নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনালগ হিমু

এনালগ হিমু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের সোপানে অভিযাত্রী দল...

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৭

"ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরী" অদ্ভুত এক জায়গা। এর ভেতরে যারা সবসময় মাথা গুজে পড়ে থাকে, আমার কাছে তাদের কে অন্য গ্রহের প্রাণী মনে হয়। পুরো ভার্সিটি লাইফে সর্বসাকুল্যে একবার গিয়েছিলাম বইয়ের পাতায় মাথা গুজার উদ্দ্যেশ্যে.... কিন্তু সেই গ্রহে একঘন্টার বেশি স্থায়ী হতে পারি নি। তবে এটা সত্য আমাকে ও একসময় সেই গ্রহের প্রানীর খাতায় নাম লেখাতে হবে।
ক্যাম্পাস এর সেরা আড্ডাবাজ ছেলে টি ও একসময় জীবনের তাগিদ অনুভব করে.... খেয়ে না খেয়ে বিসিএস এর কিছু বই নিয়ে পড়ে থাকে লাইব্রেরী নামক ওই গ্রহে। ফেবু সেলিব্রেটি মেয়ে টি..... যে একসময় ব্রাউজিং এর ফাকে ফাকে একটু পড়াশোনা করে নিত, সে এখন পড়ার ফাকে ফাকে ফেবুতে একটু খানি ঢু মারে। আসল সত্যটা হল এই সব গ্রহ থেকেই একসময় আলোকময় নক্ষত্ররাজি প্রস্ফুটিত হয়, আর সেই প্রস্ফুটিত তীক্ষ্ণ আলো ছড়িয়ে পড়ে সর্বত্র। বৃথা যায় না দুটা সিংগারা খেয়ে দিন পার করে দেওয়া ছেলেটার পরিশ্রম অথবা বইয়ের উপর ঘুমিয়ে পড়ে দেখা স্বপ্ন টা।
সকল বিসিএস পরীক্ষার্থীর জন্য শুভ কামনা রইল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.