নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুংগা............হুংগা............

হুংগা

সদ্য ভূমিষ্ঠ শিশুর প্রথম চিৎকার..... হুংগা.....

হুংগা › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া যা যা হারালেন

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

দশম সংসদের অধিবেশনে খালেদা জিয়াকে এই ভূমিকায় আর দেখা যাবে না। নতুন সরকার গঠিত হওয়ার পর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বিরোধীদলীয় নেতার পদের পাশাপাশি মন্ত্রীর পদমর্যাদায় পাওয়া সরকারি সুযোগ-সুবিধাও হারাবেন।



মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার জন্য প্রযোজ্য সুযোগ-সুবিধা বাতিল করা হবে। আগামীকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সাংসদদের শপথ অনুষ্ঠিত হবে। এর পরপরই সরকার গঠন হবে।



১৯৯১ সালের পর থেকে খালেদা জিয়া হয় প্রধানমন্ত্রী, না হয় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে এ ধরনের সরকারি সুযোগ-সুযোগ পেয়ে আসছিলেন। কিন্তু এবার বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনে খালেদা জিয়া অংশ না নেওয়ায় এ ধরনের সরকারি সুবিধার বাইরে চলে যাচ্ছেন।



জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদটি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার। বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধাও মন্ত্রীর মতো পান। তাঁকে ঢাকা মহানগর পুলিশ থেকে একজন হেড কনস্টেবল, একজন নায়েক ও ছয়জন কনস্টেবলসহ মোট আটজন হাউস গার্ড দেওয়া হয়। এর বাইরে বিশেষ শাখা (এসবি) থেকে দুজন গানম্যান পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে যেহেতু তিনি বাসার বাইরে বের হচ্ছেন না, তাই পুলিশ প্রটেকশন উঠিয়ে নেওয়া হয়েছে। তবে এসবির গানম্যান রয়েছে।



বিরোধীদলীয় নেতা সরকারি একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারি একান্ত সচিব (এপিএস), দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দুজন এমএলএসএস ও একজন বাবুর্চি পেয়ে আসছিলেন। গাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা। তবে খালেদা জিয়া সরকারি বাসায় থাকেন না।



বিরোধী দলের প্রধান বেতন পান ৫৩ হাজার ১০০ টাকা। এ ছাড়াও চিকিৎসা, ভ্রমণসহ অন্যান্য ক্ষেত্রেও সুবিধা পেয়ে থাকেন। বিরোধীদলীয় নেতার পদ হারানোর ফলে খালেদা জিয়া এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন।



তবে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, সরকার চাইলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা দিতে পারে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

পাঠক১৯৭১ বলেছেন: খালেদা যে পরিমাণ টাকা আয় করছে, উহাকে আপনি অংকে লিখতে পারবেন না; ভোট হলে খালেদা জিয়া আরও ২ জাহার কোটী বেশী পেতো

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

হুংগা বলেছেন: এই পৃথিবীতে যার যত আছে
সেই তো আরও চায়

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

মেনন আহমেদ বলেছেন: কথাগুলো সবই যুক্তিযুক্ত কিন্তু কে বিরোধী নেতা আর কে সরকারী নেতা এখনো মনে হয় বলার সময় আসেনি ভাই হুংগাআআআআআআআআ

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

হুংগা বলেছেন: আগামী কালই তো শপথ গ্রহন হবে। তাহলে আর সরকার গঠন কি বাকী থাকবে ?

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

রাকিবুল হাসান ২০১০ বলেছেন: এই দিন দিন নয় আরো দিন আছে । অপেক্ষা করতে হবে । এখনই সব বলা যাবে না ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

হারকিউলিস বলেছেন: খালেদা কিসুই হারায় নাই। যা হারানর হাসিনা বিবি হারাচ্ছে।
অলরেডি দেশের পাব্লিক বুঝতে পারছে হাসিনা ভারতের দালাল এবং ভারত বাংলাদেশ কে নিজের অংগরাজ্য ভাবে :দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.