![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা কখনো হীনমন্যতায় ভুগবেনা ও দুঃখিতও হবেনা বরং তোমরাই হবে বিজয়ী যদি তোমরা ইমানদার হও। ( সুরা আল ইমরান, আয়াত ১৩৯)
১
হলুদ ট্যাক্সি ক্যাবটা বাড়িটার পাশে এসে অপেক্ষা কৃত অন্ধকার জায়গাটায় দাড়ায়। বাড়ি টার তিন তালায় বাম পাশের ঘরে লাইট জ্বলছে, হিসেবে ভুল না হলে ওটা মিরার রুম হবার কথা, অনুপ সামান্য অস্বস্তি নিয়ে হাত ঘরিটার দিকে তাকায়, রাত দুটা বাজতে পনের মিনিট বাকি, এরপর সামান্য সতর্ক ভাবে এদিক ওদিক দেখেনেয়, নাহ কোথাও কেউ নেই। ক্যাবের ড্রাইভার সামান্য উস্খুস করে, তার পান খাওয়া দাঁত বের করে বলে, ভাইজান একটা কথা বলি?
অনুপ সংক্ষেপে বলে, "বলো"।
-ভাইজান আমি ছিন্তাই কারি দের সাথে কাজ করছি তিন মাস, তহন এত থ্রিল পাইনাই আজকে যা পাইতেছি, খুব মজা পাইতাছি ভাইজান, ভাইজান থ্যাংকইউ আমারে এই কাজে আনার জন্য।
অনুপ ড্রাইভারের কথায় তেমন একটা কান দেয়না, ও তাকিয়ে থাকে তিন তালার জানালার দিকে ।
ড্রাইভারের কাছে জানতে চায়- "এ সি আছে?"
-জ্বি ভাইজান, এ সি চলতেছে। ভাইজান তো খুব ঘামতেছেন, চিন্তা লাগতেছে, চিন্তার কিছু নাই। ভাইজান মুখ হা কইরা শ্বাস নেন চিন্তা কম লাগবে। অনুপ কিছু বলেনা তবে সামান্য মুখ হা করে শ্বাস নেয়, এতে তার চিন্তা কমেনা আরো বেড়ে যায়। দুটা বেজে যাচ্ছে প্রায়।
-ভাইজান অনুমতি দিলে আর একটা কথা জানতে চাই।
অনুপ সামান্য বিরক্তি নিয়ে তাকায়।
-ভাইজান এইটাই লাষ্ট।
অনুপ মাথা নাড়ে।
-ভাইজান মেয়ের বাবার কি দোনালা বন্দুক আছে? না মানে বাংলা সিনামায় দেখছিতো, মেয়েরে নায়ক ভাগায়ে নিয়ে যাচ্ছে, আর মেয়ের বাবা চৈত্র মাসের গরমের মধ্যে চাদর গায়ে দোনালা বন্দুক হাতে ছুটল মেয়েকে ছিনিয়ে আনতে।
এবার অনুপের একটু মজা লাগে বলে,- মিরা নাকি আর একবার পালাতে চেয়েছিলো বাড়ি ছেড়ে। তখন ওর বাবা নাকি ওদের বাড়ির সবচেয়ে বড় কুকুরটা ছেড়ে দিয়ে ছিল যে ট্যাক্সি ক্যাব ওয়ালা ওকে নিতে এসে ছিলো তার দিকে।
ড্রাইভার সামান্য সংকুচিত হয়ে বলে,
-ভাই জান আর একটা কথা এইটাই একেবারে লাস্ট, একে বারে শেষ।
অনুপ হেসে বলে, "বলো। "
ভাইজান কি গাড়ি চালাইতে পারেন?
ক্যানো?
-গাড়িটা থাকুক কালকে আপনে দিয়ে আইসেন, আমি কুত্তা বড় ভয় পাই, আমার চাচারে কামর দিছিলো একবার, নাভির গোড়ায় চৈদ্দ টা ইন্জেকশন দিছিল, উহ্ কি কষ্ট।
এমন সময় বাড়ির সামনের লোহার গেটের পকেট গেটটা খুলে যায়, বোরকা পড়া কেউ একজন বের হয় গেট থেকে, হাতে একটা ব্যাগ, সে চুপি চুপি এগিয়ে আসে গাড়িটার দিকে, অনুপ অপলক চেয়ে থাকে মেয়েটার দিকে, গাড়ির কাছে এসে বলে, দরজা খোল, অনুপ দরজা খুলে দেয়, মেয়েটা টুপ করে গাড়িতে ওঠে
ড্রাইভার কে ইশারা করতেই সে গাড়ি চালু দেয়। ড্রাইভার জানতে চায় আপা আপনাদের কুত্তা গুলার কি অবস্হা, ওরা সবাই ভালো আছে?
মিরা ততক্ষনে বোরকা খুলে ফেলেছে। অনুপ ওর দিকে তাকিয়ে থাকে, ওর চুল গুলো খোলা, চেহারায় কোন ভয়ের চিন্হ পর্যন্ত নেই। ওকে লাগছে পরীর মতন, এই মেয়ের বিয়ে ঠিক হয়েছে এক পাইলটের সাথে। আর আজ সে পালিয়ে যাচ্ছে অন্য এক ছেলের কাছে। অনুপ ভাবতে থাকে, সে ছোট বেলায় ভাবত পাইলট হবে। কত স্বপ্ন দেখেছে প্লেন নিয়ে সে উড়ছে। একবার মনে আছে তার সে স্বপ্নে উড়তে উড়তে খাট থেকে পড়ে গিয়ে ছিল। মিরার পালিয়ে যাওয়া দেখে এখন তার মনে হয় পাইলট না হয়ে ভালই হয়েছে, নাহলে হবু বৌ পালিয়ে যেত অন্য কারো সাথে।
কি দেখছিস অমন করে?
মিরার কথায় অনুপের ঘোর কাটে।
মিরা বলে, ড্রাইভার কি সব কুকুরের কথা জানতে চাচ্ছে?
অনুপ কিছু বলে না, সামান্য হেসে বলে ড্রাইভার জোরে চালাও।
গাড়ী বনানীর রাস্তা ছেড়ে কয়েকটা মোড় নিয়ে মেইন রোডে এসে পড়ে, গাড়ীর গতি বাড়তে থাকে ক্রমাগত। সেটা এগিয়ে চলে পুরান ঢাকার দিকে।
অনুপ জানতে চায় বোরকা পেলি কৈ?
- কাজের বুয়ার।
তোর বাবা-মা কৈ?
- ঘুমিয়ে গেছে।
কালকে সকালে কি অবস্হা হবে ভেবেছিস?
- কিছুই হবেনা, মা একটু কাদবে, বাবা বুঝিয়ে বাঝিয়ে রাখবে, আর সবদিকে খোজ লাগাবে।
তাহলে তোর পালানোর দরকার কি ছিল? সোজা বলে দিলেই তো হতো।
- ও তুই বুঝবিনা।
বুঝবনা মানে? মেয়ে ভাগিয়ে নিয়ে যাচ্ছি আর এটুকু বুঝবনা।
- তুই কি এখন আমার সাথে ঝগড়া করবি?
না ঝগড়া করব কেনো?
- তোর খুব কষ্ট হয়েছে নারে?
তোর তো কোন ঠিক নেই? রাত বারটায় মতলব হল, ফোন করেই- অনুপ আমি পালাবো, তুই প্লান কর আমাকে কিভাবে বের করবি? বলেই তুই খালাস। আর আমি, অর্থহীন। কোন মানে হয়, বাবা মার কাছে একগাদা মিথ্যে বলতে হলো, সারাদিন কি করছিস? দুপুরে পালাতি, বিকেলে পালাতি, না রাজকুমারির রাত দুপুরে পালেতে হবে। বল এত দেরি করলি কেন পালানোর সিদ্ধান্ত নিতে?
- ভেবেছি, সিদ্ধান্ত নিতে পারছিলাম না, একবার ভেবে ছিলাম বাবা কে সব খুলে বলি। শেষে পালাবো ঠিক করলাম। আর অমনি তোকে ফোন করলাম, ঘুমিয়েছিলি?
অনুপ আর কিছুই বলেনা, চুপ করে থাকে। মিরা ট্যাক্সির গ্লাস নামিয়ে দেয়। বাতাসে ওর চুল গুলো উড়তে থাকে, মাঝে মাঝে উড়ন্ত চুল গুলো ওর মুখের উপর পড়ে, অনুপের খুব ইচ্ছা করে হাত দিয়ে মিরার চুলগুলো ওর মুখের উপর দিয়ে সরিয়ে দেয়, দেওয়া হয়না।
২
ট্যাক্সিটা পুরান ঢাকার একটা মেসের সামনে এসে দ্বাড়ায়, অনুপ নামে ট্যাক্সি থেকে। নেমে মেসের দিকে যেতে থাকে, মিরা পিছন থেকে বলে পাচ তালায় ডান পাশের রূম, দরজায় নাম লেখা আছে "জাভেদ"।
অনুপ ফিরে আসে কিছু ক্ষন পরে, মিরা আগ্রহ নিয়ে জানতে চায় পেয়েছিস জাভেদ কে?
অনুপ মাথা নেড়ে বলে না।
- ক্যানো ও কোথায়?
ওদের গ্রামের বাড়ীতে গেছে দুই দিন আগে, আচ্ছা ও জানেনা যে তুই ঘর ছড়ে ওর কাছে পালিয়ে আসছিস?
- মিরা মাথা নাড়ে বলে না, ভেবে ছিলাম ওকে একটা সারপ্রাইজ দেই, আর তা ছাড়া ওরতো মেসেই থাকার কথা। বাড়ীতে কেন গেলো কে জানে!
কি করবি এখন?
- আমার কাছে ওর বাড়ীর ঠিকানা আছে, একবার ওর ডাইরি থেকে নিয়ে ছিলাম, ওকে না জানিয়ে।
তুই একা যাবি কিভাবে?
- একা যাবো মানে? তুই ও যাবি।
আমার কালকে জব্বার স্যারের একটা পরীক্ষা আছে। তোর মনে নেই? স্যার বলে ছিলেন যে এ্যাটেন্ট না করবে তার সেমিস্টার লস করিয়ে দেবেন।
- তুই পারবি আমাকে ছেড়ে যেতে?
অনুপ সামান্য হেসে বলে, তুই তো যাচ্ছিস আমাকে ছেড়ে। বলতে বলতে গাড়িতে ওঠে।
ড্রাইভার এবার মুখ খোলে, ভাইজান আপনে তাইলে ভিকটিম না।
নারে ভাই আমি তোমার ভিকটিমনা ঘোড়ার ডিম কিছুই না, কালপ্রিট অন্য আর এক জন। তার পর তুমি যাবে আমাদের সাথে আর, তোমাকে তো এই পর্যন্ত নিয়ে আসার কথা ছিলো।
- যাবনা মানে? আপনে আমার ভাড়া ঠিক করার সময় বললেন মেয়ে ভাগাইতে যাইবেন, তহন থেইকাই যা থ্রিল পাইতাছি। আমি রেডি খালি আওয়াজ দেন কৈ যাওন লাগবো?
অনুপ সামান্য হেসে মিরার দিকে তাকায়।মিরা বলে কমলা পুর ইষ্টিসন।
অনুপের সামান্য অবাক লাগে, ও জানতে চায়, তুই জাভেদের সাথে ফোনে যোগা যোগ না করে ঘর থেকে বের হলি কি ভাবে, আমি বুঝতে পারছিনা। তোর সাথে ওর শেষ কখন কথা হয়েছে?
- দুই দিন আগে।
এ ক দিন কথা বলিসনি ক্যানো?
- ওর মোবাইল বন্ধ পাচ্ছিলাম।
মেসে যোগা যোগ করিস নি ক্যানো?
- আরে বাবা মা যেভাবে ঐ পাইলট ব্যটাকে আমাকে দেখানোর জন্য বাড়ীতে এন্গেজ করে রেখেছডিলো, ওর সাথে দেখা করার সুযোগইতো হলোনা।
শেষ কি ব্যাপার নিয়ে কথা বলে ছিলি?
-বিয়ের কথা বলে ছিলাম ও বিয়ে করতে রাজি হয় নি।
মানে? তাহলে এখন যাচ্ছিস কৈ?
- আমি গিয়ে হাজির হলে ও না বলতে পারবেনা।
কি জানি ভাই, বলে অনুপ একটু অন্য মনস্ক হয়।
ট্যাক্সিটা ধ্রুত গতিতে যেতে থাকে কমলাপুরের দিকে, রাস্তা ঘাট , ফুটপাথ, ফুট পাথে ঘুমানো নর-নারী শিশু, ডাষ্টবিন একে একে পিছনে সরে যেতে থাকে।
৩
অনুপ দাড়িয়ে আছে ইস্টিশনের সামনে, মিরার কাছ থেকে কিছু টা ফাকা রেখে, মিরা একটা চেয়ারে বসে আছে, ইস্টিশনের অস্বচ্ছ লাইটের অদ্ভুত আলোয় ওকে একটু ক্লান্ত দেখায়, অনুপ অপেক্ষা করতে থাকে ড্রাইভারের জন্য। কিছু ক্ষন পর ড্রাইভারকে দেখা যায়। সে খুব দ্রুত এগিয়ে আসে অনুপের দিকে, তার হাতে দুটো টিকিট, অনুপ একটু অবাক হয় এই লোক এত রাতে টিকিট ম্যানেজ করলো কিভাবে?
ড্রাইভার এসে 'ভাইজান যাত্রা শুভ হোক" বলে টিকিট দুটো এগিয়ে দেয় অনুপের দিকে।
অনুপ জানতে চায় তুমি এতো রাতে টিকিট ম্যানেজ করলে কিভাবে?
- ভাইজান আমরা ম্যানেজ করতে পারি, পারতে হয়। নাইলে যে বদমাইস দুনিয়া উস্টা দিয়া ফালায়ে দেয় মানুষ মানুষরে।
তুমি আমাদের জন্য এত কিছু করছ কেন?
- ভাইজান আমি করতেছি আপনার জন্য, আপনে মানুষটা ভালো, আপনে আপামনিরে ভালোবাসেন তার পরো তারে নিয়া যাইতাছেন অন্য একজনার কাছে, আজিব ভালবাসা ভাইজান আপনার।
তুমি বুঝলা কিভাবে?
- ভাইজান অল্প কিছু বিদ্যা পেটের মধ্যে আছে, এইট পর্যন্ত পরছি, কথায় আছেনা অল্প বিদ্যা ভংকারী। আমার হইছে সেই দসা।
তুমি ভংকর হইলেও মানুষটা ভালো।
-ভাইজান আমারে এইবার বিদায় দেন।
অনুপ ড্রাইভারের টাকা হিসেব করে দিয়ে দেয়। ড্রাইভার চলে যেতে যেতে আবার ঘুরে আশে, ভাইজান একটা লাষ্ট কথা জানতে চাই, একে বারে লাষ্ট।
কি বলবে? বলো।
ভাইজান আফা মনি কি ছিনামায় অভিনয় করে?
আমার বার বার মনে হইতাছে ওনারে আমি কোথাও দেখছি, কোথায় ঠিক মনে করতে পারছিনা।
তবে টিভিতে কোথাও দেখছি।
অনুপ এবার জোড়ে হেসে ওঠে। মিরা ইসারায় জানতে চায়, কি হল?
অনুপ হাসতে হাসতে মিরার কাছে যায়। গিয়ে বলে, ও জানতে চাচ্ছে তুই নাইকা টাইকা কিনা?
মিরা বলে সব ছায়া ছবির অবদান, বুঝলি।
ড্রাইভার চলে যায়, ওরা অপেক্ষা করতে থাকে ট্রেনের জন্য।
একসময় সমস্ত ইস্টিশন আলো কিত করে দিয়ে আন্তনগর ট্রেন এসে দ্বাড়ায়, নির্জন ইস্টিশনটা ভরে যায় অসংখ্য মানুষের ব্যাস্ততায়।
ওরা গিয়ে ট্রেনে ওঠে।
কিরে মিরা কেমন লাগছে এখন? খুব খুশি লাগছে না?
- খুশিতো একটু লাগছেই, খুব মজা পাচ্ছি, কখনো ট্রেনে চড়িনিতো তাই।
ভালই হল এখনতো মাঝে মাঝেই চড়া হবে।
- হ্যাঁ হবে হয়তো।
-অনুপ তুই কাউকে ভালো বাসলিনা ক্যানো বলতো?
বেসেছিতো।
-কাকে বলনা, তোর বৌ খুব শুখি হবে।
তাইনাকি?
- হ্যাঁ তুই খুব কেয়ারিং।
তাহলে আমাকে বিয়ে করে ফেল না।
- ধুর বোকা তাই কি হয় নাকি? তুই আমার বন্ধুনা!
হ্যা বন্ধুই তো।
-তোর কাছে সম্পাকে কেমন লাগে?
কোন সম্পা?
-আরে মনে নেই ঐ যে, জাভেদের বন্ধুর বোন, যার সাথে দেখা করার জন্য জাভেদ ওর বন্ধুর সাথে প্রায়ই আশতো ক্যাম্পাসে।
ভালইতো খারাপনা, ওরতো সবই আছে, দুটা চোখ, একটা নাক, একটা মুখ, চুল আরো যা যা থাকতে হয় মেয়েদের যেমন ধর........।
- আচ্ছা আচ্ছা আর বলতে হবেনা। এবার বল, বিয়ে করবি নাকি ওকে?
জানিনা কি করবো, আগে তোকে তোর জাভেদের কাছে পৌছে দেই, তার পর ভাববো। ভালো কথা জাভেদ যেত সম্পার জন্য, তুই ফাসালি কি ভাবে জাভেদকে?
- আমি ফাসালাম কোথায়? আমাকেই তো ফাসলো।
-আচ্ছা তুই কখনোই জাভেদর সাথে তেমন মিসতিনা, কিরে কি ব্যাপার খুব জেলাস ছিলি নাকি, জাভেদের উপর? বলে ভ্রু নাচলো মিরা।
ক্যানো ওর উপর জেলাস হবো ক্যানো?
- আরে আছেনা, ক্যাম্পাসের বাইরের একটা ছেলে এসে তোদের মাল বাগিয়ে নিয়ে যাচ্ছে।
এই তুই এ ধরনের অশ্লীল কথা শিখলি কোথায়?
- কোনটার কথা বলছিস?
এই যে বললি মাল। মাল আবার কিরে? মেয়েরা আবার মাল হয় কিভাবে?
- জাভেদ খুব ব্যাবহার করে কথাটা, তাই আমারো অভ্যেস হয়ে গেছে হয়তো।
ওদের কথা আর তেমন আগায়না, ওরা আবারো অপেক্ষা করতে থাকে কখন ট্রেন ছাড়বে?
এক সময় হুইসেল বাজিয়ে ট্রেন ছাড়ে, ঝিক ঝিক শব্দে
পেরিয়ে যেতে থাকে নগরের রাস্তা ঘাট, একসময় পিছনে পড়ে থাকে, ঢাকা নগর, নাগরিকত্ব, কোটি মানুষের স্বপ্নের শহর।
আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে, আকাশ ভর্তি অসংখ্য তারা, অনুপ ছোট বেলায় পরা একটা ছড়া মনে করতে চেষ্টা করতে থাকে কিন্তু মনে পড়ছেনা, তবে এতটুকু মনে আছে ছড়াটা ইংরেজীতে লেখা, তার বার বার রবার্ট ফ্রষ্টের একটা বিদঘুটে কবিতা মনে পড়ছে। কিন্তু ছোট বেলায় পরা সেই সহজ ছড়া টা মনে পরছেনা। একবার ভাবে মিরার কাছে জানতে চাইবে কিনা? চাওয়া হয়না, মিরা ঘুমিয়ে গেছে, এসব ভাবনার ফাকে মাথার মধ্যে অবিকল সেই ছোট বেলার মতন সুর করে বলে ওঠে, টুইংকেল টুইংকেল লিটল ষ্টার হ্যাঁ মনে পড়েছে তার, সে তার সামনে ছোট বেলায় দেখা তার মাকে দেখতে পায়, মা চুল বাধছে আর তাকে পড়াচ্ছে পড়ার ফাকে ফাকে বলেছে, বাবু পড়া লেখা করে তোমাকে অনেক বড় হতে হবে, ইস্ মা খুব কষ্ট পাবে ওর সেমিষ্টার লস হবে শুনলে। বাবা কিছুই বলবেনা উল্টো মাকে বোঝাবে, আহ ছেলেটা অত রাতে মেয়েটা কে একা ফেলে চলে যাবে, স্রেফ একটা পরীক্ষা দেবার জন্য। পথে কত রকমের সমস্যা হতে পারত মেয়েটার। এর পর বাবা মায়ের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলবে, অমনি মা হেসে ফেলবে। মা উঠে ভাত বেড়ে দেবে, আর কপট অভিমান নিয়ে বলবে ,"আমার বীর পুত্র বড় একটা কাজ করছেন। তিনি মেয়ে ভাগিয়ে অন্যের হাতে তুলে দিয়ে এসেছেন। আরে বাবা নিজে নিয়ে আসলেই হতো। আমি একা একা এই ঘর আর কতো দেখবো? আমি বুড়িয়ে যাচ্ছি সে খেয়াল কারো আছে? তার ভাবতে ভালো লাগে ঘটনা গুলো, এক সময় হঠাৎ ঘটনা গুলো উধাও হয়ে যেতে থাকে , সে তলিয়ে যেতে থাকে অঘোর ঘুমে।
৪
- এই অনুপ, এই
অনুপ হকচকিয়ে যায় মিরার ডাকে।
- মিরা বমি করছে ট্রেনের জানালার বাইরে মাথা রেখে।
অনুপ সংকোচ নিয়ে মিরার ঘারে হাত রেখে জানতে চায়, কিরে কি হলো?
- বুঝলাম না হঠাৎ মাথা ঘুরিয়ে বমি আসলো।
অনুপ হেসে বলে শুনেছি, বাসে উঠলে মানুষের বমি করে। আর তুই ট্রেনেও করছিস।
- অনুপ আমার খুব ভয় করছে।
ক্যানো?
- যদি জাভেদ কে না পাই অথবা ও যদি আমাকে বিয়ে না করতে চায়। তখন কি করব আমি?
ভাবিসনা আমি আছি না।
- তুই কি করবি?
কি করব সেটা তখন দেখা যাবে।
- তুই আবার জাভেদকে মারিস টারিস না। তোর যা মাথা গরম, আমাকে টিজ করেছিলো বলে তুই আর বাবু মিলে লোকটাকে যেভাবে মেরছিলি। বাপরে! আমি কিন্তু জাভেদ কে খুব ভালো বাসি, খুব।
অনুপ বলতে চায় আমিও তোকে খুব ভালো বাসি মিরা। মা বলেছিলো তোকে একদিন বাসায় নিয়ে যেতে, আমি কিভাবে নিয়ে যাবো তোকে আমার বাসায়। তোর তখন সময় কৈ? তুই তখন ব্যাস্ত ছিলি জাভেদের মেসে যাওয়া নিয়ে। তোর মনে আছে তোকে একদিন বলে ছিলাম, আমার সাথে বাসায় যেতে তুই রাজিও হয়েছিলি কিন্তু জাভেদ কোথা থেকে হোন্ডায় করে এসে তোকে নিয়ে গিয়ে ছিলো, আর একদিন যবো বলে তুই চলে গিয়ে ছিলি হোন্ডার পিছনে চড়ে। তোর তো আবার হোন্ডা খুব পছন্দ, জাভেদ কে ভালবাসিস শুনেও মা তোর জন্য নুডুলস রেধেছিলো সেদিন। আমিই মাকে বলে ছিলাম তুই নুডুলস খুব পছন্দ করিস। কিন্ত না এসব কিছুই বলা হয়না মিরা কে। অনুপ নিজের উপর বিরক্ত হয় কেন সে কোন দিনই তার ভালো বাসার কথা বলতে পারলোনা।
ও মিরাকে বলে, ভুল হয়ে গেছেরে মিরা।
-কি?
বাবুকে একটু জানিয়ে আসা উচিৎ ছিলো।
-হ্যাঁ তুই আর বাবুতো মানি জোড়, ঐটা যা পিচকা না! মিরা হাসতে থাকে বাবুর কথা মনে করে, এমন সময় মিরার আবার খারাপ লাগতে থাকে। তার আবারো বমি আসে সে বমি করে ট্রেনের জানালার বাহিরে মাথা রেখে। অনুপ কিছু বলেনা, চেয়ে থাকে মিরার দিকে। মিরা কেবল একবার বলে আমাকে একটু ধরনা অনুপ, আমি পরে যাচ্ছি..............।
৫
মিরার জ্ঞান ফের
কুলি হকারের হাক ডাকে, সে চোখ খুলে এদিক ওদিক তাকায়, দেখে অনুপ বসে আছে তার দিকে তাকিয়ে। অনুপ বলে কিরে এখন কেমন লাগছে?
-হ্যাঁ ভালো। তবে মাথাটা কেমন যেন ঘুরছে।
ও কিছুনা। চল তোর স্টেশন এসে গেছে।
মিরা জানালা দিয়ে বাহিরে তাকায়, বাহিরে রোদ উঠেছে, প্লাটফর্মের গায়ে লেখা রুপ পূর ইষ্টিসন। হ্যা এই নামটাই লেখা ছিলো জাভেদের ডাইরীতে। ও ঠিকানা টা বের করে, অনুপ জানতে চায় কোথায় যেতে হবে? মিরা ঠিকানাটার দিকে তাকিয় বলে তালুকদার বাড়ী।
ওরা নামে ট্রেন থেকে, অনুপ একটু সামনে গিয়ে একটা রিক্সা ঠিক করে, মিরাকে নিয়ে রিক্সায় ওঠে।
রিক্সা চলতে থাকে মাঠ-ঘাট, দোকান-পাট পিছনে ফেলে। অনুপ মিরার দিকে তাকায় ওকে একটু ক্লান্ত লাগলেও সকালের অদ্ভুত হলুদ আলোয় ওকে লাগছে বৌ বৌ। ও মাথায় ওড়না দিয়ে ঘোমটার মতন দিয়ে আছে। অনুপ মিরাকে বলে তুই তো দেখি একে বারে বৌ সেজে বসে আছিস।
- বৌ সাজবনা, আমার শ্বশুর বাড়ীর এলাকানা।
তুই জাভেদকে পেয়ে প্রথম কি করবি?
- সম্ভব হলে ওকে জড়িয়ে ধরব, তার পর ওর কানে কানে একটা খবর দিব।
কি খবর?
- তোকে বলা যাবেনা।
ঠিক আছে ভাই আমি আর কত ক্ষন? তুই তোর জাভেদ কে যা মনে আসে বল। তবে আমাকে একটু আগে ছেড়ে দিস, দেখি বাসে টাসে গিয়ে পরীক্ষাটা এ্যাটেন্ট করা যায় কিনা?
-আরে যাহ আমার শ্বশুর বাড়িতে তুই প্রথম এলি, তোকে নাখাইয়ে ছাড়ি কিভাবে বল?
এমন সময় রিক্সাওয়ালা মাথা ঘুড়িয়ে বলে, "নামেন এইটাই তালুকদার বাড়ি।"
ওরা নামে রিক্সাথেকে। মিরা বাড়ির সামমনের কাঠের দরজা ঠেলে ভিতরে ঢোকে, অনুপ ও যায় পিছন পিছন,
- কার কাছে আসছেন আপনারা?
উঠনের এক কোনা থেকে একজন মহিলা জানতে চায় ওদের কাছে।
অনুপ ঘুরে মহিলার দিকে তাকায়, ও জানতে চায় এটা কি জাভেদ দের বাড়ি?
- হ্যা, কিন্তু আপনার কারা, কোথা থেকে আসছেন?
জ্বি আমারা ঢাকা থেকে আসছি।
- কি ব্যাপার বলেন?
জাভেদ কি বাড়িতে আছে?
- না সে বাড়িতে থাকবে কোথা থেকে? সে তো গত কাল আমেরিকা গেছে।
মিরা বলে আমেরিকা গেছে মানে?
- আমিরিকা গেছে মানে, আমেরিকা গেছে।
পরশু এসে গতকাল চলে গেছে। বলেছে ডিভি লটারী পাইছে।
জাভেদ আপনার কি হয়?
-আমার স্বামী।
বলেন কি?
- বলেন কি মানে? সে আমার স্বামী হয়, কবুল বলা স্বামী।
অনুপ দেখতে পায় মহিলা রেগে যাচ্ছে, সে সামান্য অস্বস্তি নিয়ে বলে, না মানে জাভেদ কখনো বলেনিতো তাই, আচ্ছা ঠিক আছে আমরা চলি। অনুপ মিরার দিকে তাকায়, তার চোখে জ্বল, সে মাথায় হাত দিয়ে দ্বাড়িয়ে আছে। এর পর সে আবার বমি করার জন্য মুখে হাত দেয়, অনুপ কিছু একটা বুঝতে পারছে তবে সে বিশ্বাস করতে চাচ্ছেনা। সে তার জীবন থেকে এই সময় টুকু মুছে ফেলতে চাচ্ছে, সে ভাবতে পারছেনা অচেনা এক গ্রামে এখন সে কি করবে? মিরা আবারো বমি করতে থাকে উঠানের এক কোনায় দ্বাড়িয়ে, এক সময় ও টলে পড়ে যেতে থাকে, অনুপ এবার ওকে জড়িয়ে ধরে, মিরা অস্ফুট স্বরে বলে, অনুপ আমি প্রেগনেন্ট....অনুঊঊপ...। মিরা জ্ঞান হারায়। মহিলা কিছুই বলেনা কেবল দাড়িয়ে থাকে কোমরে হাত দিয়ে, এমন সময় অনুপেরে মোবাইল ফোন টা বেজে ওঠে, অনুপ কল রিসিভ করে,
হ্যালো।
-কে অনুপ?
হ্যাঁ বাবু বল।
-দোস্ত তুই কৈ?
ক্যানো?
-দোস্ত খুব খারপ খবর আছে।
কি হইছে?
-সর্বনাস হয়ে গেছে।
আরে বলনা কি হইছে?
- দোস্ত আমি বলতে পারবোনা আমার খুব খারপ লাগছে।
বলবিত কি হইছে?
- দোস্ত মিরার পর্ন সিডি বাইর হইছে।
বলিস কি?
- হ্যা নেটের মাধ্যমে সারা দেশ ছেয়ে গেছে, এদিকে মিরাকেও পাওয়া যাচ্ছেনা।
ছেলেটাকে চিনেছিস?
- হ্যা।
কে?
-জাভেদ, আমরা গিয়ে ছিলাম ওর মেসে, সব জায়গায় খুজেছি, পাইনি, এখন শুনছি ও নাকি ভিডিওটা বিক্রি করে সে টাকা দিয়ে আমেরিকা চলে গেছে।
- আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে মানে, তুই কৈ? তারা তারি আয়।
আসছি, আমি একটু ঢাকার বাইরে। বলে কল টা কেটে দেয়। অনুপের চোখ বেয়ে পড়তে থাকে জ্বল, সে তাকিয়ে থাকে মিরার দিকে, মিরা অনুপের কোলে মাথা রেখে মাটিতে পরে আছে। ওর মুখটা কত পবিত্র, এই মুখের সাথে কিভাবে মানুষ প্রতারনা করে? অনুপ বুঝতে পারেনা, তবে এতটুকু বুঝতে পারে, কেন ট্যাক্সি ড্রাইভার বলে ছিলো মিরা কে তার চেনা চেনা লাগছে, কেনো মিরা শেষ মুহুর্তে পালানোর সিদ্বান্ত নিল, ক্যানো ও বমি করছে, ও তাকিয়ে থাকে মিরার মুখের দিকে, মিরা কি জানে ওর কষ্ট এখন অন্যের কাছে তামাসা, ওর স্বপ্ন অন্যের কাছে বাজার, ওর অনুভুতি এখন নিলাম হয়ে গেছে, ওর সিৎকার চিৎকারের শব্দ এখন কাপায় হাজার নোংরা চোখ কে। ওর বিবস্ত্র দেহের দিকে মানুষ রূপি হায়নার লোভাতুর দৃষ্টি, ওর সকল লজ্জা, শরম বিক্রি হয়ে গেছে নীল ছবির বাজারের নিষিদ্ধ গলিতে।
শেষঃ
অনুপ মিরা কে সেই বোরকাটা পরিয়ে নিয়ে যায় মিরা দের বাড়িতে। মিরা মা খুব কেদে ছিলো। অবশেষে অনুপ বিয়ে করে মিরাকে। বিয়েটা খুব গোপনে হয়। অনুপের মা বিয়ের দিন মিরাকে নুডুলস রান্না করে খাইয়ে ছিলো। অনুপের বাবা বার বার বলে ছিলো ব্যাটারে তুই বড়ই পুন্যের কাজ করলি, বড়ই পুন্যের কাজ করলি ব্যাটা, আমি পারতামনা তুই যা পারলি।
বিয়ের কিছু দিন পর অনুপরা লন্ডনে চলে যায়, এক প্রকার পালিয়েই আসে ওরা। বাবুটা এয়ারপর্টে খুব কেদে ছিলো। লন্ডনে যাবার পর মিরা বহু বার চেয়েছিলো এম, আর করাতে। অনুপ চায়নি, জাভেদের বাচ্চাটেকে হত্যা করতে। বার বার বলেছে বাচ্চাটার কি দোষ? বাচ্চাটা জন্ম দেয় মিরা এক প্রকার বাধ্য হয়েই, ওর একটা মেয়ে হয়। জাভেদ কে আর খুঁজে পায়নি ওরা, তাই সে কোন দিন জানতে পারে না তার একটা মেয়ে আছে পৃথীবিতে। এর ও কিছু দিন পর মিরার একটা ছেলে হয়। ছেলেটা দেখতে অনুপের মতন হয়েছে, সে সব সব কিছুই বাবার মতন করতেই চেষ্টা করে, বাচ্চা দুটা বড় হতে থাকে লন্ডনের মাটিতে, হঠাৎ করে মেয়েটা বখে যেতে থাকে, অনুপরা বহু চেষ্টা করে মেয়েটাকে ফেরাতে, সে ফেরে না, সে ডান্স ক্লবে যায়, বয়ফ্রেন্ডের সাথে লংড্রাইভে যায়, লিভটুগেদার তার সবচেয়ে বেশি ভালো লাগে। একদিন সে চলে যায় মিরাদের বাড়ী ছেড়ে।
এর কিছু দিন পর লন্ডনের পর্ন বাজারে নতুন একটা ভিডিও আসে,
যার কভার পেইজে সেই মেয়েটার নগ্ন ফটো দেখা যায়, লন্ডনে ইংরেজী তে সেই ভিডিও টাকে বলে ব্লু ফ্লিম। আর বাংলায় আমরা যেটাকে বলি নীল ছবি।
মুখ বন্ধঃ
ঘটনা টি বহু প্রতারীত নারীর জীবনের ছায়া অবল ম্বনে, তবে নিদৃষ্ট কারো জীবনের সাথে মিলে যাওয়া টা কাক তালিয় টিয়া তালিয়, যে যেটা খুশি ভাবতে পারেন। পরিমলরা আমাদের চার পশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের কাছ থেকে আমাদের এড়িয়ে বাচতে হবে। তবে যারা প্রগতিশীলতার ভেক ধরে সো কল্ড নারী স্বাধীনতার নামে নারী কে পন্য বানায় তাদের হাত থেকে আমাদের মা বোন কে বাচাতে হবে তাহলেই নীল ছবির বাজার সমৃদ্ব হবে না, লেখাটা একটু বড় হয়ে গেলো, দুই ভাগে দিতে পারতাম, দিলাম না কারন যারা পড়বেন তারা জেন এক সাথেই পুর বিষয়টা জানতে পারেন, আপনাদের একটু কষ্ট করে পড়তে হবে, অনিচ্ছা কৃত কষ্ট দেবার জন্য আমি দুঃখিত।বরা বরের মতন ছবি গুলা ভিজু্যা লাইজেসনের সুবিধার জন্য দেয়া হয়েছে। ধন্যবাদ।
আমার পূর্বের কিছউ পোষ্টঃ
১।পোষ্ট টি আমার সবচেয়ে প্রিয় লেখারএকটি।
আমি রাজাকারের সন্তান বলছি।
২।কোন এক অদৃশ্য কারনে পোষ্ট টি ১ম পাতা থেকে সরিয়ে ফেলে হয়ে ছিলো।
۞আসিফ মহিউদ্দিন যে প্রশ্ন গুলার জবাব দিলো না।۞এই মুহুর্ত থেকে কিছুটা ১৮+
৩।এটি উৎসর্গ করা হয়েছে হিলারি কে যে কিনা মুখে মানবতার কথা বলেও নিজের মানবতা গ্যান কতটুকু তাই জানেনা।
একটি সাইন্সফিকসন ও সমকামীতা (১০০০ শীত বসন্ত শেষে ১৮+)
৪।রুমান ম্যাডাম কে বিপ।
কেবল নারী নির্যাতনকে-ই নয়, পরকীয়াকে ও না বলুন।(দয়া করে পোষ্ট টি পড়ুন জীবন বাচঁতে পারে)আংশিক ১৮+
৫। এটি একটি সচেতনতা মুলক পোষ্ট।
ভিডিও টি দেখুন (এটি ১৮+ নয়,তবে ১৮+ দের জন্য ব্যাপোক ভাবে শিক্ষার একটা বিষয়।)
৬।বন্দে মাতারাম বলে যারা গলায় রক্ত উঠিয়ে ফেলে তাদের যন্য কিছু শিক্ষনিয় থাকতে পারেঃ
সারে জাহাসে আচ্ছা(দুর্বল চিত্যের লোকদের পোষ্ট টিতে না ঢোকার অনুরোধ জানাচ্ছি।)
৭।একটি নরী অধিকার বিষয়ক সচেতনা মুলক পোষ্ট
ললিপপ (চরম ভাবে ২১+)
৮। নাস্তিক আস্তিক ক্যাচাল বিষয়ক সচেতনা মুলক পোষ্ট
আমি কোন পন্থি? {(১৮+) এবং চরম ভাবে আস্তিক না আস্তিক ক্যাচাল পূর্ন পোষ্ট।}
৯। কমোনিজম বনাম আমরাঃ
লাল সেলাম কমরেড (১৮+)
ফেইস বুকে আমাকে আমার পেইজ দেখতে চাইলে নিচের লিংকে যানঃ
View this link
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২০
মেংগো পিপোল বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ সময় দিয়ে লেখাটা পড়ার জন্য।
২| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৫
মইন বলেছেন: অনুপ মিরা কে সেই বোরকাটা পরিয়ে নিয়ে যায় মিরা দের বাড়িতে। মিরা মা খুব কেদে ছিলো। অবশেষে অনুপ বিয়ে করে বেলাকে।
মিরাই কি বেলা?
ফিনিশিং টা বুঝলাম না।
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২০
মেংগো পিপোল বলেছেন: ভাই ওটা মিরা হবে দুঃখিত ভাই ভুলটার জন্য, অনুপ মিরাকে বিয়ে কেছিলো। ধন্যবাদ।
৩| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৫
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: পুরাটা পড়লাম ভাল লেগেছে
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৩
মেংগো পিপোল বলেছেন: পরিমল দের হাত থেকে এড়িয়ে রাখুন আপনার পরিচিত নারী দের সময় দিয়ে লেখাটা পড়ার জন্য আবারো ধন্যবাদ, ভালো থাকবেন ভাই,
৪| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৭
টেস্টিং সল্ট বলেছেন:
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৩
মেংগো পিপোল বলেছেন: ভাই এখন কাদার সময় নয়, এখন ঘুড়ে দাড়াবার সময়, আশা করি সচেতন হবেন এবং ভালো থাকবেন, ধন্যবাদ।
৫| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৯
ফয়সাল এম,এফ,কে বলেছেন: ভাল লাগলো।চমৎকার লেখেন আপনি
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৪
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমাদের সচেতনতা বাড়বে, ধন্যবাদ আপনাকে।
৬| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৯
মাহমুদা দি বেষ্ট বলেছেন: লেখাটা গল্প কিন্তু আমাদের দেশের একটা সাধারণ চিত্র..লেখাটার জন্য ধন্যবাদ
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
মেংগো পিপোল বলেছেন: ভাই আমি চাই আমরা সচেতন হবো, আমাদের সাধারন জীবন জাপনের মাঝে যখন এই ধরনের কিছু কুলান্গারা পরিবেশ দুষন করে তখন আমরা মুখ বুজে থেকলে পরবর্তি প্রজন্মের কাছে কি জবাব দিবো ভাই তাই একটা ছোট প্রয়শ নিলাম।
৭| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৯
joos বলেছেন: ভাইরে, চরম লিখছেন। আপনারে সামনে পাইলে আপনি যা চাইতেন তাই খাওয়াইতাম
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
মেংগো পিপোল বলেছেন: ভাই আমাকে কিছু খাওয়ানো লাগবে, আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচটন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য।
৮| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩০
ফেরা বলেছেন: valo laglo....+
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য
৯| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
নগর বালক বলেছেন: ভালো লেগেছে । শুভকামনা
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য
১০| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
joos বলেছেন: ভাইরে, চরম লিখছেন। আপনারে সামনে পাইলে আপনি যা চাইতেন তাই খাওয়াইতাম
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪০
মেংগো পিপোল বলেছেন: ভাই আমাকে কিছু খাওয়ানো লাগবে, আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচটন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য।
১১| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
সাদাসিধা মানুষ বলেছেন: খুব সুন্দর হয়েছে
পিলাচ..............
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৪
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য
১২| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
শিপু ভাই বলেছেন:
ভাল লাগলো+++++++++++
কিন্তু অনেক জায়গায় মিরা আবার অনেক জায়গায় বেলা নাম এসেছে।
কাহিনি কিতা ???!!???
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৪
মেংগো পিপোল বলেছেন: শিপু ভাই আপনাকে ধন্যবাদ আপার পোষ্টে পিলাচ দেবার জন্য, লেখাটা আমার ই, বেলা নামেই আমি লেখাটা লিখেছিলাম, একজনার অনুরোধে নামটা মিরা করতে হয়েছে। ধন্যবাদ ভাই।
১৩| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
শিপু ভাই বলেছেন:
কপি পেস্ট মনে হচ্ছে। মূল গল্পে বেলা নাম ছিল। আপ্নে বেলাকে মিরা বানিয়ে দিয়েছেন!!!???!!!
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪১
মেংগো পিপোল বলেছেন: বেলা নামেই আমি লেখাটা লিখেছিলাম, একজনার অনুরোধে নামটা মিরা করতে হয়েছে। ধন্য বাদ ভাই।
১৪| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
দুঃখ বিলাসি বলেছেন: অনেক ভাল লাগলো।
সুন্দর লিখেছেন।
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৪
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য
১৫| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
যাযাব৮৪ বলেছেন: ভাই বরিসালের ইলিস খাওয়ামু আপনাকে.............।জটিল লিখছেন
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৭
মেংগো পিপোল বলেছেন: পদ্মার ইলিশ ভালো লাগে বেশি, তারপরো আপনে খায়াইলে খাবো, তবে কি ভাই যখন শুনি আমার দেশের মেয়ের স্কেন্ডেল বাহির হইছে তখন খুব খারপ লাগে, কষ্ট নিয়েই লেখাটা লিখছি। ধন্যবাদ।
১৬| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
মুর্তজা হাসান খালিদ বলেছেন: লিখছেন ভালো পুরুষ মানুষ না মানুষ যে কবে হবো
অনুপহৃদয় মানুষগুলা দেশ ভর্তি থাকলে এত্তো পাপে দেশটা ভইরা যাইতো না
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৯
মেংগো পিপোল বলেছেন: আপনিই হয়ে উঠুন না অনুপ, আপানর মনটা কি অনুপের মটন হোওয়া খুব কস্টের, আশাকরি আমার গল্পর নায়ক আপনিই হবেন, নতুন অনুপের জন্য শুভ কামনা। ধন্যবাদ।
১৭| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
ইচ্ছে বলেছেন: ভাল হয়েছে..
+++
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৯
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ, আপনি এশে আমারে লেখা পড়েছেন খুব ভালো লাগলো।
১৮| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫০
সহ্চর বলেছেন:
ওয়াও।
ভালো লেগেছে।তবে এক পুরুষ কে দিয়ে যেন সবার বিচার না করা হয়।
কিছু টাইপো আছে। এত সুন্দর গল্পে এই সাধারণ টাইপো গুলো দৃষ্টি কটু লাগছে,ঠিক করে দিবেন প্লীজ।
++++++++
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১২
মেংগো পিপোল বলেছেন: ভাই ধন্যবাদ, এখানে দুটো পুরুষ মনের পরিচয় করিয়ে দেবার চেষ্টা করছি, খারপ ভালো সবার মধ্যেই আছে, সবাই কেই সচেতন হতে হবে, যখন চৈতির নিজের ভিডিও নিজেই আপলোড দেয় তখনতো কিছুটা অবাক হই ই।
১৯| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০০
হাসিন ঐশী বলেছেন: +++++ ভালো হয়েছে ভাইয়া
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৩
মেংগো পিপোল বলেছেন: আপু আশা রাখি সচেতনতা বাড়বে আমাদের, শুভকামনা।
২০| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৬
সাইফুল ইসলাম নিপু বলেছেন: অনেক সুন্দর হয়েছে......... আমি গল্প খূজতেই সামহয়ারে আসি কিন্তু লজেন্স খেয়ে ফিরে যাই।
আপনারটাও লজেন্স মনে করে ঢুকেছিলাম। কিন্তু গল্পটা অনেক ভাল লাগল. ++
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৭
মেংগো পিপোল বলেছেন: ভাই আপনাকে একটা গল্প উফার দিতে পেরে ভালো লাগছে,আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য
২১| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: নাহ্ বেলা টা ঠিক আছে.... মিরার ধর্মপরিচয়টা বুঝতে পারছিনা.... কিন্তু অনুপ নামের সাথে বেলা নামটাই ভাল হয়েছে...
মিরার নতুন জীবন নতুন পরিচয়ে শুরু হওয়াটাই ভাল হয়েছে...
ধন্যবাদ ভাল লেখার জন্য....
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২০
মেংগো পিপোল বলেছেন: রকিবুল ভাই, আমরা যদি সঠিক ভাবে ইসলাম মানতম, তাহলে এই গল্পটাই লেখার প্রয়জন হতো না, মিরা নামটা আমি একজানর রিকোয়েষ্টে দিয়েছি, নাইকার পুর নামটাই আপনাকে বলি ওর পুর নাম মিসারা যেটাকে সংক্ষেপ করলে হয় মিরা, আশা করি উত্তর টা পেয়েছেন।
২২| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৮
আবদেল্লাহ ফাইসাল বলেছেন: সব কিছুই ভালো ছিল। শুধু মিরার মেয়েকেও পর্নো স্টার বানিয়ে দেওয়াটা সিনেমা সিনেমা হয়ে গেছে। দরকার ছিল না।
ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৩
মেংগো পিপোল বলেছেন: মেয়েটাকে আমি ইচ্ছা করে পর্নো স্টার বানাই নি, ওর জেনেটিক ওকে বানিয়েছে, এখানে আমি অনুপ ও মিরা সবাই নিরূপায়, এই সব কিছুর জন্য জাভেদ দায়ী, আশা থাকবে আর কারো যেনো এভাবে দেশ ছেড়ে পালিয়ে না যেতে হয়, এবং কারো মেয়ে যেন পর্ন ষ্টার না হয়, ধন্যবাদ।
২৩| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: গল্পের বিশালতা আমাকে আপাতত পড়তে নিরুৎসাহিত করলো, তবে পরে পড়ার ইচ্ছে আছে ।
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৪
মেংগো পিপোল বলেছেন: আশা করি আপনি পড়বেন তবুও ধন্যবাদ আপনাকে।
২৪| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১২
মঈনউদ্দিন বলেছেন: জটলি হয়েছে+++++++++++++
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৪
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য
২৫| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপাতঃত ছবিগুলোয় মুগ্ধ হলাম।
গল্প পড়ে জানাচ্ছি।
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৬
মেংগো পিপোল বলেছেন: ছবি গুলো নেট থেকে নিয়ে আমি কিছুটা এডিট করেছি, আপনার মতামতের অপেক্ষায় রইলাম।
২৬| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৪
ইসাকুল বলেছেন: অসাম, ম্যান !
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৬
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য
২৭| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৯
জীবন্মৃত০১ বলেছেন: শিরোনামে যা দিসেন তাতে হিট খাওনের লাইগ্যাই দিসেন বুঝ্লাম।
গল্প ভালা হইসে। বানানগুলো ঠিক করে নিবেন। পিলাস দিলাম।
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৯
মেংগো পিপোল বলেছেন: আপনাকে সত্য কথাটাই বলি, শিরনামটা আমি দিয়েছি আমার গল্পের শেষ লাইনটা থেকে, হয়তো খেয়াল করেছেন,
যার কভার পেইজে সেই মেয়েটার নগ্ন ফটো দেখা যায়, লন্ডনে ইংরেজী তে সেই ভিডিও টাকে বলে ব্লু ফ্লিম। আর বাংলায় আপরা যেটাকে বলি নীল ছবি।
তবে হ্যা ছবিটা প্রথমে দেবার কারন হিট।
আর একটা কথা ভাই হিট বেশি চেয়েছি কারন যত জন পড়বে তত জন সচেতন হবে, আপনার উপস্হতি ভালো লেগেছে।
২৮| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৪
মদন বলেছেন: ++++
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য
২৯| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৭
চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপনাকে প্রথম থেকেই অনুসরন করি, তবে আগে কমেন্ট করার লাইসেন্স ছিলনা। খুবই ভালো লাগে আপনার লেখা, আজকের টাও অসাধারণ। এরকম একটা ফিনিশিং অনেকদিন আগে কলকাতার সানন্দা ম্যাগাজিনের একটা গল্পে পেয়েছিলাম। তবে ভালো লাগল। ++
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩২
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি সাথে আছেন জেনে ভালো লাগলো, আমিও এখন থেকে আছি আপনার সাথে, তবে আমি সানন্দা পড়িনা। মাথায় যা আশে তাই লিখি, আশা রখি সবাই সচেতন হবে।
৩০| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
আমার- নাম- মেহেদী বলেছেন: বাহ বাহ অনেক দিন পর ভালো একটা লেখা পড়লাম । ++++
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:২৩
মেংগো পিপোল বলেছেন: ভালো লাগলো ভাই আপানর কমেন্টস দেখে, আশা করি ভবিষৎ ও সাথে পাবো, আধারের ভিড় ঠেলে জাগবে মানুষ সেই অপেক্ষাতেই আছি। ধন্যবাদ।
৩১| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
শেখ সাব্বির আহমেদ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++........................................................................................................................................................................।
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:২৫
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য, আশা করি ভবিষৎ ও সাথে পাবো, আধারের ভিড় ঠেলে জাগবে মানুষ সেই অপেক্ষাতেই আছি। ধন্যবাদ।
৩২| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
হিরো বলেছেন: অসাধারণ। এতটা ফুটিয়ে তুলেছেন প্রশংসনী.
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:২৫
মেংগো পিপোল বলেছেন: আধারের ভিড় ঠেলে জাগবে মানুষ, সেই অপেক্ষাতেই আছি। ধন্যবাদ।
৩৩| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
ঢাকাবাসী বলেছেন: একটু লম্বা হলেও ভাল লাগল। ++
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:২৯
মেংগো পিপোল বলেছেন: লেখা টা একটু বড় হওয়াতে আমি মুখ বন্ধে ক্ষমা চেয়েছি, জানি পরতে কষ্ট হয়েছে, আপনি কষ্ট করে পড়েছেন যেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৩৪| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
নাহিদ বলেছেন: কেমন যেন প্রভা কাহিনী
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩১
মেংগো পিপোল বলেছেন: মানুষ বাস্তবতা থেকেই শেখে, তার পরও মুখ বন্ধের লাইনটা তুলে দিলাম।
ঘটনা টি বহু প্রতারীত নারীর জীবনের ছায়া অবল ম্বনে, তবে নিদৃষ্ট কারো জীবনের সাথে মিলে যাওয়া টা কাক তালিয় টিয়া তালিয়, যে যেটা খুশি ভাবতে পারেন।
আশা করি আমরা সচেতন হব।
৩৫| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫২
রং রিয়াজ বলেছেন: আমি সাধারনত এত বড় লেখা পড়ি না কিন্তু আপনার লেখা এতটাই ভাল ছিল যে না পড়ে পারলাম না। অসাধারন।
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩১
মেংগো পিপোল বলেছেন: লেখা টা একটু বড় হওয়াতে আমি মুখ বন্ধে ক্ষমা চেয়েছি, জানি পরতে কষ্ট হয়েছে, আপনি কষ্ট করে পড়েছেন যেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৩৬| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
গ্রীনলাভার বলেছেন: চমৎকার।
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩২
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো, ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য, আশা করি ভবিষৎ ও সাথে পাবো, আধারের ভিড় ঠেলে জাগবে মানুষ সেই অপেক্ষাতেই আছি। ধন্যবাদ।
৩৭| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:১৪
একান্ত কথা বলেছেন: খুবেই ভালো লাগলো ...চালিয়ে যান...
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩২
মেংগো পিপোল বলেছেন: আশা করি আমরা নিজে সচেতন হবো এবং অপরকেও সেচতন করবো। ধন্যবাদ।
৩৮| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:২৩
এ হেলাল খান বলেছেন: দারুন একটি লেখা। আশাকরি সবাই সচেতন হবে।
পোষ্টে ++++++
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৩
মেংগো পিপোল বলেছেন: আধারের ভিড় ঠেলে জাগবে মানুষ সেই অপেক্ষাতেই আছি। ধন্যবাদ।
৩৯| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৯
আমি তানভীর বলেছেন: খাইছে ভাল লিখেছেন তবে শিরোনামটা একটু অন্যরকম হলে ভাল লাগত, কেমন জানি, মনে হয় পাবলিসিটির জন্য এমনটা দিয়েছেন
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৪৩
মেংগো পিপোল বলেছেন: শিরনামটা আমি দিয়েছি আমার গল্পের শেষ লাইনটা থেকে, হয়তো খেয়াল করেছেন,
যার কভার পেইজে সেই মেয়েটার নগ্ন ফটো দেখা যায়, লন্ডনে ইংরেজী তে সেই ভিডিও টাকে বলে ব্লু ফ্লিম। আর বাংলায় আপরা যেটাকে বলি নীল ছবি।
তবে হ্যা ছবিটা প্রথমে দেবার কারন হিট।
আর একটা কথা ভাই হিট বেশি চেয়েছি কারন যত জন পড়বে তত জন সচেতন হবে, আপনার উপস্হতি ভালো লেগেছে।
৪০| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৪০
মাইশাআক্তার বলেছেন: গল্পটা ভাল হয়েছে, কিছু বানান ও নামের ভুল গুলো ঠিক করে নিবেন।
০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৪৪
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়ার জন্য, আপু আশা রাখি সচেতনতা বাড়বে আমাদের, শুভকামনা।
৪১| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:২০
মাহ্বুব হক বলেছেন: চমৎকার হয়েছে।
৪২| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:২৯
দা লর্ড বলেছেন: ওরে ভাই, অসাধারণ সুন্দর লিখেছেন। সাবলীল লেখা।
৪৩| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৩২
পুশকিন বলেছেন:
++++++++++++++++++++++
৪৪| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৩৪
শয়তান শাহীন বলেছেন: পুরাই টাস্কি খাওয়াই দিলেন....অনেক বিরক্ত আর ধৈর্য নিয়া পড়তে শুরু করলাম এখন মনে হইতাসে বোকামি করি নাই.....
৪৫| ০২ রা মার্চ, ২০১২ রাত ১১:৫৫
কামরুল হাসান শািহ বলেছেন: ভাল লাগলো
৪৬| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:০১
লিন্কিন পার্ক বলেছেন: অসাধারণ !!!!
++++++++++++++
৪৭| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:০২
ধীমান অনাদি বলেছেন: ২৬ তম ভালোলাগা। +++++++++
৪৮| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:১৩
রংটাণর্ বলেছেন: পুরাটা পড়লাম ভাল লেগেছে
৪৯| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:২১
কলম.বিডি বলেছেন: +++++++++++
৫০| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:৪১
একজন নবিস ব্লগার বলেছেন:
৫১| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:৪৪
সিলেটি জামান বলেছেন: পড়লাম ভাল লেগেছে
৫২| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১২:৫৫
মাকসুদ বদ্দ০০৭ বলেছেন: অনেক অনেকদিন পর ভালো একটা লেখা পড়লাম । ++++
৫৩| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১:০২
মিজভী বাপ্পা বলেছেন: +++++++++++
৫৪| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১:০৮
সাকিন উল আলম ইভান বলেছেন:
দারুন দারুন।
৫৫| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১:৪৪
মতিউর রহমান মিঠু বলেছেন: চমৎকার লিখেছেন ভাই, অনেক ধন্যবাদ.............................
৫৬| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১:৪৫
পিদিম বলেছেন: চমৎকার হয়েছে।
৫৭| ০৩ রা মার্চ, ২০১২ সকাল ১১:২৮
শ. ম. দীদার বলেছেন: ভাই, আপনার সাথে কোনোদিন যদি দেখা হয়, তাহলে সত্যিকার এক অনুপের সাথে পরিচয় করিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয় হল, মিরা শেষ পর্যন্ত আবারো মিরাই থেকে যায়।
যাইহোক, গল্পটা ভালো হয়েছে। কোন এক অনুপকে ছুঁয়েছে গল্প্টা। প্রিয়তে নিলাম।
৫৮| ০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।
আঙ্গুল দিয়ে যেন বাস্তবিক কিছু ঘটনাই তুলে ধরলেন।
৫৯| ০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১২:২৭
মেহেদী_বিএনসিসি বলেছেন: জায়গামতো ছবিগুলো গল্পের সাথে চমৎকারভাবে মানিয়ে গেছে.......। তবে এই আমলের মেয়েরা পাইলট জামাই ছেড়ে মেসে থাকা গ্রামের কোন ছেলের জন্য এতোটা করেনা.......।
৬০| ০৩ রা মার্চ, ২০১২ দুপুর ১:৩২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন, সময় নিয়ে পড়লাম, ভাল লাগল...
++++++++++++
৬১| ০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
ডাইস বলেছেন: শিরোনাম দেখে হিটাইলাম... লুলীয় কমেন্ট
কিছু কিছু ছবি সিচ্যুয়েশানের সাথে অসামঞ্জাস্য মনে হল...পোস্টে +
৬২| ০৫ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৪০তম প্লাস
৬৩| ০৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০০
অনিরূদ্ধ বলেছেন:
এক নি:শ্বাসে পুরোটা পড়লাম!
অসাধারণ গল্প...
তবে ভীষণ মন খারাপ করা....
আমি গল্পটা পড়ছি আর ভাবছি এটা নিয়ে একটা সচেতনতামুলক নাটক বানালে খুউব ভালো হয়। কারণ গল্পটা বড়ই বাস্তব আর বাস্তবটা বড়ই আশংকাজনক!
০৯ ই মার্চ, ২০১২ সকাল ৮:৪৯
মেংগো পিপোল বলেছেন: আমি ভাই নটক বানানোর লোক না। গল্প লিখতে পারি, যেভাবে বলা হবে সেভাবেই। তবে কেউ বানাতে চাইলে আমি অবশ্যই সহায়তা করবো।
এখনকার এই প্রগতিশীলতার মহামরির যুগে, সচেতনতাটা ই সবচেয়ে বেশি দরকার।
ধন্যবাদ আপনার মতামত এবং কমেন্টসের জন্য।
৬৪| ০৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৬
রোজেল০০৭ বলেছেন: ৪৩ তম ভালো লাগা।
+++
৬৫| ০৮ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩৯
অনিরূদ্ধ বলেছেন:
কাল থেকেই গল্পটা মাথায় ঘুরছে....
৬৬| ০৮ ই মার্চ, ২০১২ রাত ১১:৫১
আনমনে বলেছেন: ভাল লাগলো
৬৭| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৩:৪৫
নিষ্কর্মা বলেছেন:
ভালো লাগল। অরো লিখবেন আশা করি।
৬৮| ০৯ ই মার্চ, ২০১২ সকাল ৭:০০
অ্যামাটার বলেছেন: বাস্তব। এরকমই হয়।
আপনার লেখার হাত খুব ভাল।সঙ্গে ঘটনার সাথে মিলিয়ে ছবির ক্লিপগুলোও গল্পটাকে আরও জীবন্ত করে তুলেছে।
৬৯| ১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:১৩
খান মেহেদী ইমাম বলেছেন: ভাই আমার লেখাটা ভাল লাগছে। কিন্তু এখানে মিরার দোষ বেশি কেনও একসাথে না শুইলে কি ভালবাসা যায় না। যারা মিরাদের মত তাদের জন্য ঠিকি আছে। আর জাবেদ এর মতন ছেলেরা এখনো সমাজে বুক ফুলিয়ে ঘুরে। এক সময়কার প্রভা রাজিব সবাই প্রভাকে হাই লাইট করছে কই রাজিব রে তো সমাজ থিকা কেউ বাহির কইরা দেয় নাই। যারা বিয়ের আগে দৈহিক সম্পর্ক করে তাদের এই অবস্তাই হওয়া উচিত।
৭০| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৩:১৫
শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++
৭১| ১৪ ই মার্চ, ২০১২ ভোর ৪:০৪
রাশেদ হাসান নোবেল বলেছেন: ++++
৭২| ১৪ ই মার্চ, ২০১২ ভোর ৪:৩০
নতুন বলেছেন: লেখক বলেছেন: মেয়েটাকে আমি ইচ্ছা করে পর্নো স্টার বানাই নি, ওর জেনেটিক ওকে বানিয়েছে, এখানে আমি অনুপ ও মিরা সবাই নিরূপায়, এই সব কিছুর জন্য জাভেদ দায়ী,
>>> কিভাবে দোষটা জেনেটিক হইলো ????
১৪ ই মার্চ, ২০১২ ভোর ৬:২৩
মেংগো পিপোল বলেছেন: এর জন্য ডি এন এ টেষ্ট করা লাগবে, টেষ্টের রেজাল্ট হাতে পেলে আপনাকে জানাব।
৭৩| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৭
দুষ্টু ছোড়া বলেছেন: সচেতনতামুলক গল্প হিসেবে চমৎকার হয়েছে।
কিন্তু কিছু কিছু বিষয় অসামঞ্জস্যপুর্ন লাগছে যে বিষয়ে লেখক আরো সচেতন হতে পারেনঃ
১। প্রেম করলে শারিরীক সম্পর্কটা যেন ভালোবাসার গভীরতারই বহিঃপ্রকাশ, গর্হিত কিছু নয়। শুধুমাত্র এর ভিডিও প্রকাশ করাটাই অপরাধ। -পরোক্ষভাবে সেটাকে দাড়া করানোর চেষ্টা।
২। আমাদের দেশে মোবাইল ফোন কবে এসেছে, ট্যাক্সিক্যাব কবে থেকে চালু হয়েছে -আর সে সময়েরও পরে জন্ম নেয়া এক মেয়ের লিভ টুগেদার ও কভার পেজে নগ্ন ছবি দেয়ার মতো বয়স অর্জন -টাইম মেশিনে লাফ দেয়ার মতো সিনেমাটিক অবাস্তবতা।
১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৫
মেংগো পিপোল বলেছেন: ভাই প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ। পোষ্ট টি আপনি কাষ্ট করে পড়েছেন,
আপনার ১ নম্বর কথাটার সাথে আমি এক মত নয়, কারন আমি বিয়ের আগে শারিরীক সম্পর্কের কুফল টা এখানে তুলে ধরেছি। হ্যা আপনি জেটা ইনিয়ে বিনিয়ে বলতে চেয়েছেন তাহলো মিরার কোন অন্যায় ছিলো কিনা? হ্যা ছিলো তার নিজেরও সচেতন হওয়া উচিৎ ছিলো, আর সেটা সে হয়নি বলেই জাভেদ সুজগ নিতে পেরেছে। আর পোষ্টটি ঐ কারনেই দেয়া যাতে মিরারা সচেতন হয়। আপনি হয়তো বলবেন আমি নারী র পক্ষে কথা বলছি, এটাকে ভুল প্রমানের জন্য আমি অনুপের মতন একটা চরিত্র গল্পে রেখেছি।
২ নম্বর টার ব্যাপারে বলি, গল্পের গরু নাকি গাছেও ওঠে, ঘটনাটা বাস্তবতার ছায়ায় কাল্পনিক গল্প আর সেখানে গল্পকারের সৃষ্টর স্বধিনতা থাকা উচিৎ, লন্ডনে দশ বছরের মেয়েরাও দেহশারিনী হয়ে থাকে, এনি ওয়ে বাদ দেন।
আমার ইচ্ছে গল্পে গল্পে মানুষকে সচেতন করা আর সেটা হলেই হলো।
৭৪| ১৫ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩৮
নতুন বলেছেন: "" আমার ইচ্ছে গল্পে গল্পে মানুষকে সচেতন করা আর সেটা হলেই হলো। ""
কিন্তু গল্পে গল্পে মানুষকে ভুল আইডিয়া দেওয়া ঠিক না...
""লেখক বলেছেন: মেয়েটাকে আমি ইচ্ছা করে পর্নো স্টার বানাই নি, ওর জেনেটিক ওকে বানিয়েছে, এখানে আমি অনুপ ও মিরা সবাই নিরূপায়, এই সব কিছুর জন্য জাভেদ দায়ী, ""
এখানে আপনার জিনেটিক ব্যখ্যাটা কি ঠিক হইছে??
বাবা কয়েকটা ভিডিও বানাইছে আর তাতে মাইয়ার জিনেটিক কোডে মাইয়া পনো`স্টার হইবো তা এন্টি্ হইয়া গেছে..
১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৯
মেংগো পিপোল বলেছেন: হতে পারেনা যে এটা কি আপনি ১০০% নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন? আর কোথায় ভুল আইডিয়া দিয়েছি দেখান তো। মানুষের জেনেটিকালি বহু রোগ যেমন এক ধরনের ডাইবেটকস, টি ভি ইত্যাদি পিতা মাতার কাছথেকে পায়, তেমনি পিতা মাতার বহু চরিত্রিক গুনাবলি ও জেনেটিকালি পায় জানেন নিশ্চই। আর একটু খোলাসা করি অনেক সময় দেখা যায় ছেলে দেখতে বাবার মতন হয়েছে, এখন বলুন এটার কারন কি? এটার কারন ঐ জিন, মানব সেলের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রমজম থাকে সেটাই মানুষের বংশ গতির ধারক ও বাহক, আর সেই ক্রমজমের মাধ্যমেই নির্ধারন হয় সন্তান ছেলে হবে না, মেয়ে হবে, কালো হবে না ফর্সা হবে এসব। আশা করি বুঝতে পেরেছেন।
বাবা কয়েকটা ভিডিও বানাইছে আর তাতে মাইয়ার জিনেটিক কোডে মাইয়া পনো`স্টার হইবো তা এন্টি্ হইয়া গেছে..
গল্পটিতে বাবা কেবল সিডি বানাইছে তানা লুচ্চামির সিডি বানাইছে, এবং আর এই লুচ্চামি টা বাবার চরিত্রের একটা অংশ, সেখান থেকে মেয়ের জেনেটিক কোডে লুচ্চামি লেখা থাকতেই পারে।
৭৫| ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
লুমেন হোসেন বলেছেন: @নতুন, shapnobilash_cu বলেছেন: ঈদের নামাযও পড়েন, আবার ইসলামরে গালাগালিও করেন, ভন্ডামি ছাইড়া দিয়া হয় ভাল হন। হয় টুপি পরলে ভালা কইরা পড়েন, নইলে নেড়ি কুত্তার লাহান ন্যাংটা হয়া রাস্তা দিয়া হাটেন। ইসলামরে গালি দ্যান, আল্লাহ্ নাম নিয়া রসিকতা করেন, আবার ঈদের কোলাকুলিও করন, শরম করেনা?
আপনেতো এই লোক না, মিয়া আপনের চরিত্রটা জানা হইয়া গেছে, তাই তো আপনার পোষ্টেshapnobilash_cu ঐ কথা লিখেছে, মুনাফেকের চিন্হ তিনটি জানেন তো, মুখে যা বলে মিথ্যা বলে, আপনেতো মিয়ে সেই পন্থি, ভালো একটা পোষ্টেরে ঘাটাইয়া নষ্ট করতে আইছেন না?আপনে মিয় জেনেটিকের কি বুঝেন? সন্তান তার বাবা মায়ের কাছথেকে বহু জিনিস চরিত্র গত ভাবে পাইতেই পারে, এটা অস্বিকার করতে পারে তারাই, যারা বাবা মায়ের কাছ থেকে কিছু পায়না, অবশ্য অন্য বাপের ঘরের হইলে কেমনে ই বা মাইনা নিবো। সমাজে জাভেদ গো তো কোন অভাব নাই। আমাগো হইছে এমন দসা ভালো জিনিস প্যেটা সয়না, সালার মানুষ!
৭৬| ২৭ শে মার্চ, ২০১২ দুপুর ১২:১৭
সকাল রয় বলেছেন:
হে হে এমন একটা আমারও আছে
যেখানে যৌবন বিক্রি হয়
৭৭| ২৭ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৩২
শায়েরী বলেছেন: অনেক ভাল হয়েছে লিখাটা
৭৮| ২৭ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৩৬
যাযাব৮৪ বলেছেন: ভাল হয়েছে
৭৯| ২৭ শে মার্চ, ২০১২ দুপুর ১:০৪
রাষ্ট্রপ্রধান বলেছেন:
৮০| ০৪ ঠা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৩
মিকন মোদক বলেছেন: অসম্ভব ভাল লেগেছে আপনার লিখাটা। খুব সুন্দর করে উপস্থাপন করলেন। আমি আপনার সাথে আরও একটা কথা যোগ করতে চাই যা আপনি তুলে ধরেন নাই, আর তা হল মেয়েরা কখনই সত্যিকারের ভালবাসা কে সম্মান দিতে জানেনা। তারা সর্বদাই চকচকে সোনার পিছনে ছুটে অথচ ছোটবেলার কথাটুকু ভুলে যায় চকচক করলেই সোনা হয়না।!! অনুপের ভালবাসা টা ওই মেয়েটার চোখে কখনই পরেনি কেননা অনুপের কাছে সে ছিল ভালবাসার পাত্রী কোন মাল নয়। কিন্তু মিরা ভালবাসছে তাকেই যার কাছে সে একটা মাল.. তাই তার কাছ থেকে এর চেয়ে বেশী কিছু আশা করাটাই ত ভুল। জানি একজনকে দিয়ে বিচার করা ঠিক নয় তবে আজকাল কার তরুনীরা তথাকথিত জাভেদ দেরকেই বেশী পছন্দ করে । আজ যদি তারা সচেতন না হয় তাহলে জাভেদ আর রাজীবরা সুযোগ নিবেই।আপনার মত লিখতে পারিনা তাই পূর্ণাঙ্গভাবে ভাবটা প্রকাশ করতে পারলাম না । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
৮১| ০৪ ঠা মে, ২০১২ বিকাল ৩:১১
এইযেদুনিয়া বলেছেন: ভীষণ ভীষণ ভীষঅঅঅঅঅঅণ ভালো লাগলো লেখাটা।
এই রকম আরো লেখা চাই।
৮২| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৯
অনন্ত আরেফিন বলেছেন: খুব ভালো লিখেছেন, একটানে পড়লাম। ভালো লেগেছে..................।
৮৩| ০১ লা জুন, ২০১২ রাত ১০:২৫
হবু প্রকৌশল১ বলেছেন: অনেক ভালো লেখা হইসে...
৮৪| ১৪ ই জুলাই, ২০১২ ভোর ৬:৩৯
চেইন স্মোকার ১৩ বলেছেন: ভীষণ মন খারাপ করা....
৮৫| ৩১ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২০
ফার্ুক পারভেজ বলেছেন: ভালো
৩১ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩২
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ
৮৬| ০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৯
রকিবউজজামান মুন্না বলেছেন: সব ঠিক আছে কিন্তু আপনি বা আমি পরিমলদের থামাতে পারব না। আর এর অন্যতম কারন হচ্ছে এখনকার আধুনিক মেয়েরা।
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৩০
মেংগো পিপোল বলেছেন: দু জনই দাই, দুজনকেই বোঝানোর জন্য এই লেখা, এই সব মেয়েরাও একদিন বুঝবে, বোধ করি বুঝতেও পারে, তবে তত দিনে অনেক দেরী হয়ে যায়। আপনি এবং আমি যদি আমাদের বোন দের দিকে খেয়াল রাখি তাহলে মনে হয় এই রকম আধুনিক মেয়ের তৈরী হবেনা। ধন্যবাদ।
৮৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫০
জাহাঈীরআলমবকুল বলেছেন: ভাল লাগলো...........................................
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৫
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।
৮৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০১
লাহাব অপু বলেছেন: এগুলা হেডিং দিলে পুষ্ট হিট হইবো ছাইড়া
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৫
মেংগো পিপোল বলেছেন: ভাই পুরা গল্পটা পড়ে মন্তব্য দিলে খুশি হতাম বেশি। যা হোক, আপনার জবাবে বলি গল্পটার একেবারে শেষের লাইন টা দেখেন-
লন্ডনে ইংরেজী তে সেই ভিডিও টাকে বলে ব্লু ফ্লিম। আর বাংলায় আমরা যেটাকে বলি নীল ছবি।
এই লাইনটা থেকেই লেখাটার হেডিং এশেছে। আর পোষ্ট হিট হইলে কি হয় একটু যদি বলতেন, যে কোন লেখকের লেখা হিট হইলে কি কোন টাকা পয়সা পাওয়া যায়? যায়না। তবুও মানুষ লেখে আমি লিখি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য, যান তে চান লাভ কি তাতে? লাভ হচ্ছে মানুষিক শান্তি। আর একটা কথা বুঝলাম নামে পোষ্ট হিট হয়েছে। তাহলে যে ৯৬ জন পোষ্টা টাকে তাদের প্রিয়ের তালিকায় রেখেছে তারা কি না বুঝে রেখেছে। যা হোক ভাই যার যার বুঝ তার তার কাছে, ভালো থাকবেন। ভাই আপনার ব্লগের চেহারা এমন কেন?
পোস্ট করেছেন: ০টি
মন্তব্য করেছেন: ২৮টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ৭ মাস ৪ দিন
ব্লগটি মোট ২ বার দেখা হয়েছে
৮৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৪
মেহেদী হাসান মানিক বলেছেন: +++ খুব ভাল লিখেছেন
২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৯
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ মেহেদী ভাই। ভালো থাকবেন।
৯০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০০
অর্ণব আর্ক বলেছেন: ভীষণ মন খারাপ হয়ে গেল। একটা নির্মম সত্য তুলে এনেছেন লেখার মধ্য দিয়ে। শুধু শেষের ফিনিশিং এ শয়তানের বাচ্চারে শয়তান না বানাইলেও পার্তেন। আমি লেখক হইলে কাহিনীর শেষ দিকে প্রতিশোধ নেয়াইতাম জাভেদের উপরে । যাই হোক উপলদ্ধি ভালো।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৬
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ অর্ণব আর্ক ভাই।
বাস্তবে জাভেদের কিছুই হয়না, এরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। আর মেয়ের কথা বলছেন বংস গতির ধারক ও বাহকের নাম ক্রমোজম। আর সেটা মানুষ পায় বাবার কাছ থেকে।
৯১| ১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪২
আমি তুমি আমরা বলেছেন: আপনার লেখা এই পোস্টটি সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত পোস্টগুলোর একটি। এই পোস্টের ৬৬ নম্বরে দেখুন।
২০ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৩৪
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। কারো জন্যই তো তেমন কিছু করতে পারলাম না। সামুর ইতিহাসে যদি একটু নাম থাকে ক্ষতি কি!
জীবন গিয়াছে চলে আমাদের-
কুরি অথবা ত্রিশের পার,
আবার হয়ত যদি দেখা হয় তোমার আমার।
মুখোমুখি আমি আর শৈশব,
মাঝখানে কেবল কুরি-ত্রিশ অথবা চল্লিশ।
হয়ত বিশ বছর পর আমার সন্তান তার বাবার এই পোষ্টে একটা লাইক দিবে।
ভালো থাকবেন।
৯২| ১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৬
দিকদর্শন বলেছেন: +++
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৯৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
দ্রুতগামী উল্কা বলেছেন: খুব সুন্দর একটা গল্প। আমি কি এটা শেয়ার করতে পারি? তবে পুরোটা করবো না। আংশিক। এবং অবশ্যই আপনার নাম উল্লেখ করে। ফেবুতে।
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ আপনাকে। করেন সেয়ার, তবে মুখবন্ধ অংশ অবশ্যই দিয়ে দিবেন। ভালো থাকবেন।
৯৪| ২১ শে মে, ২০১৩ রাত ৮:০২
ঊদাসপথিক বলেছেন: শুধুমাত্র মন্তব্য করতেই লগ ইন করলাম।
লেখাটা ভাল লেগেছে।+++++
২৪ শে মে, ২০১৩ রাত ২:৩২
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ ঊদাসপথিক ভাই। ভালো থাকবেন।
৯৫| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৩১
খেয়া ঘাট বলেছেন: শুধুই দীর্ঘশ্বাস।
২৪ শে মে, ২০১৩ রাত ২:৩২
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদখেয়া ঘাট ভাই।
৯৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:০২
scorpio6541 বলেছেন: ভাইরে অনেক সুন্দর লিখেছেন।
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মেংগো পিপোল বলেছেন: ভালো বাসা আসলে একটা চুক্তি জেনো, অনুভুতি টনুভুতি মিথ্যে, কেউ দেবে নিরাপত্যা কেউ বিশ্বাস আসলে সবাই চায় জিত্যে।
ভালো থাকবেন।
৯৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৪
নূর আদনান বলেছেন: কেমনে যে এত ধৈর্য ধরে এমন লেখা লেখছেন, ভাল লগল ভাই
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩০
মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ ভাই আমাকে। আপনাদের টানে লিখি আপনাদের ভালো লাগে জেনে আমার ভালো লাগে।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৫
গেমার বয় বলেছেন: ভাল হইসে...!!!