসের আশায়? জীবনের এই গল্পেরতো কোন উপসংহার নেই!

আমরা বোটানিতে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পূজাকে যখন প্রথম দেখি তখন রাত। একটা গিফট শপে ওকে দেখি আমি। অনেক দূর থেকে কে যেন ওর নাম ধরে ডাকছে। মোহগ্রস্থের মত তার কাছাকাছি যাই। কিন্তু কিছু বলতে পারি না। অথচ কত কথা যেন তরঙ্গায়িত হচ্ছিল বুকের ভেতর এবং সে কথা কন্ঠনালীতে এসেও পড়েছিল। ফ্রয়েডিয় বিষন্নতা পেয়ে বসেছিল সে রাতে। গভীর রাতে ঘুম ভেঙে দেখি আমার বন্ধুরা রুমে কেউ নেই। বুঝতে পারি ওরা হলের ছাদে গাঁজা খাচ্ছে। আমি কখনো সিগারেটে টান দেইনি। সুতরাং ছাদে যাওয়া আমার জন্য অতিরঞ্জিত ব্যাপার। তবুও গেলাম। গিয়ে রাহাতের কাছে গাঁজা চাইলাম। সিগারেটে ভরে ওরা মনের সুখে সুখ টান দিচ্ছে। এখন নিমাই চলছে। নিমাই মানে, অনেকে গোল হয়ে বসে একজন অন্যজনের কাছে গাঁজার স্টিক পাস করবে। কিন্তু শর্ত হলে পাশের জনের টান শেষ হওয়ার আগ পর্যন্ত ধোয়া বুকের ভেতর ধরে রাখতে হবে। রাহাত আমাকে নিমাই খেতে নিষেধ করে কিন্তু আমি খাই। এ নেশা পূজার নিটোল দেহের নেশার চেয়ে কড়াতো নয়, ভয় কি!

পরদিন ছিল আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস। মফস্মল থেকে উঠে আসা ছেলে আমি। আমার ব্যক্তিত্বের মধ্যে তত প্রোজেকশন নেই। তবে আমি কিছুটা স্বাপ্নিক। লক্ষণ দেখে মনে হবে যেন আমি কবি। কিন্তু আমি কবি নই। হয়তো চিন্তক। যথাসময়ে ক্লাস শুরু হলো। আমি মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম। শেষের বেঞ্চে। প্রায় আধা ঘণ্টা ধরে প্রফেসর মাশরুর আমাদের সামনে জীবন ও ক্যারিয়ারের মধ্যে সম্পর্ক ও পার্থক্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করছেন।
"মে আই কাম ইন প্লিজ, স্যার?" পূজা বলল। "এত দেরী করে ক্লাসে আসার কি অর্থ? এসো।" স্যার বলেন। "সরি স্যার। আমি ভুলে গিয়েছিলাম ক্লাসের সময়টা।" পূজা জবাব দিল।
এ কি! পূজা দাঁড়িয়ে আছে ক্লাসের আউটডোরে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। খানিকটা চোখ কচলে দেখলাম, হ্যাঁ পূজাইতো! মেরুন রঙের স্যালোয়ার কামিজে ওকে পরীর মত লাগছিল। ভাগ্যক্রমে ও আমার পাশেই এসে বসল! আমার বুকের ভিতর ধুকপুকানির শব্দ কি ও শুনতে পারছে, শুধু এই চিন্তাই হচ্ছিল তখন আমার। বুঝলে সেটা কি বিদঘুটে ব্যাপার হবে। গাঁজার নেশাটা তখনো পুরোপুরি কাটে নি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পের সাথে আছি। পরের পর্বের অপেক্ষায়।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.