![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা প্রবাদ দিয়েই শুরু করতে চাই , " কোন কিছু করার ইচ্ছা পোষণ করাই মানে কাজটা অর্ধেক সম্পন্ন হয়ে গেছে" ।
ইচ্ছাশক্তির উপর যাদের বিশ্বাস বা ধারনা নেই তাদের জন্যই এই লিখাটা। নিচে একটা গল্পের মাধ্যমেই সেটা বুজিয়ে দিবো :-)
Edwin c barnes ছিলেন আমেরিকার একজন সফল বিজনেসম্যান যিনি টমাস অ্যালবা এডিসন এর সাথে বেবসা করেছিলেন। কিন্তু তিনি শুরু করেছিলেন একদম শূন্য থেকে। তার শুরুটা হয়েছিলো একটা প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে। আর সে ইচ্ছাটা ছিল তখনকার গ্রেট বিজনেসম্যান টমাস অ্যালবা এডিসন এর বিজনেস পার্টনার হওয়া।
তার এই সপ্ন পূরণের পথে ২ টা বাধা ছিল , একটা হচ্ছে উনি টমাস অ্যালবা এডিসন কে চিনতেন না , ২ নাম্বারটা হচ্ছে উনার কাছে নিও জার্সি যাওয়ার মতো টাকা ছিলনা । আমাদের জন্য এই ২ টা কারণই যথেষ্ট দমে যাওয়ার জন্য। যাই হোক এরপর তিনি ঠিক করলেন রেলের মাল বহনের যে বগি থাকে ওইটাতে করে যাবেন , করলেনও তাই । সোজা চলে গেলেন টমাস অ্যালবা এডিসন এর ল্যাবে এবং সরাসরি প্রস্তাব দিলেন একসাথে বিজনেস করার। পরবর্তীতে টমাস অ্যালবা এডিসন এক সাক্ষাতকারে বলেছিলেন যে , " ও অন্য সাধারন মানুষের মতই দাড়িয়ে ছিল আমার সামনে কিন্তু তার এক্সপ্রেসানে এমন কিছু ছিল যাতে বুজা যাচ্ছিলো যে ও জয় করতেই এসেছে যেটার জন্য সে এতদূর এসেছে" ।
তো প্রথম সাক্ষাতে কিন্তু যে পাটনার হওয়ার সুযোগ পায়নি পেয়েছিল একটা সুযোগ টমাস অ্যালবা এডিসন এর সাথে কাজ করার। অনেক কম বেতনে একটা ছোট চাকরি পেলো ওই অফিসে ।
পরবর্তীতে টমাস অ্যালবা এডিসন একটা নতুন ডিভাইস আবিস্কার করলেন যেটা বর্তামানে এডিফোন নামে পরিচিত। টমাস অ্যালবা এডিসন এর কোন সেলসম্যান এইটা বিক্রি করতে রাজি হল না , ঠিক তখনই এগিয়ে আসলেন যুবক Edwin c barnes । টমাস অ্যালবা এডিসন ও তার উপর আস্থা রাখলেন । সে বেশীরভাগ মেশিনই বিক্রি করলো এবং এতো ভালভাবে করলো যে টমাস অ্যালবা এডিসন তাঁকে পুরো আমেরিকায় এইটা বণ্টনের দায়িত্ব দিয়ে দিলেন । পরবর্তীতে Edwin c barnes তৎকালীন আমেরিকান ৩ মিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন ।
আর এই সব কিছুই সম্ভব হয়েছিলো ইচ্ছাশক্তির মাধ্যমেই , কিন্তু তার ইচ্ছাটা ছিল অনেক শক্তিশালী আবন পারসিস্টেন্স অ্যান্ড ডেফিনিট। প্রথম সাক্ষাতে এডিসন কিন্তু Edwin c barnes কি বলেছিল সেটা দেখেনি , দেখেচিল তার চিন্তাটা বা তার ইচ্ছাটা।
তাই কোন কিছু করার ইচ্ছা থাকলে হতাশ না হয়ে এগিয়ে যান , সুযোগগুলা কাজে লাগান। সুযোগ যে সবসময় সরাসরি আসবে তা কিন্তু না । ভিবিন্ন রুপে আসতে পারে এই সুযোগ।
ধন্যবাদ সবাইকে । এইটা আমার প্রথম লিখা কোন ব্লগে তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
©somewhere in net ltd.