নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো কবিতায় হারিয়ে যাই

হৃদপিণ্ড

আশরাফুল ইসলাম শিমুল ।

হৃদপিণ্ড › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩


আমার ভালবাসা হচ্ছে দুর্বল ভালবাসা
নিয়তি ঈর্ষার চোখে তাকায়
দুই নিখুঁত প্রেমিক প্রেমিকার দিকে
তাদের মিলতে দেয় না
আমার আবেগ, আমার বিবেক
ভালোবাসি বলতেও পারি না,
শুধু চেয়ে থাকি তার ছবির চোখে
আর দুর থেকে বলি মিস করি তোমায়
এই আমার দুর্বল ভালবাসা মরমাহত
তাই আমার ভাগ্য শক্তি তাদের ঐক্য ব্যর্থ করে
আমরা তাই দুই মেরুতে দাড়িয়ে
আমার প্রেম অগ্র জালে ঢাঁকা
হয়তোবা মরুভূমির কোন বৃক্ষ লতা
তাই মনের ভীতর ভুমিকম্পের সৃষ্টি হয়েছে
কাদি তাই একাই বসে তার অগোচরে
পরিচয় টা হঠাৎ করে তাই ভুলতে পারলাম তাকে
আর এখন আমাদের মাঝখানে চিলে কোঠার ঘর
আর আকাবাকা ভালবাসার গল্প বলা
হয়তো মিলতে পারি প্রতিক্ষনে , প্রতিকোণে
কিন্তু প্রেম আমার সমান্তরাল
যদিও অসীম তবুও মিলতে পারে না কখনো
আকাশের দু প্রান্তে দুটি তারার মিল....
বন্ধুর ভালবাসা হঠাৎ করেই হবে বিলীন .....

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৯

আহমেদ শাহীন বলেছেন: ভালো হয়েছে ভাই

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: ভালই লাগলো।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৯

শুভ্র বিকেল বলেছেন: বেশ সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.