নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. কম শেষ বর্ষে পড়ছি

আমি এম. কম শেষ বর্ষে পড়ছি।

মোঃ তানভীর হোসেন

আমি এম. কম শেষ বর্ষে পড়ছি

মোঃ তানভীর হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার বিপরিত বাক্য

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

আমাদের দেশ বাংলাদেশ। এই দেশ একটি মুসলিম দেশ হিসাবে প্রতিষ্ঠিত। এ দেশের ৮০% লোক মুসলিম এতে কোন সন্দেহ নেই কিন্তু আমাদের দেশে আছে বিদেশি হিন্দু সম্প্রদায়ের যত চেতনা।
যে দেশের মানুষ আজ বাচার জন্য মরিয়া হয়ে পড়েছে সেই দেশের মানুষ আবার ভালবাসা দিবস পালন করে কী ভাবে তা জানা নেই আমার। আমাদের দেশের মানুষের মুখে ভালবাসা কোন সভা পাই না কারণ দেশের রাজনৈতিক ব্যক্তিরা মনে করেন দেশ তাদের সাধারণ মানুষ মানুষ না। তারা কী কখনো কী ভাবেন সেই সাধারণ মানুষের কারণে তারা দেশ সেবার সুয়োগ পান। আপনারা কী মনে করেন?
আজ দেশে মানুষ যা মরছে সব সাধারণ মানুষ তাদের কী হচ্ছে তাকিয়ে দেখেন তাদের কিছু হচ্ছে না। তারা সাধারণ মানুষের কথা ভাবলে তাদের আজ এত কষ্ট করে জীবন চালাতে হতো না। আর সেই দেশে না কী মানুষ আবার ভালবাসা দিবস পাল করে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: মোঃ তানভীর হোসেন ,




একটু ভুল হচ্ছে যেন আপনার কোথাও । আবেগ থাকা ভালো তবে সব কিছুতেই আবেগী হতে নেই ।
দেশে তো সারা বছর কতো মানুষ না খেয়ে থাকে , কতো মানুষ দূর্ঘটনায় মারা যায় - দেশ কি তখন থেমে থাকে ? নাকি আপনিও খাওয়া বন্ধ করে বসে থাকেন ? পথ চলা বন্ধ করে দেন । নাকি মাতম করেন সারা বছর ? করেন না । করার কথা মনেও হয়না ।

তাছাড়া আপনার লেখার বিষয়বস্তু এলোমেলো । একবার আমরা ৮০% মুসলিম বলছেন । বলছেন - আমাদের দেশে আছে বিদেশি হিন্দু সম্প্রদায়ের যত চেতনা। বলেছেন - রাজনৈতিক ব্যক্তিরা মনে করেন দেশ তাদের সাধারণ মানুষ মানুষ না। তারা কী কখনো কী ভাবেন সেই সাধারণ মানুষের কারণে তারা দেশ সেবার সুয়োগ পান। আপনারা কী মনে করেন?
আজ দেশে মানুষ যা মরছে সব সাধারণ মানুষ তাদের কী হচ্ছে তাকিয়ে দেখেন তাদের কিছু হচ্ছে না।

ভালোবাসার কথায় রাজনৈতিক ব্যক্তিদের কথা এলো কেন ? এদের কাজের সাথে ভালোবাসার কি সম্পর্ক ? বরং তারা যদি মানুষকে ভালোবাসতো তবে এই ধরনেন পেট্রল বোমা ছুঁড়তো না ।
নাকি আপনি মনে করেন , ভালোবাসা দিবস মানেই দুটি ছেলেমেয়ের হাত ধরাধরি করে চলা ? এটা ভুল ধারনা । ভালোবাসা হলো সবার জন্যে । আপনার ধারেকাছের , দুরের সবার জন্যে ।
আর উদযাপন ? নবী ( সাঃ) র সেই বাণীটি জানেন তো ?
জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিও ক্ষুধার লাগি
জোটে যদি দুইটি পয়সা
একটিতে ফুল কিনে নিও হে অনুরাগী ....


সুন্দরতাকে ভালোবাসার কথাই বলেছেন আমাদের নবী । সকল মানুষকেই ভালোবেসেছেন তিনি, শত্রু-মিত্র সবাইকে । মানুষকে ভালোবাসা সব সময়ই সুন্দর ।
দৃষ্টিভঙ্গী পরিবর্তন করুন আর ভাবুন ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.