নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীরসোহান

তানভীরসোহান › বিস্তারিত পোস্টঃ

উড়োন্ত পাখি

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৪

জানি আমার এ লিখুনিটা, তোমার মনের গাথুনিতে থাকবেনা বেশীক্ষণ ধরে।হয়তো স্পর্শ করবে না একটি বার এর জন্যও তোমার মনটাকে।হয়তো বা পড়ার সাথে সাথে ভুলে যাবে আমার এ লিখুনিটাকে।জানি আমি আজ তোমার কাছে আগাছার সংঙ্ঘা।তাতে ও আমার কোন কষ্ট নেয়।

কারন আমাকে কিছু না কিছু একটা তো ভাবো। এটাই আমার শান্তনা।

তোমাকে আজ আমি বলবনা, ভালবাসা কাকে বলে, কত প্রকার ও কি কি? তবে এটা বলতে

বাধ্য হচ্ছি, এ বলে যে।তোমাকে হারানোর পর আমার মনে যে বিষ ফোড়া উঠেছে,তার যন্ত্রনা তুমি বুঝবে না।হয়ত বা এটাও বুঝবেনা ভালোবাসা কাকে বলে।

আমি এতাও বলতে যাবোনা, যে আমি ভালো ছিলাম আর তুমি খারাপ।তবে এটা বলতে ইচ্ছে করছে যে আমার সাধ্যর সবটুকু তোমার জন্য উজার করে দিয়েছি।

হয়তো আমি ও জানিনা ভালোবাসা কাকে বলে।তবে তোমাকে ভালোবাসা আমার খুব ভাল লাগে।

কেউ যেন বলেছিলো,পাওয়াটাকে নয়।হাড়ানোর নাম ভালোবাসা । হা আমি হারিয়েছি তো তাই তোমাকে ভালোবাসে ফেলেছি।

জানি আমার লেখা টা যদিও কাগজ এর বুককে কলমের খুছা দিয়ে ক্ষত বিক্ষত করলে ও তোমাকে স্পর্শ করবে না,সাময়িক সময় এর জন্য।কারন তোমার পৃথিবীতে আজ অন্য রং,আমি নই।

এখন আগের মতই দিন শেষ হয়,রাত আসে,ক্লান্তি আসে,ঘুম আসে,সপ্ন আসে,শুধু আসোনা তুমি।

কারন আমার সপ্ন ও জেনে গেছে তুমি আর আমার নও।



জানি আমি একদিন তোমার পৃথিবীতে থাকবো না।হয়ে যাবো শঙ্ক্ চিল,আমি উড়ে যাবো আকাশ পানে।তখন তুমি অন্য কারো পাশে, অন্য কারো হাত ধরে। আমি তখন উড়ে যাবো আকাশ পানে ।আর তোমাকে দেখবো।তোমাকে দেখে আমার চোখ এ এক ফোটা রক্ত কনিকা জমা হবে।

যখন সে রক্ত কনিকা মাটিতে পড়তে থাকবে ঠিক তখনই স্পর্স করে যাবে তোমার কপালকে । হয়ে যাবে তোমার কপালের টিপ। কারন সেদিন ও তোমাকে ভালোবাসব বলে।











**** *****

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০৬

নিবিড় এখন বলেছেন: উফ!!!! Heart tourching। ভালোবাসা আসলে এমনি । আর মেয়েরা এমনি হয়। so go ahead.

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

তানভীরসোহান বলেছেন: সবারি একি অবস্থারে ভাই

২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৩

মাক্স বলেছেন: সুন্দর। বেশ অনেকগুলো বানান ভুল আছে সময় করে ঠিক করে নিয়েন!

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

তানভীরসোহান বলেছেন: অনেক দিন পর পোষ্ট দিলাম খেয়াল করিনাই পোষ্ট দেওয়ার আগে।ধন্ন্যবাদ মতামত প্রদানের জন্ন্য।

৩| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগছে

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২

তানভীরসোহান বলেছেন: ধন্ন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.