নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো কবিতায় হারিয়ে যাই

হৃদপিণ্ড

আশরাফুল ইসলাম শিমুল ।

হৃদপিণ্ড › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা আর কত!

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৬

আর কতটা সময়
কতটা দিন
কতটা সপ্তাহ
কতটা মাস
কতটা বছর
কতটা বছরের পর বছর
কতটা কাল
কতটা যুগ .........

আমদের এই অন্তহীন পথ চলা।
শুরু করেছি সেই কত শত বছর আগে
এখনো এই দ্বার বেয়ে চলেছি আমরা।

আমাদের এই সভ্যতা
এখনো পরিত্যক্ত রুমে আবদ্ধ।
বার্ন ইউনিটে পরে তাকাচ্ছে
পড়া দগ্ধ গন্ধ, মড়গে আবদ্ধ পঁচা লাশটির দেহরক্ষী হাড়পাঁজর ,আর খুলি।

সভ্যতার বিবর্তনবাদ বদলে গেছে, পাল্টে গেছে সময়, দিন কাল ক্ষন।

এখন শুধু বয়ে যাওয়া সময়ের সাথে তাল মিলিয়ে ,
পাড়ি দিতে হবে পথ, না হলেও অতিক্রম হয়ে যাবে নিজের মতো করে।
বদলে ফেলার বৃথা চেষ্টাই হলো অপচেষ্টা।

বাইশটা বছর পার হবে আর কিছুদিন গেলেই।
এতটা বছর, কতোটা সময়, কতোটা দিন, কতোটা মাস।

এভাবে চৌরঙ্গী হাতের আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে রক্তবাহিকায় নিজের সদ্য ইমেজ।
শরীর কে কতো ক্ষতবিক্ষত করেছি হয়তো ভেবে নয়তো না ভেবে তবুও আমি বিক্ষত।

আর কতদিন এভাবে, একটু পরেই তো বিদায়ের প্রতিধ্বনি উল্লাসে ভেঙ্গে যাবে, কত আর্তনাদে।
বিক্ষুব্ধ চিৎকার, বিধ্বস্ত লাশে পোকামাকড়ের তীব্র উল্লাস, একদিন মাঠিতে বিলিন হবে আমার শেষ অস্তিত্ব।

……………………………… অপেক্ষা আর কত!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫১

হৃদপিণ্ড বলেছেন: সময় বয়ে গেছে
আরো যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.