নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. কম শেষ বর্ষে পড়ছি

আমি এম. কম শেষ বর্ষে পড়ছি।

মোঃ তানভীর হোসেন

আমি এম. কম শেষ বর্ষে পড়ছি

মোঃ তানভীর হোসেন › বিস্তারিত পোস্টঃ

অসহায় ব্যাক্তিদের চাকরীর থেকে বাদ দেওয়া প্রসঙ্গে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫০

আমাদের দেশ একটি গরিব দেশ হিসাবে পরিচিতি আগে থেকে আমরা সাবাই তা জানি। এই দেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে সরকারী বেসরকারী অনেক প্রতিষ্টান। তার পাশা পাশি আছে দেশ বিদেশে যারা আছে তাদের আয়ের মাধ্যমে। সব মিলিয়ে সবাই দেশকে ভাল করার জন্য এবং নিজের জীবন ধারণ ও পরিবার কে ভাল করার লক্ষে অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছি। তেমনি এমনি একটি প্রতিষ্টান BRAC আজ যা করছে তা ঠিক করছে কী না তা সবার কাছে তুলি ধরলাম দেখি আপনাদের মনে বিবেকে কী বলে তাদের জন্য।
আমার মুল কথা হলো BRAC কোন কারণ ছাড়া ৮০০০ (আট হাজার) কর্মকতা কর্মচারী ছাটাই করছে। যাদের ছাটাই করছে তাদের পরিবার কী করে চলবে তারা কী ভাবে বাচবে?
BRAC থেকে বাদ দেওয়া এক জনের সাথে কথা হলো আমার সাথে তার কথা শুনে আমার খুব খারাপ লাগলো । তিনি যেখানে বসবাস করতেন সেখানে তার বসবাস করা সম্ভব হচ্ছে না কারণ নানান লোকে নানান কথা বলছে আর তার জন্য অন্য এলাকায় বাসা ভাড়া খোজ করছে।
আমি দেশের একজন সাধারণ লোক হয়ে সরকারের কাছে অনুরোধ করছি যে, দেশের মানুষের প্রতি ভালবাসা যদি থেকে থাকে তাদের কর্মমুখি করে তোলা অথবা বিনা কারণে চাকরীর থেকে বাদ দেওয়ার কারণ বের করা দুটোর একটি করলে খুশি হব।
বিঃদ্রঃ সরকারের কারণে না কী এই করছে BRAC।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.