নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ের স্পন্দন

হৃদয় এর স্পন্দন

সুখে থাকার অভিনয়

হৃদয় এর স্পন্দন › বিস্তারিত পোস্টঃ

সুলভ কল্প

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৬

আজ মেঘলার বিয়ে। একটু পরেই পরিবার সমেত
যাবো দাওয়াত খেতে। গত পরশুদিন তার গায়ে
হলুদে গিয়েছিলাম আমি। হলুদছোয়াতে গিয়ে
মেয়েদের দেহ স্পর্শ করার ঘোরবিরোধি ছিলাম
বলেই হয়তো হলুদ ছোয়াইনি। দূর থেকে
তাকিয়ে দেখলাম সব। এলাকার মহিলারা যখন
হলুদছোয়ার আগে সুর করে গান গাইছিলো তখন
উপস্থিত ছিলাম। হলুদ সন্ধ্যায় মেঘলাকে আনার পর
বরের বাড়ির সকলেই হলুদ ছোয়াল এর পর শুরু
হলো কনের আত্বিয় পালা। পাশাপাশি চলছিলো
গানের পালা। এক সাইডে গান বাজছিল তুমি
যাইয়োনাকো বাসর ঘরের বাত্তি নিভায়া, আমি
অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। মেঘলার যে বয়স
তাতে সে কারেন্ট না থাকা সন্ধ্যায় নিজের ঘরেই
ভয় পাবে।
এর মাঝে খেয়াল করলাম একটা ছেলে এলো।
বক্সের সামনে সে নাচবে। পেনড্রাইভে গান
নিয়ে এসেছে। সাউন্ড সিষ্টেমের ছেলেটির
সাথে তার তুমুল বিতর্ক হচ্ছে। পেনড্রাইভ সিষ্টেম
নেই কেনো। আমি এগিয়ে গেলাম। দেখলাম
ছেলেটির চোখ লাল। কঠিন লাল। ধারনা করছিলাম
ছেলেটি গাজা খেয়েছে। ছেলেটি ও
পূর্বপরিচিত আমার। বললাম এইদিকে আয়। আমার সাথে
হাটতে লাগলো। ইচ্ছা করে ময়লার ভাগাড়ের
সামনে দিয়ে এলাম। আমি থুথু ফেললাম সে নির্বিকার
হলেও এক্টু থুথু ফেলল। দেখতে পেলাম তা
শুকনো। শিউর হলাম গাজা সে খেয়েছে।
তারপর বাসায় এনে কম্পিউটার এ ওর পেনড্রাইভ
লাগিয়ে গানটি মেমরি তে নিলাম। বললাম চল নাচবি।
ছেলেটা নাচলো
গানটি ছিলো প্রমিথিউসের
আজ তাহার গায়ে হলুদ কাল বিয়ে
বন্ধু যায় যেনো আমার বুকের পথ দিয়ে।
ক্লাস ৭ এ পড়ুয়া মেয়েটা একটু দুরে বসে আছে
তার গায়ে হলুদ চলছে আর সে আর চোখে তার
প্রেমিকার নাচ দেখছে
আর ক্লাস ৯ পড়ুয়া ছেলেটা গাজা খেয়ে তার
প্রেমিকার হলুদ সন্ধ্যায় গানের সাথে নাচছে।
সেদিন এ দুজনের অশ্রুসজল চোখ দেখে
চলে এসেছিলাম। আর সহ্য হয়নি আমার। ইদানীং
অনেক কিছুই সহ্য হয়না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৪

বিজন রয় বলেছেন: অনেক সময় অনেক কিছু সহ্য হয় না। কিন্তু ধৈর্য ধরতে হবে যে।

লেখাটি ভাল লাগল।
++++

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

হৃদয় এর স্পন্দন বলেছেন: ধন্যবাদ বিজন দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.