![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম। আমি একজন সাধারন ছেলে। আমার বিশেষ কোন বৈশিষ্ট নেই।
জাহাজ গায়েব হওয়ার ব্যাপারে তো বাহানা পেশ করা যায় যে, জাহাজ ডুবে গেছে। কিন্তু অত্যাধুনিক সাবমেরিন গায়েব হওয়ার ব্যাপারে আপনি কি বলবেন; যাতে অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি ওয়্যারলেস সিস্টেম বিদ্যমান ছিল??!! আবার সাবমেরিন গুলিও সাধারণ মানের নয়; রাসায়নিক সাবমেরিন। এখন চিন্তা করুন- কোন সুপারপাওয়ারের রাসায়নিক সাবমেরিন বিনাকারনে গায়েব হয়ে গেল। অথচ এত বড় ঘটনার পরও কোন পেরেশানী বা অস্থিরতা পরিলক্ষিত হয়নি। মনে হয় যে, যে দিয়েছিল সেই ফেরত নিয়ে নিয়েছে।
(১) রাশিয়ান সাবমেরিন "ভেক্টর-১"। এটি ছিল একটি অত্যাধুনিক রাসায়নিক সাবমেরিন। ১৯৮৪ সালের মার্চ মাসে কর্মীদের সহ শয়তানি সমুদ্রের গোপন শক্তির কাছে চলে গেছে। কর্মীদের সংখ্যা অজানা (মনে হয় অনেক বিশেষ ব্যক্তিবর্গ এতে শামিল ছিল)।
(২) রাশিয়ান সাবমেরিন "একো-১"। প্রথম সাবমেরিন গায়েব হওয়ার পাঁচ মাস পরেই সেপ্টেম্বর মাসে উপকূল থেকে ৬০ কি:মি: দূরে এটাকেও শয়তানি সমুদ্রের গোপন শক্তি কোন জরুরি কাজের জন্য কাছে টেনে নেয়। একটু চিন্তা করেন- রাসায়নিক সাবমেরিন, পথে ঘাটের কোন খেলনা নয় যে, কোন বিষয়ই না।
(৩) রাশিয়ান সাবমেরিন "একো-২"। জানুয়ারী ১৯৮৬ তে এটাও ওই এলাকার নজরবন্দী হয়েছে। এটিও রাসায়নিক সাবমেরিন।
(৪) রাসায়নিক সাবমেরিন "জুলেফ-১"। এপ্রিল ১৯৬৮ তে গায়েব হয়েছে। কর্মীদের সংখ্যা ৮৬ জন। ৮০০ কিঃগ্রাঃ রাসায়নিক পদার্থ মজুদ ছিল। কোন কারন ছাড়াই সবকিছু সহ পানির অতল গহবরে চলে গেছে।
(৫) ফ্রান্সিস সাবমেরিন "চারলি"; রাসায়নিক সাবমেরিন। সেপ্টেম্বর ১৯৮৪ তে ৯০ জন কর্মচারী সহ ঐ এলাকায় গায়েব হয়েছে।
(৬) ব্রিটিশ সাবমেরিন "কেস্ট্রল"। নভেম্বর ১৯৮৬ সকল কর্মচারীদের সহ গায়েব হয়।
©somewhere in net ltd.