![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করতে দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। অকালে প্রান দিতে হয়ছে শতাধিক নিরপরাধ মানুষকে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে তার প্রমাণ বিগত হরতালে প্রমান হয়েছে। যতবার রায় হবে, রায় কার্যকর হবে। ততবার দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হবে। শতাধিক নিরপরাধ মানুষকে প্রাণ দিতে হবে। তারপর রয়েছে বহিঃশক্তির চাপ। দেশ বা দেশের মানুষ কি এর ভার বহন করতে পারবে ?
বিচার যতই স্বচ্ছ হোক অপরাধীরা বলবে যে তারা ন্যায় বিচার পায় নাই। কারণ বাংলাদেশে-ই পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে খুনি সমর্থক পাওয়া যায়, ধর্ষকের সমর্থক পাওয়া যায়, দেশ বিরোধীর সমর্থক পাওয়া যায়। এমন কি এই কাজ যারা করেন তাদের পুরস্কৃতও করা হয়। তাই সেদেশে এই সব অপরাধীদের যত দীর্ঘ সময় নিয়ে ন্যায় বিচারের চেষ্টা করা হবে ততও দেশের ও দেশের জনগনের ক্ষতি হবে।
অপরাধীরা আইনগত ভাবে লড়বে, আইনের বাহিরে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করবে, দেশের সম্পদ ধ্বংস করবে, ডলার খরচ করে দেশের ওপর বহিঃশক্তির চাপ দিবে, বিচারকের বাড়িতে বোমা মারবে, স্বাক্ষী হত্যা করবে, বিচার হবার পর সংবাদ সম্মেলন করে নিজেদের নিষ্পাপ দাবী করবে, আর তাদের সমর্থক এবং স্বজনরা বলবে জুডিশিয়াল কিলিং হচ্ছে।
তাহলে দেশের কি প্রয়োজন এই কয়েকজন অপরাধীদের জন্য এত ক্ষতি সহ্য করা ? তাই অবিলম্বে মানবতা বিরোধী আন্তার্জাতিক ট্রাইবুনালে বিচার বন্ধ করে দেওয়া উচিত। আর যে কয়জন অপরাধী আছে তাদের কে একটা প্রিজন ভ্যানে তুলে। বোমা মেরে উড়িয়ে বা ফায়ার করে বললেই তো হয়। যে তাদের দলের লোকেরা তাদের ছাড়িয়ে নেবার জন্য হামলা করেছিল।
২| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮
ব্লগার ভাই বলেছেন:
অনেকদিন পর ব্লগে লগইন করলাম শুধু
++++++++++++ দেবার জন্য।
৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: আওয়ামী লীগ হল একটা জিঘাংসা প্রবৃত্তির দল। এরা যাকে হিংসা করবে - তার চরম ক্ষতি না করে ছাড়বেনা। তার জন্য যা করা দরকার হয়, তাই করবে। তাদের পেছনে আছে সব সময় বাংলাদেশের পেছনে বাঁশ দেওয়ার জন্য প্রস্তুত ভারত। আর দুরভাগ্যক্রমে বর্তমানে তাদের জিঘাংসার শিকার জামায়াতে ইসলামী। কারণ আওয়ামী লীগকে তথা ভারতকে টেক্কা দেবার মত কোন দল যদি এদেশে থাকে তো আছে এক জামায়াতে ইসলামী।
তাই জামায়াতের নেতাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবার জন্য আওয়ামী লীগ ও ভারত যা করা দরকার - সবই করবে। আপাতত বিচার সবচেয়ে গ্রহণযোগ্য পথ । তাই সরকার জামায়াতকে দমন করার জন্য বিচার ব্যবস্থাকেই বেঁচে নিয়েছে।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬
গেন্না বয় বলেছেন: যে কয়জন অপরাধী আছে তাদের কে একটা প্রিজন ভ্যানে তুলে। বোমা মেরে উড়িয়ে বা ফায়ার করে বললেই তো হয়। যে তাদের দলের লোকেরা তাদের ছাড়িয়ে নেবার জন্য হামলা করেছিল।
সহমত।