নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

.রাজাকার মুক্ত ব্লগ....ভুলেও ঢুকিস না

বাংলার পোলা

কথা হবে...

বাংলার পোলা › বিস্তারিত পোস্টঃ

পেট্রল বোমা কারা মারছে? I am confused ( মার খাওয়া রাস্টপতির উদ্দেশে)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪১

আজকাল টকশো গুলাতে বিএনপি পন্থীরা বলা শুরু করেছে, পেট্রল বোম মারছে আওয়ামি লিগের লোকজন। যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়।

সেদিন সাবেক রাষ্ট্রপতি ও দেখলাম বললেন, I am confused. আসলে এরা ঠিকই জানে কারা পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করছে, বাট জনগনকে confused করার জন্যই এই কথা গুলা বলে।

আসেন দেখি পুলিশ কাদের কাদের ধরেছে। অনেকগুলা পেট্রলবোমা আর কক্টেল সহ ধরা পড়েছিল বনানি ছাত্র শিবিরের সভাপতি। তারপর...... আচ্ছা বাদ দেন। পুলিশ তো সরকারের, তাই না। তো বিএনপি জামাতের লোকদেরই তো ধরবে; এই যুক্তিই তো দেবে বিএনপির লোকজনেরা।

আসেন দেখি এইবার ৯৫% ভোট না দেয়া জনগণ কাদের গনধলাই দিচ্ছে।

১। গতকালকেই ঢাকা ভার্সিটির ছাত্রদলের দুইজন কক্টেল ফাটানর সময় গনধোলাই খেয়েছে। ছাত্রত শেষ।

২। এর আগে বুয়েটে কক্টেল ফাটাতে যেয়ে গনপিটুনি খেয়েছে কেন্দ্রিয় ছাত্রদলের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আর একজন ছাত্রদলের কর্মী।

৩। নারায়নগঞ্জে চরম গণপিটুনি খেয়েছে তিন ছাত্রশিবির। দেন পুলিশে দেয়া হয়েছিল।

৪। রাজশাহিতে গনপিটুনি খেয়েছে দুই ছাত্রশিবির। দেন যথারিতি পুলিশে।

৫। ৮ ই ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড়ে ককটেল বিষ্ফোরণ ঘটনোর সময় এক শিবির কর্মীকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা শিবির কর্মীদের বহনকারী মোটরসাইকেল ও পোস্টার জ্বালিয়ে দেয়।

৬। জানুয়ারির প্রথম দিকে চট্রগ্রামে ট্রাকে পেট্রল বোমা মারতে যেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে একজন শিবির।

৭। রাজশাহিতে ট্রাকে পেট্রল বোমা মারতে যেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে এক যুবদলের নেতা। এক সাঙ্গাত আহত।

৮। ঝালকাঠিতে বাসে পেট্রল বোমা মারতে যেয়ে আহত অবস্থায় পেট্রল বোমা সহ ধরা পড়েছে একজন জামাত। বাস খাদে।

৯। শিবির ও শিবিরের কর্মকাণ্ডে না জড়াতে অনুরোধ করায় ছোট ভাই মুনির হোসেনের (৩৪) বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তারই বড় ভাই আক্তার হোসেন (৩৬)। এতে মুনির হোসেনের শরীরের ২৫ শতাংশ ও তার স্ত্রীর দুই হাত পুড়ে যায়।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের জয়দেবপুরে এ ঘটনা ঘটে।

১০। বোমা বানাতে যেয়ে বোমা ফুটে অক্কা পেয়েছে নিউমার্কেট এলাকায় ছাত্রদলের এক কর্মী।

*** সব চেয়ে বড় কথা, বিএনপি নেতাদের বক্তব্য, সংলাপ হলেই বমাবাজি বন্ধ হবে।

চাইলে আরও যোগ করা যায়। টায়ার্ড হয়ে গেছি লিখতে লিখতে। এখন বিএনপি জামাতের সাপরটার গনের কাছে আমার প্রশ্ন, ৯৫% জনগন কেন ১০০% ক্ষেত্রেই বিএনপি-জামাত শিবির কে ধরে গনধোলাই দিচ্ছে???



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

সজল কির্ত্তনিয়া বলেছেন: সাবাস বাংলার পোলা। দারুন পোষ্ট ............

শুধু গনপিটুনি নয়, শুয়েরের বাচ্চা - রাজাকারের জারজ সন্তান বিএনপি কর্মীদের পকেটে পেট্রোল বোমা ঢুকিয়ে ক্রস ফায়ার করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.