নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ের স্পন্দন

হৃদয় এর স্পন্দন

সুখে থাকার অভিনয়

হৃদয় এর স্পন্দন › বিস্তারিত পোস্টঃ

প্রথম ভালোবাসা

২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৮

বিজলি



অনেক দিন হলো আর কতো



আর কতো সইবো দেরি অনন্ত?



পিতামহ ইহোলোক ছাড়িবে বলে



বাবায় দিতে চাহে বিবাহ



পিতামহের শখ ছিলো দেখিবে পুতির মুখ



এইবার বুঝি তবে তার শখের অনাদর করা হলো



ডাক্তার আসে, উকিল আসে, আসে তালুকদারের বেটা



মাকে বলেছি অনন্ত কে ছাড়া করিবোনা কো বিয়া



অনন্ত



এইতো এখনই



এখনই নিয়ে যাবো তোমায়



দেখো আকাশে কত মেঘ জমেছে



হবে বর্ষা ধারা



কাটুক না এই জলের প্রপাত



আমার বাড়ি গাঙ্গেরও পাড়



যদি গো ভাসে জলে তোমায় রাখিবো আমি কিসে?



সেই ভয়ে এই শ্রাবনে না করি মোর আশা



যদি গো চাহে বিধাতা



বিজলি করিবো তোমায় আমি বিয়া







বিজলি



অহে অনন্ত প্রেম মোর



অনন্ত ভালোবাসা



যদি বা থাকো তুমি মোর পাশে



কিসের ভয় কিসের এতো দূরাশা?



আমি যে তোমায় ভাসিয়াছি ভালো



ওগো রাতের আধারে যদি বাণের পানি



কেড়ে নেয় তোমারে আর মোরে



ভেঙ্গে নেয় ঘরের ছাউনি



দুজন তবে একসাথে যাবো



তোমাকে যে আমি মানি স্বামি







অনন্ত



তবে চলো এখনই



অই আকাশে ঘনধারে করিয়াছে মেঘ



আসিবে বুঝি বৃষ্টি



তাহার আগেই চলো ওগো



চলো মোর বাড়ি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

নিশীর পথিক বলেছেন: ভাল লাগলো

২৪ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০১

হৃদয় এর স্পন্দন বলেছেন: আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবনা, অনেক দিনের শখ ছিলো ডূয়েট লিখবো, আর প্রথম লেখাটাই যদি ভালো লেগে থাকে তাহলে শুধু এইটাই বলি ভাইয়া দোয়া করবেন যেনো আরো কিছু লিখতে পারি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.