![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিথিলা (পাঁচ)
………………আশরাফুল ইসলাম শিমুল
"কেমন আছো মিথিলা ?
হয়তো অনেক অনেক ভালো
তবুও লিখছি,
নির্লিপ্ত বেহায়ার মতো,
আবারও তোমার জন্য আমার এই ক্ষুদ্র চিরকুট।
আজ এই চিরকুটে কোন কলমের কালি নেই
কোন দোয়াত, রঙ্গ তুলির আচড়ে মোড়ানো কোন শব্দ গুচ্ছ নেই।
আঙ্গুল কেঁটে
গড়িয়ে গড়িয়ে পরা রক্তের আঁকড়ে
রঞ্জিত করেছি এই চিরকুট,
ক্ষতবিক্ষত হৃদয়ের প্রতিভাসে জাগ্রত চিত্তের বহ্নিশিখায় জলন্ত প্রতিশোধস্পৃহার আত্মার মম ,
অশ্রু ধারায় প্রবাহিত তরতাজা উষ্ণ রক্তের এই চিরকুট।
চিরকুটের প্রতিটি শব্দ আজ হাজারো স্লোগানে
ক্ষিপ্ত, বিধ্বস্ত বিবেক আজ সংকীর্ণ,
নিঃশ্বাসের তীব্র টানে
মরিচিকায় খোঁজে বসন্ত।
ওরা লালাতুর ,
ওরা হিংস্র
ওরা ধবংস স্তুপের পাহাড় করেছে জন্ম
ওরা অহংকারী ,ওরা কালজয়ী, ওরা ক্ষয়ী,
তোমার হৃদয়ে যাদের হয়েছে জন্ম,
সেই মন, বিবেক, মূল্যেবোধ
এমনি তোমার ফর্সা শরীর।
কি লিখবো আজ?
এই শরীরের ঝরে পড়া রক্ত বিন্দু দিয়ে
সমস্ত রক্ত দিয়ে লিখলেও
তোমার বিরুদ্ধে আমার অভিযোগ শেষ হবে না,
কোনদিন শেষ হবে না।
যেমন মরুভূমির তটে শষ্যে ফলানো যায় না,
তেমনি তোমার শক্ত কনক্রিটের হৃদয়ের আমার জন্য ভালোবাসার জন্ম হবে না।
তবুও ভালোবাসি
নির্লিপ্ত বেহায়ার মতো শুধু তোমাকে,
তিতিক্ষার শত শত বছর ধরে ভালোবেসে যাবো তোমাকে। "
©somewhere in net ltd.