![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"রুপা2"
…………………আশরাফুল ইসলাম শিমুল
"তুমি অপেক্ষা আমার চন্দ্রাবলী
বদলে যাওয়া সুরে তুমি নিত্য নিরানন্দ বাজিকর
আমি বার বার ফিরে আসি
ছুটে আসি।
কেন জানি খুব ভালোবাসি।
বরষার কোল ঘেষে বৃষ্টির বুক হতে এসেছিলে উঠে
সেদিন আমার বসন্ত এসেছিলো
ফাল্গুন লেগেছিলো কৃষ্ণচুড়ার ডালে।
তোমায় নিয়ে আজ অবধি কতটা দুর হেঁটেছি
কল্পনার করিডোরে,
আজ যেন সবি মিথ্যে হয়ে গেছে অগোছালো আবর্জনার ভীড়ে।
রক্তের স্লোগানে অনুভূতির বেড়াজালে
আজও তোমার শুভ্রতার আভা লাগানো ভালবাসার মায়াজালে।
আমি আজও বন্দী তোমার প্রেমে
একবিন্দুও পিছিয়ে যাইনি, হয়তো অভিমানে, বড় কষ্ট বার বার ছিটকে যাওয়ার অভিনয়ে ব্যস্ত ছিলাম,
কিন্তুু আমি পারিনি তোমার জন্য জন্মানো ভালবাসা নিঃশেষ করে দিতে,
তোমার প্রেমকে জ্বলান জ্বলি দিতে,
ভেঙ্গে চুরমার করে দিতে পারিনি স্মৃতির খাতা, অসংখ্য ছোট ছোট চিরকুট ,
ভালবাসার মতো বড় যন্ত্রনার বিষ কে গলা টিপে হত্যা করে দিতে পারিনি।
আমি আমৃত্যু বিষ প্রাণ করেছি এক নিঃশ্বাস অনুভবে
বার বার প্রেমের গন্ধে, তোমারী প্রেমের গন্ধে ফিরে এসেছি রুপা।
সেদিনের মতো আজও হাতের আঙ্গুল বাড়িয়ে দিয়েছি
তোমার হাতের আঙুল ধরার জন্য।
দিবে রুপা বাড়িয়ে তোমার হাতের আঙ্গুল?
আমি অপেক্ষার পরবাসে আজ অবধি
তোমার আসার পথেই চেয়ে আছি,
আসবে কখন, দেখবে কখন আমার চোখে তোমার জন্য শুদ্ধ ভালোবাসার ছবি।
আকাশে ওই নীল ঘুড়িটি উড়িয়েছিলাম
আজও উড়ে বেড়ায়
খুজে বেড়ায় তোমায়,
নিত্য নতুন রুপকথার গল্প বানায়
ভবঘুরের মতো দিগ্বিদিক চলে আর নেশাগ্রস্ত কবিতা লেখে ,
বার বার আহবানে জাগ্রত হয়ে উঠে আসবে বলে তুমি।
রুপা তুমি যদি ওই সুদূর নেহারীকা ,কুহেলিকা হও
আমি চাইবোনা কখনো তোমার সান্নিধ্য,
শুধু চাইবো একটু বন্ধু হয়ে থেক।
আমার শিরা ধমনি রক্ত বাহিকায়
তোমার প্রেমও ধারা বয়ে চলেছে অবিরাম।
তাই আমার আর ফিরে যাওয়া সম্ভব না।
কারণ একা একা হেঁটে জীবনের অনেক দুরের পথে যাওয়া যায়,
কিন্তুু কারো হাত ধরে অনেক দুরের পথ অতিক্রম করে
একা একা ফিরে আসতে অনেক কষ্ট।"
©somewhere in net ltd.