![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়ানীল-4
……………আশরাফুল ইসলাম শিমুল
"তপ্ত অনুভবের বিষে জড়িয়ে থাকা
সুগন্ধি রুমাল নিয়ে
এই জরাজীর্ণ শহরের বিধ্বস্ত অলি গলি
পাড়ি দিয়ে চলে যাচ্ছি বহুদুরে মেঘেদের সাথে উড়ে।
হাতের আঙ্গুল ছোঁয়া স্পর্শ
তোমার অব্যক্ত কথাগুলো
চাবুকের মতো আঘাত করে বার বার হৃদয়কে
বিষিয়ে দিচ্ছে ।
হাসনাহেনার তীব্র গন্ধে
লেগে থাকা বিষাক্ত যাতনাগুলো
কড়া সেন্টের মতো সারা শরীরের
অনুরণনে মিশে একাকার হয়ে গেছে,
পোকামাকড়ের মতো চাষাবাদে ব্যস্ত হয়ে পড়েছে,
খুবলে খুবলে যাচ্ছে নরপিশাচ মতো প্রতিটি স্নায়ু কোষ,
হায়নাদের মতো ক্ষুধার্ত নেশাগ্রস্ত হয়ে হেঁটে চলেছে
আনকোরায়।
শহরের অবুঝ বোকা পাখি গুলো
অত্যাচার,নিপিড়ন,শত কষাঘাত সহ্য করতে না পেড়ে
এ শহর ছেড়ে অনেক অনেক দুরে চলে যাচ্ছে,
এই শহরের কোলাহল ছেড়ে নিঃস্তব্ধ অরণ্য ঘেরা লোকালয়ে।
এ শহরের মেঘেরা আজ বড় একা
তাই এই বিষাক্ত যাতনার শহরে ক্ষনিকের বৃষ্টি নামিয়ে চলে যাচ্ছে দুর পাহাড়ের গগনে। "
আমি আর আমার কবিতারা অনেক ভিন্ন
রচনাকাল29/03/2015
রাক্ষসে দুপুর
©somewhere in net ltd.