![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রীষ্মের দুপুর
…………………আশরাফুল ইসলাম শিমুল
"জমে থাকা শেওলার বুকে কষ্ট গুলো আগাছায় রুপ নিয়েছে,
জীবন্ত শালিকেরা ঘাসফড়িঙের জন্য ছুটে চলেছে গ্রীষ্মের দুপুরে,
একটা ঘুমান্ত চুঁড়ই পাখি দিবাস্বপ্নে বিভোর
একটা দোয়েল তপ্ত দুপুরে আশ্রয় নিয়েছে বটগাছের একটা জরাজীর্ণ ডালে।
দেয়ালে বেড়ে উঠা ঘাসশুলো শুকিয়ে গেছে রৌদ্রতাপে ,
রাক্ষসে দুপুরে দূরান্ত কুকুরটা পুকুরের পানির ভিতরে সারা শরীর ডুবিয়ে মাথা জাগিয়ে বসে আছে,
গ্রামের দস্যু বালকেরা সেই পুকুরের অপর প্রান্তে খেলতে হলি।
বাতাস নেই ধুলাবালিতে ভরে গেছে গ্রামের পথ
গাছগুলো শিশির পিপাসায় অপেক্ষা করছে রাতের,
একটা বৈরাগী সেই বটগাছের নিচে বসে আপন সুরে গান ধরেছে,
আর কতকাল চলতে হবে সংগোপনে হৃদয়মন্থিত বেদনার সুরে,
পাড়ার মানুষ ভীড় করছে বৈরাগীর তিন পাশে,
দোয়েল পাখিটা দুঃখ করতে করতে উড়ে গেল একটা
ছোনের ভিতরে।
রৌদ্রের উত্তপ্ত তাপে টিনের চালে শুকানো শুকটি মাছের লোভে কয়েকটা কাঁক কা কা ডাঁকছে
উঠানের কোণে গাছের ছায়ায় বসে থাকা ছেটেটা কাঁককে ঢিল ছোঁড়ে ,
অলস দুপুরে ঘুমিয়ে আছে মাঠের ধারে
বেড়ে উঠা ছায়াময় গাছের নীচে কয়েকজন কৃষক,
তাদের জন্য বাড়ির ছোট ছেলেটা গামছায় বেঁধে ভাতের ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে দুপুরে খাবার।
বাড়ির বউরা মিলে দাওয়াত খেতে বসেছে
বাড়ির মুরুব্বিদের বাতাস করছে বাড়ির মেয়েটা "
গ্রামের দুপুর
30/03/2015
রাতের ভাবনায়
রচিয়াছি ইহারে
২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৯
হৃদপিণ্ড বলেছেন: হুম ভাইয়া...যেতেই হবে বাসায়
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮
আবদুর রব শরীফ বলেছেন: বাড়ির বউরা মিলে দাওয়াত খেতে বসেছে
বাড়ির মুরুব্বিদের বাতাস করছে বাড়ির মেয়েটা "
ইশ!!! গ্রামের ছেলে গ্রামে ফেরার সাধ জেগেছে মনে ৷