নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর ঐ নীল আকাশে, তারা-নক্ষত্রের মতই হাজার হাজার গল্প ঝুলে রয়েছে, আমি সেই গল্পগুলোই বলতে চাই।

সন্যাসী পিপড়া

দূর ঐ নীল আকাশে, তারা-নক্ষত্রের মতই হাজার হাজার গল্প ঝুলে রয়েছে, আমি সেই গল্পগুলোই বলতে চাই।

সন্যাসী পিপড়া › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প:পানোভাস্কি

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৬


বাড়ির সবাই অবাক হয়ে দেখল ছেলেটিকে। মাথায় বাবরি চুল। চোখ দুটি বড় বড়। নাকটা চেপ্টা। ছ'ফুটের মত লম্বা। তবে চেহারায় একটা মাধুর্য আছে। যা সবাইকে আকৃষ্ট করতে সক্ষম। তার নামটাও অদ্ভুত পানোভাস্কি। কোথা থেকে এসেছে জানা যায় নি।
এই ছেলেটি নাকি ভাল জাদু দেখাতে পারে। আমরা বাড়ির লোক ছাড়াও গ্রামের ছেলে, যুবক, বুড়ো সবাই তার জাদু দেখতে এসেছে। মা- বোনেরাও ঘরের জানালা থেকে তার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে।
ছেলেটা তার জাদু দেখানো শুরু করল। প্রথমে সে কিছু রসুনকে একটা রুমাল দিয়ে ঢেকে কি মন্ত্র পড়ে ফু দিতেই সেগুলো পাখি হয়ে উড়তে লাগল। দ্বিতীয়বার একটা গরুকে একটা বড় কাপড় দিয়ে ঢেকে দিল। আগের মতই কি সব মন্ত্র পড়ে ফু দিতেই দেখা গেল গরু অদৃশ্য। সেখান থেকে একটা সাপ বের হয়ে গেল। সবাই তো ভয়ে অস্থির।
ছেলেটা আবার সাপকে গরুর রুপ দিয়ে দিল। তৃতীয় জাদুটি দেখানোর জন্য সবাই কে চোখ বন্ধ করতে বলল। সবাই তার কথা মেনে নিল। চোখ বন্ধ করার একটু পরেই সবাই একটা বিকট আওয়াজ শুনল। আওয়াজটা থামল না বাড়তেই থাকল। সবার কাছে মনে হল এক দল বাচ্চা কাঁদছে।
চোখ খুলতেই সবার গায়ের লোম দাড়িয়ে গেল। এমন দৃশ্য কেউ কোন দিন দেখে নি। এমনকি স্বপ্নেও না।
পানোভাস্কির মাথায় যতগুলো চুল প্রত্যেকটা একেকটা শিশুর রুপ ধারন করেছে।দেখে মনে হচ্ছে শিশুচুল গজিয়েছে। বেশির ভাগ লোকই এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেল। শিশুগুলো এই দৃশ্য দেখে কান্না বাদ দিয়ে হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে লুটিয়ে পড়ছে ।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১০

সুমন কর বলেছেন: মোটামুটি!!

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৪

সন্যাসী পিপড়া বলেছেন: ধন্যবাদ সুমন কর।

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩

ডি মুন বলেছেন: বাহ, দারুণ তো।

ভালো লেগেছে অনুগল্প। সমাপ্তিটা সুন্দর। চমকে দেয়ার মত।

+++

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

সন্যাসী পিপড়া বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম ভাল হয়েছে অনুগল্প

৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

জেন রসি বলেছেন: বেশির ভাগ লোকই এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেল। শিশুগুলো এই দৃশ্য দেখে কান্না বাদ দিয়ে হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে লুটিয়ে পড়ছে ।

সমাপ্তিটা পড়ে মজা পেলাম :)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: মানে কি হইলো?

শিশুগুলা সরল মনে যাদু হিসেবেই ভেবে নিলো আর যারা বড় ওরা সহজভাবে নিতে পারলোনা? ভাবতে পারলোনা এটা যাদু নিজেদের সবসময় করা জটিল চিন্তাগুলোর কারনে?

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

সন্যাসী পিপড়া বলেছেন: ভাই কষ্ট করে আরেকবার পড়েন বুঝবেন।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

সন্যাসী পিপড়া বলেছেন: সবাইকে ধন্যবাদ ।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০১

হাসান মাহবুব বলেছেন: ব্যাপারটা কল্পনা করার চেষ্টা করছি, মাথায় আসছে না।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১০

সন্যাসী পিপড়া বলেছেন: চেষ্টা করুন । আসবে।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২১

শতদ্রু একটি নদী... বলেছেন:

এই নিয়া ৪ বার পড়ছি। আবার পড়তে কইলে কিন্তু খবর আছে!!

আসল কথা হইলো বুঝিনাই।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সন্যাসী পিপড়া বলেছেন: পানোভাস্কির মাথায় যতগুলো চুল প্রত্যেকটা একেকটা শিশুর রুপ ধারন করেছে।দেখে মনে হচ্ছে শিশুচুল গজিয়েছে। বেশির ভাগ লোকই এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেল। শিশুগুলো এই দৃশ্য দেখে কান্না বাদ দিয়ে হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে লুটিয়ে পড়ছে ।

এখানে পানোভাস্কির মাথায় যে চুলগুলো শিশুর রুপ ধারন করেছে ।তারাই হাসিতে লুটিয়ে পড়ছে।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৭

তিথীডোর বলেছেন: ব্যাপারটাই কেমন ভৌতিক !...ভাবছি একটা স্কেচ করলে কেমন হয়? B:-)

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২২

সন্যাসী পিপড়া বলেছেন: খবই ভালো হয়।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি তিনবার পড়লাম। কিন্তু ম্যাসেজটা বুঝলাম না।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৩

সন্যাসী পিপড়া বলেছেন: ভাই ম্যাসেজ দেওয়া কি লেখকের দায়িত্ব।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার মতে তো অবশ্যই। গল্পের ক্ষেত্রে তা আরো প্রবল। আপনি একটা গল্প লিখলেন বাট পাঠক হিসেবে আমি পড়ে বুঝলাম না বা কিছু শিখলাম না। সেক্ষেত্রে ভালো লেখা হওয়া স্বত্তেও তা অমূলক হয়ে যায়।

পানোভাস্কির মাথায় যতগুলো চুল প্রত্যেকটা একেকটা শিশুর রুপ ধারন করেছে।দেখে মনে হচ্ছে শিশুচুল গজিয়েছে।
কি বুঝিয়েছেন স্পষ্ট নয়। সম্ভবত আমার অক্ষমতা। কিন্তু গল্পকার যখন মতবিনিময়ে সক্ষম তখন আশা করি বিষয়টি ক্লিয়ার করবেন।



২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪০

সন্যাসী পিপড়া বলেছেন: ধন্যবাদ। যে গল্প লেখে তার দায়িত্ব না কোন ম্যাসেজ দেওয়ার । তবে তার গল্প ক্লিয়ার হওয়া উচিত। ভাই আমিই হয়ত আপনাকে বুঝাতে সক্ষম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.