নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে আপনাকে স্বাগতম। আমি একজন সাধারন ছেলে। আমার বিশেষ কোন বৈশিষ্ট নেই।

বারমুডা ড্রাগন ট্রাইঙ্গেল

আমার ব্লগে আপনাকে স্বাগতম। আমি একজন সাধারন ছেলে। আমার বিশেষ কোন বৈশিষ্ট নেই।

বারমুডা ড্রাগন ট্রাইঙ্গেল › বিস্তারিত পোস্টঃ

আরো একটি আশ্চর্য বার্তা......।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

“আমি আমার বড় জাহাজটি নিয়ে মৎস্য শিকারের উদ্যেশ্যে বের হলাম। আমার জাহাজের পিছনে কিকোস ট্রেডার(Kikos Trader) নামক আরেকটি ছোট জাহাজ বাঁধা ছিল, যাকে আমার জাহাজ টেনে নিয়ে যাচ্ছিল। আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার ছিল। এমন পরিষ্কার আবহাওয়াই শিকারের উপযুক্ত সময়। আমরা “বাহামা”র দ্বীপসমুহের মাঝখানে এমন জায়গায় এসে পৌছেছি যেখানে পানি খুবই গভীর। যখন অন্ধকার ধীরে ধীরে বাড়তে লাগল তখন দিক নির্দিষ্ট করার জন্য আমি ক্যাপ্টেনের কক্ষে আসলাম। অতঃপর চিন্তা করলাম-কিছুক্ষন বিশ্রাম করে নেয়া যাক। তাই আমি আমার কক্ষে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ ঢেওয়ের একগুচ্ছ পানি আমার চেহারায় এসে পড়ল। আমি বিছানা থেকে উঠে বসের দেখি চারিদিক থেকে পানি কক্ষে প্রবেশ করছে। খুব কষ্ট করে দরজার কাছে এলাম। দরজা খুলব এমন সময় দরজার কপাট আমার উপর এসে পড়ল (অথচ দরজার খিল লক করা ছিল) দেখলাম যে, আমি সমুদ্রের নিচে। সাতরিয়ে সমুদ্রের উপরিভাগে আসার চেষ্টা করলাম। আমার অনুভব হচ্ছিল- কে যেন নিচের দিক থেকে টেনে আমাকে সমুদ্রের গভীরে নিয়ে যাচ্ছে। আমি দ্রুত উপরিভাগে আসার চেষ্টা করছিলাম। পরিশেষে চেষ্টা সফল হল। উপরে এসে দেখি আমার জাহাজ গায়েব, আর কিকোস ট্রেডার (যাকে আমার জাহাজ টেনে আনছিল) পানির উপর বিদ্যমান। সে মাইক দিয়ে আমাকে ডাকছে।”

উল্লেখিত বক্তব্য “Wildjaw” নামক জাহাজের ক্যাপ্টেন “জুয়ে টিলির”। কিন্তু জুয়ে টিলিও বলতে পারেনি যে, তার জাহাজ ওখানে কিরুপ দুর্ঘটনার সম্মুখিন হয়েছিল। অথচ সাগর ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও পরিষ্কার। আর বেঁচে যাওয়া জাহাজ কিকোস ট্রেডারের ক্যাপ্টেন শুধু এটুকু বলতে পেরেছে যে-“হঠাৎ জাহাজের নিয়ন্ত্রন আমার হাত থেকে ফসকে গেছে”।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

দিশেহারা আমি বলেছেন: গল্প নাকি বাস্তবতা?

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

বারমুডা ড্রাগন ট্রাইঙ্গেল বলেছেন: একটি পোষ্ট পড়ে গল্প মনে হওয়ারই কথা। আসলে কিন্তু গল্প না। আমি যা লিখেছি বা লিখতেছি তা বাস্তব। পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

মহসিন৭১ বলেছেন: লেখাটা আমাদের অনলাইন নিউজ পোর্টালে দিতে চাচ্ছি http://www.bbarta24.net/

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

বারমুডা ড্রাগন ট্রাইঙ্গেল বলেছেন: সব লেখাই দিতে পারেন। কোন অসুবিধা নাই। ধন্যবাদ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

আলোকিত অন্ধকার বলেছেন: আগে কুসংস্কার শুনতাম...। এখন শুনি গাঁজাখুরি কুসংস্কার..। পৃথিবী একসময় এসব কুসংস্কার থেকে বেরিয়ে আসবে আশা করি।

লেখকের প্রতি- বারমুডা ড্রাগন ট্রাইঙ্গেল ভাই, দয়া করে আমার মন্তব্য ব্যাক্তিগত ভাবে নেবেন না। আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন গল্প গুলো। এ গল্প যারা বানায় তাদের প্রতি আমার শ্রদ্ধা বিদ্যমান। কিন্তুু যে আহাম্মক গুলো এগুলোকে সত্যি বলে ভাবে আমার মন্তব্য সেই উজবুকগুলোর প্রতি।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

বারমুডা ড্রাগন ট্রাইঙ্গেল বলেছেন: যার যে বিষয়ে সামান্য সঠিক জ্ঞান নেই তার কাছে গল্প মনে হওয়াটাই স্বাভাবিক। আপনি আমার প্রথম পোষ্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত সাথে থাকুন। তারপর ও যদি বলেন এগুলো গল্প তখন এ নিয়ে আপনার সাথে ডিবেট হবে ইনশাআল্লাহ। আর ধর্য্য নিয়ে পড়তে থাকুন।লাভ হবে। সঠিক ইতিহাস জানতে পারবেন। ধন্যবাদ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

আলোকিত অন্ধকার বলেছেন: হাহ হা। ভালোই বলেছেন। তবে আপনার সাথে তর্কে যাওয়ার মতো বুদ্ধি আমার নেই। আশা করি আমার এই নির্বুদ্ধিতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার মন্তব্য ছিল কেবল মূর্খতার বিরুদ্ধে একটা বন্ধুসুলভ সতর্কবানী। আমার সামাজিক দায়িত্ব আমি পালন করেছি। এখন আর এসব নিয়ে তর্কে যাওয়ার মানসিকতা নেই। মন্তব্যের মাধ্যমে আপনার বিরক্তি উৎপাটন করে থাকলে আবারও ক্ষমা চাইছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.