নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার ভেতরে আছে সাহসী আগুন, চেতনায় টোকা দাও জাগাও ফাগুন

আমি আসলে খুবই অলস প্রকৃতির একজন মানুষ, কিন্ত মানুষকে সাহায্য করতে ভালবাসি ।

মোঃ আল জাহান

আমি স্বপ্ন দেখতে ভালবাসি

মোঃ আল জাহান › বিস্তারিত পোস্টঃ

মুখোশের আড়ালে হিংস্র মানুষগুলো ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে বিতর্কিত আদালতের রায় নিয়ে শুরু হয়েছে ভানুমতির খেল । আওয়ামীলীগ এবং এদেশের বামপন্থীরা বরাবরই ইসলামী দলগুলোকে সহ্য করতে পারে না । স্বাভাবিকভাবেই দেশের বৃহত্তম ইসলামী দল জামায়াতকে এরা সহ্য করবে না । তাই ৪০ বছরের পুরনো ঘটনাকে ভিত্তি করে এই দলের সব প্রথম সারির নেতাকে জেলে পুরে রাখা হয়েছে এবং নানান কায়দায় তাদের হত্যার পরিকল্পনা করা হচ্ছে । এদেশের তথাকতিত প্রগতিশীলরা যেভাবেই হোক তাদের বিরোধী মতকে শায়েস্তা করতে আওয়ামীলীগের কাধে ভর দিয়েছে । তাই তো তারা অন্ধ হয়ে যায় যখন আাদালত পাড়া থেকে একজন সাক্ষীকে গুম করা হয় । যখন বিরোধী দলকে রাস্তায় তো দুরের কথা নিজেদের কার্যালয়েই বসতে দেওয়া হয় না তখন এরা কোন অন্যায় দেখে না । যখন বিরোধী দলের নেতা কর্মীদের ধরে ধরে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন করা হয় তখন এরা মানবাদধিকার লঙ্গন দেখে না । আওয়ামীলীগ যখন লগি বৈঠার আন্দোলনের নামে বিরোধী দলের নেতাকর্মীকে রাস্তায় পিঠিয়ে হত্যা করে তখন এরা কোন দোষ দেখে না । যে ট্রাইব্যুনালকে এতদিন জামায়াত অবৈধ বলায় তারা জাময়াতের সমালোচনা করলো আজ তারাই আবার সেই ট্রাইব্যুনালের রায় মানে না । আইন প্রতিমন্ত্রী তো বলেই দিয়েছেন রায়ের আগে যদি শাহবাগের চলমান আন্দোলনের মত আন্দোলন হতো তাহলে নাকি রায় এরকম হত না । তার মানে কি এই নয় যে এই আদালত আইন বা যুক্তি নয় সরকার তথা কিছু মানুষের ইচ্ছায় চলে ।

সুতরাং যারা এই আদালতের পক্ষে কথা বলে তারা আদর্ষিকভাবে ইসলামী দলগুলোকে মোকাবেলা করতে ব্যার্থ হয়েই যেকোনভাবে চায় যে এদের হত্যা করা হোক । বস্তুত সব বামপন্থীদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক হিংস্র মানসিকতা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.