নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসতে খুব ভালোবাসি, মানুষকে। বাঁচতে দেখে উল্লাস করি, বেচে থাকার আনন্দ পাই, বেঁচে থাকি।

মাহাবুবুর রহমান হৃদয়

ভালোবাসতে খুব ভালোবাসি, মানুষকে। বাঁচতে দেখে উল্লাস করি, বেঁচে থাকার আনন্দ পাই, বেচে থাকি।

মাহাবুবুর রহমান হৃদয় › বিস্তারিত পোস্টঃ

মহাকালের স্রোত !

২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৯


সদ্য পৃথিবীতে আসা শিশুটির দিকে তাকিয়ে মনে হলো, পৃথিবী এমনই এক‌টি স্থান যেখানে সব সময় একরকম খেলা চলে। খেলায় কেউ জিতছে আবার কেউ হারছে কখনো কখনো সমান সমান। আজ অমুক সেরা ধনী তোহ কাল তমুক! যাইহোক, পৃথিবী যেমন তার নির্দিষ্ট গতিতে চলছে তেমনি আমরাও। সৃষ্টির শুরুতে ধরণী কেমন ছিল জানিনা কিন্তু মানুষ সৃষ্টির পর থেকে একের পর এক বিচিত্র সব ঘটনা ঘটে চলেছে। শুরুতেই এরা একসঙ্গে থাকতে শেখেনি। শুরুর সময়টাতে মানুষ একাকী জীবনযাপন করত! শিখতে অনেক সময় লেগেছে। যখন বিপদে পরেছে তখন অনুভব করেছে একসঙ্গে থাকার দরকার, তার আগে নয়। সেই থেকে শুরু হয়ে আজ অব্দি মানুষ একসঙ্গে রয়ে গেছে বিপদমুক্ত থাকার তাগিদে! খাদ্যের অভাব পূরনে, হিংস্র পশুর আক্রমণ থেকে বাচার তাগিদে, নিরাপত্তার প্রয়োজন সহ নানাবিধ কারণে আজ অব্দি মানুষ একসঙ্গে থাকছে। তবে সময়ের সাথে সাথে প্রয়োজন গুলোর পরিবর্তন ঘটেছে কিঞ্চিৎ! এখন মানুষ একসঙ্গে থাকার জন্য টাকা এবং ভালবাসার (নিরাপত্তার আপডেট ভার্সন) ব্যবহার শুরু করেছে ব্যপক মাত্রায়!! শুনতে কটু লাগলেও মানতেই হবে। আজ ভালবাসার রং বদলে যাচ্ছে বাতাসের ঝাপটাতে। আজ একে ভালবাসতে ইচ্ছে করে তোহ কাল ওকে। টাকার প্রয়োজনীয়তা অনস্বীকার্য! আর এইজন্যই যার কাছে টাকা আছে তার সাথে আরেকজন থাকছে টাকার প্রয়োজনে। কি বৈচিত্র্য, পৃথিবীর শুরুর নিয়ম আর এখনকার নিয়মের ভেতর! এভাবেই খেলা চলবে অনেকটা সময়। একটা রাউন্ড শেষ হলেই শুরু হবে আরেকটি রাউন্ড। নিয়ম এবং অনিয়মের অনেক পরিবর্তন ঘটবে মহাকালের স্রোতে । তারপর একদিন মহামান্য বিচারক রায় দিবেন সত্যিই কে হেরেছিল আর কে জিতেছিল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.