![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন যত যাচ্ছে আমাদের নেট স্পীড ও স্লো হয়ে যাচ্ছে। world wide web যেনো পরিণত হয়েছে world wide wait এ। কিন্তু আমরা যদি একটু নেট কনফিগারেশন পরিবর্তন করি তাহলে নেটের স্পীড একটু হলেও বেশি পাবো।
নিচে নেটের স্পীড বাড়ানোর দুটো পদ্ধতি আলোচনা করি
DNS পরিবর্তন করে
DNS হচ্ছে Domain Name System । এর কাজ হচ্ছে ওয়েবসাইট এড্রেস কে আইপি তে রূপান্তর করা। আমরা যাদের কাছ থেকে নেট কানেকশন নেই তারা যে DNS দে্য় সেটা অনেক সময় স্লো থাকে । এজন্য গুগল নিজস্ব DNS এর ব্যবস্থা করেছে যেটা কে বলা হয় Google Public DNS ।
এবার দেখি কিভাবে নিজের পিসি তে Google DNS সেটআপ দিবো।
১। Start -> Control
২। Network Connection এ ক্লিক করুন।
৩। সেখান থেকে Local Area Connection এ কি্লক করে
Properties এ ক্লিক করুন।
৪। Internet Protocol (TCP/IPv4) এ তে ডাবল ক্লিক করুন ।
নিচের চিএ দেখুন
নিচের মতো করে সংখ্যাগুলা বসান
DNS server type 8.8.8.8 and in
Alternate DNS server type 8.8.4.4
____________________________
Bandwidth বাড়িয়ে নিন
Windows ২০ ভাগ Bandwidth রিজার্ভ করে রাখে Windows Update দেও্য়ার জন্য । আমরা ইচ্ছা করলে সম্পূর্ণ Bandwidth ব্যবহার করতে পারবো।
Run এ গিয়ে লিখুন gpedit.msc তারপন যান নিচের মতো করে
--> Local Computer Policy
--> Computer Configuration
--> Administrative Templates
--> Network
--> QOS Packet Scheduler
--> Limit Reservable Bandwidth.
Limit Reservable Bandwidth এ ডাবল ক্লিক করুন। not configured এ মার্ক করা থাকলে তা উঠিয়ে enabled মার্ক করুন ।সেখানে মান ২০ দেওয়া থাকলে সেটা ০ করে বের হয়ে আসুন।
ব্যস আপনার কাজ শেষ। এ দুটো কাজ করলে আপনার নেটের স্পীড বাড়বে বলে আশা করি।
যাদের gpedit.msc ওপেন হয়না, তারা নিচের কাজ টা করতে পারেন।
HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionInternet Settings.
ডান পাশের ফাঁকা স্থানে মাউসের ডান বাটন ক্লিক করুন New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন ।
DWORD key এর নাম দিবেন MaxConnectionsPerServer।
DWORD এর ভ্যালু বসাবেন ডেসিমাল অপশন সিলেক্ট করে ২ এর চেয়ে বেশি যেকোনো সংখ্যা। মনে করেন ১০ দিলাম।
MaxConnectionsPer1_0Server নামে আরেকটি রেজিস্ট্রি করুন আগের নিয়মে । ভ্যালু ও দিবেন আগের টার মতো। আপনার কাজ শেষ।
১০ ই জুলাই, ২০১১ সকাল ৮:৪৮
অণুজীব বলেছেন: View this link
২| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৭:৪৬
রিয়েল ডেমোন বলেছেন: প্রিয়তে
১০ ই জুলাই, ২০১১ সকাল ১১:১৩
অণুজীব বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৭:৫৩
আর.এইচ.সুমন বলেছেন: Alternate DNS server type : ৪.২.২.১ দেওয়া আছে আমার টাতে ,, বাক সব ঠিক আছে
কিন্তু নেট স্পিড তেমন বেশি হয় বলে তো মনে হয় না
১০ ই জুলাই, ২০১১ সকাল ৮:৫৪
অণুজীব বলেছেন: আপনার টার Service provider গুগল না। সম্ভবত GTEI DNS । গুগলেরটা দেখেন একবার
৪| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৮:১৬
েরজাউল ফারুক বলেছেন: জানা জিনিস। তবু ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩৩
অণুজীব বলেছেন: তবু ধন্যবাদ
৫| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৮:১৮
রিফাত হোসেন বলেছেন: amar vista home এ gpedit.msc রান করলে হয় না !
যাই হোক ওয়েবে খুজে পেলাম ।
06-May-2007, 01:09 PM #5
If you are running Vista home, you do not have group policy so cannot use gpedit.msc
Elvandil's Avatar
Elvandil Elvandil is offline
Computer Specs
Moderator with 45,299 posts.
Join Date: Aug 2003
Location: Vermont
Experience: "Been through the mill."
06-May-2007, 01:32 PM #8
The only versions that have group policy are the domain-based versions:
• Windows Vista, Small Business Edition
• Windows Vista, Professional Edition
• Windows Vista, Enterprise Edition
• Windows Vista, Ultimate
• Windows Server "Longhorn"
১০ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৪
অণুজীব বলেছেন: রিফাত ভাই আপডেট করে দিয়েছি দেখুন তো কাজ হয় কি না ? এতে অবশ্য Bandwidth কমানো যাবে না তবে স্পীড বাড়বে।
৬| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৯:০৮
বিকেল বলেছেন: ধনযবাদ
১০ ই জুলাই, ২০১১ দুপুর ১২:১৫
অণুজীব বলেছেন: ধন্যবাদ
৭| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৯:২৫
ঘুমন্ত আমি বলেছেন: সুন্দর ।এটাই তো আমার দরকার ছিল।ধন্যবাদ
১০ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৪
অণুজীব বলেছেন: ধন্যবাদ
৮| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৮
বাদশাহ্ ফাহাদ বলেছেন: good
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৪:২৮
অণুজীব বলেছেন: ধন্যবাদ
৯| ১০ ই জুলাই, ২০১১ সকাল ১০:০৯
সাহস বলেছেন: মনে হয় কাজ হচ্ছে
১০ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৯
অণুজীব বলেছেন:
১০| ১০ ই জুলাই, ২০১১ সকাল ১০:২৩
নষ্ট কবি বলেছেন:
১০ ই জুলাই, ২০১১ দুপুর ২:০০
অণুজীব বলেছেন:
১১| ১০ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪৮
আরিফসুমন বলেছেন: ট্রাই করে দেখা যাক কি হয়।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
১০ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৩
অণুজীব বলেছেন: দেখেন, কাজ হয়লে জানায়েন
১২| ১০ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ১ম ট্রিকসটা কি ডায়াল আপ কানেকশনের ক্ষেত্রে কাজ করবে?
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৫
অণুজীব বলেছেন: হ্যা পারবেন।
১৩| ১০ ই জুলাই, ২০১১ রাত ৮:৫০
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: জীবন কারো জন্য থেমে থাকেনা
১০ ই জুলাই, ২০১১ রাত ৯:৩১
অণুজীব বলেছেন: হুমমমমমমমমম........
১৪| ১০ ই জুলাই, ২০১১ রাত ৮:৫২
মাসরুর আহমেদ বলেছেন: eta ki protibar korte hobe naki ek bar korlei hobe?
১০ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৩
অণুজীব বলেছেন: ek bar korlei hobe
১৫| ১০ ই জুলাই, ২০১১ রাত ১০:০১
মো: রফিকুল ইসলাম আসিফ বলেছেন: ভালো জিনিস। কাজে লাগবে।
১০ ই জুলাই, ২০১১ রাত ১০:২৩
অণুজীব বলেছেন: ধন্যবাদ
১৬| ১১ ই জুলাই, ২০১১ ভোর ৫:৩২
রিফাত হোসেন বলেছেন: স্পিড বেড়েছে কি জানিনা বা বুঝতে পারছি না । এমনিতেই কম্পিউটারটা জার্মান ভাষায় , যতদ্রুর বুঝতে পেরেছি ততদূল ক্লিকই করে গেছি ।
আর স্পিড বুঝার কোন উপায় আছে, যে আগের থেকে বেড়েছে ``?
স্পিডটেস্ট এ তো ফলাফল আগেরই ।
২০ ভাগ বেড়ে যাওয়া মানে অনেক কিছু ।
যাই হোক ।
গুগল ডি এন এস এর ব্যাপারে একটু বিস্তারিত বলুন । বুঝতে পারছি না । আমি যে ডি এন এস ব্যবহার করি । তার গতি সম্বন্ধে ধারনা পাব কিভাবে ?
------ আরেকটা কথা আমি এখনও আমার ভিস্তা ল্যপিতে এই অপারেশন চালাই নাই ।
চালিয়েছি ডেস্কটপ পিসিতে । সফল হয়েছে ।
ল্যপীর ভিস্তাতে চালাব কালকে বা পরশু ।
ধন্যবাদ ।
১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৩
অণুজীব বলেছেন: যেহেতু আপনার gpedit.msc ওপেন হয়না তাই আপনি Bandwidth বাড়াতে পারবেন না। তবে পরের পদ্ধতি দিয়ে আপনার নেটের স্পীড বাড়বে বলে মনে হয়।
স্পীড বেরেছে কিনা তা দেখার জন্য
http://testinternetspeed.org/
আর গুগল Public DNS জানার জন্য
http://code.google.com/speed/public-dns/
১৭| ১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৫
রিফাত হোসেন বলেছেন: http://testinternetspeed.org/ যা দিছেন পুরাই ভুয়া মাইন্ড করবেন না ।
কারণ একবার স্পিড দেখায় ৩.৫ আরেকবার ৪.৫ !
এতটা বুস্ট হবার কথা না ।
speedtest.net স্পিড বাড়ে নাই, আগের মতই আছে, কমে বাড়ে এই রকম ।
কারন প্রফাইডার ফিক্স ২.৫ হাইস্ট গতি দিয়েছে তো ৩.৫ বা ৪.৫ হবে কেন ?
বুঝতেছি না ।
এগুলো উইন ৭ এ টেস্ট করা ।
ভিস্তা এখনও করা হয় নাই ।
১৮| ১৫ ই জুলাই, ২০১১ দুপুর ১২:২০
সপ্নবিলাসী বলেছেন: ধন্যবাদ
২৯ শে জুলাই, ২০১১ সকাল ১১:০৯
অণুজীব বলেছেন:
১৯| ২৬ শে জুলাই, ২০১১ ভোর ৬:২৫
পাথরের কান্না বলেছেন: ভাল লাগলো।।।।।।।।।
২০| ২৯ শে জুলাই, ২০১১ সকাল ১১:১৮
জিসান শা ইকরাম বলেছেন:
সত্যি ?
২৯ শে জুলাই, ২০১১ সকাল ১১:৩৫
অণুজীব বলেছেন: সত্যি ভাই সত্যি
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১১ সকাল ৭:০৯
দূর প্রবাসী বলেছেন: ভাই আমার তো ম্যকবুক। কিভাবে করবো যদি বলতেন।