![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি হতাম হুতুম পেঁচা
কিংবা বিলের বক
তাহলে কি আঁকতে হত খাতায় অংকের ছক?!
আমি যদি হতাম বনের সবুজ গাছ
কিংবা বেগুন ক্ষেত
তাহলে কি আমায় কেউ মারতে পারতো বেত?!
আমি যদি হতাম পাখি
কিংবা রঙ্গীন ঘুড়ি
তবে কি আর আমি কারো কথার কেয়ার করি!!
০৬ ই মার্চ, ২০১১ বিকাল ৩:০৪
হুতুম_পেঁচা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১১ রাত ২:১৯
স্বাধীকার বলেছেন: ব্লগে স্বাগতম।