![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকি বিষন্ন রাত আর আমি মুখোমুখি
একাকি চাঁদ আর জোছনার সাথে
একটি সিগেরেট হাতে দিয়াশালাই তবু নাই
কভু বা জীবন কভু বা মরন
বেলকনির অই দক্ষিন কোনায়
আমার তুমি আর তোমার আমিতে
রয়েছে বিস্তর ফাড়াক
সে তো আগে বুঝিনাই, দিয়েছিলাম তাই হৃদয়
আজ বুঝি সে হৃদয় পুড়ে কয়লাখানি বের হয়
কয়লার মাঝে কালো সুরে গাই কালার গান
হাটকালা আমি হয়েছি তাই শুনিনা সুন্দরের কথা মালা
আমার আমি ভালোই আছি বুকে নিয়ে একরাশ জ্বালা
©somewhere in net ltd.