নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো কবিতায় হারিয়ে যাই

হৃদপিণ্ড

আশরাফুল ইসলাম শিমুল ।

হৃদপিণ্ড › বিস্তারিত পোস্টঃ

মায়ানীলের জন্য চিরকুট

২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫১

মায়ানীল(দুই)
………………আশরাফুল ইসলাম শিমুল

"তোমার জন্য
কতোটা যোজন যোজন দুরে হেঁটেছি
নীল দিগন্তে চেয়ে আছি বাইশটা চৌরঙ্গী পেড়িয়ে,
কতোবার রক্ত স্নানে মাখিয়েছি হৃদয়
রক্তের স্তুপে জমাট বেঁধে আছে বিধ্বস্ত চিরকুট
নির্লিপ্ত রক্ত ক্ষয়ে ক্ষয়ে হিমোগ্লোবিন ফ্যাঁকাসে বিবর্ণ
মস্তিষ্কের ভিতরে স্নায়ু গুলো ক্ষতবিক্ষত,
জরাজীর্ণ হাহাকারে ভগ্নস্তুপের সমাহারে
নিঃসঙ্গ একাকীত্ব ঘিরে পাহাড় নদী বিশ্ব ভুখন্ড
খুঁজে খুঁজে একটাও নীল পদ্ম খুঁজে পাইনি।

আজ তোমাকে পেয়েছি মায়ানীল
কতোটা তিতিক্ষার পরে ,কতোটা অপেক্ষার পরে
এতো কাছে,
হৃদয়ের সব ব্যকুলতার উত্তল ঢেউ,
স্পন্দিত আত্মার ছিন্নভিন্ন রক্তের চিরকুটের স্লোগান
ক্রন্দনরত শেওলা আগাছা আবর্তিত সেই অক্ষত অপেক্ষার বিষাক্ত কাল,
সব থেমে গেছে,
সব হারিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে।

তবুও আজ আমি শোকার্ত
বেদনার দগ্ধে জলন্ত সিগারেটের মতো জ্বলে জ্বলে
ধুয়া হয়ে গেছি।

আকাশে হঠাৎ ক্ষিপ্ত মেঘের গর্জন
লন্ড ভন্ড বিদ্যুৎতের কষাঘাত,
আমার আকাশ ভেঙে গেছে
সব স্বপ্ন গুলো ধুলিসাৎ হয়ে পরিত্যক্ত আগ্রাসনে
জমেছে আর্তনাদ, হাজারটা বিষাক্ত ছোবলের ব্যথায়
ভেঙে চুরমার হয়ে গেছে।

মায়ানীল !
তোমার আকাশটা বড় রঙিন,বড় নীল
তোমার আকাশে আমি ভাসা মেঘ
বহুদুরের একটা অস্পষ্ট একটা তারা।

তোমার আকাশে অন্য কেউ , শুধু অন্য কেউ
রঙিন ঘুড়ি উড়িয়ে মেলেছে ডানা
তোমার সবটুকু অস্তিত্ব শুধু তাকে ঘিরে
তাকে মিশে ,হৃদয়ের সবটুকু ভালোবাসা শুধু তাকে নিয়ে।

আমিও ভালোবাসি,বড় ভালোবাসি
এই নীল পদ্ম, সেই বেলীফুল, সেই লাল টকটকে গোলাপ,
সেই রক্ত দিয়ে লেখা চিরকুট ,এখন আমার এই একাকীত্ব, আনকোরার ভীড়ে জ্বলে উঠা নক্ষত্র, আবছায়া ধু ধু বালিচর, আর মরিচিকা।

আর আমিও ভালোবাসি মায়ানীল কে, তবুও ভালো ভালোবাসি মায়ানীলকে।"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯

বিলোয় বলেছেন: কি সব লিখছেন এইগুলা? মাথা ব্যাথা করে না?

২| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৭

হৃদপিণ্ড বলেছেন: কেন? সমস্যা কি হলো ?

৩| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা রইল।

৪| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

হৃদপিণ্ড বলেছেন: অভিভূত হইলাম, শুভেচ্ছা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.