নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো কবিতায় হারিয়ে যাই

হৃদপিণ্ড

আশরাফুল ইসলাম শিমুল ।

হৃদপিণ্ড › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের চওয়া

০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৮

তোমাকে বলছি হৃদয়ের জরাজীর্ণ আবেগ ছুয়ে পড়া ভালোবাসা দিয়ে,
তোমাকে পাওয়ার জন্য না,
শুধু বলতে চাই
তোমার সান্নিধ্য আজ আমার বড় প্রয়োজন,
আমার একাকীত্ব জীবন ঘিরে শুধু তোমার অস্তিত্ব প্রকাশিত।

গান গুলো বিন হয়ে ভাসে সুরে সুরে
বেদনায় পোড়া ক্ষত গুলো তোমার নাম জপে ক্ষনে ক্ষনে
এ ব্যথা যে তোমার দেওয়া, তোমার থেকেই পাওয়া।

তাই একটা চিরকুট লিখে খুব কষ্ট করে আমার ঠিকানায় পাঠিয়ে দিয়
সাথে একটা বিধ্বস্ত তোমার সাদাকালো ছবি।

আমি অপেক্ষার পরবাসে শেষ তিতিক্ষার প্রহরে দাড়িয়ে দাড়িয়ে
সূর্য স্নানের গোধূলি দেখবো,
হৃদয়ের তোমার কাছে এই টুকু চাওয়া শুধু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.