![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মাশরাফি ভাই,
আমি জানি আমার লেখাটি আপনার কাছে পৌছুবেনা । তারপর ও লিখছি…আমি ক্রিকেট খেলা কি বুঝতাম না, দারিদ্র্যের টানাপোড়নে শুধু মাত্র একটুকু সুখের আশায় বাবার সাথে সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলাম। কিন্তু ওই সীমান্ত পাড়ের হায়েনারা আমাকে নির্মমভাবে মেরে, আধমরা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। জানেন ভাই আমার তখন খুব পিপাসা লেগেছিল , আমি পানি পানি চিৎকার করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলাম। তবে আমি একটু ও দুঃখ পাইনি কারন আমার মত আমার প্রিয় মাতৃভুমি টি ও খুব পিপাসার্ত , পুরো দেশটির হাহাকার হয়তো আমার মত হতভাগা মেয়ের গলা দিয়ে বের হয়েছে।
কাল যখন আপনারা মাঠে নামবেন আমার হয়তো তখন সুযোগ হবে না গ্যালারি তে বসে আপনাদের উৎসাহ দেয়ার অথবা কোন সাদাকালো টিভি স্ক্রিনের সামনে হাত পা কুঁকড়ে বসে থাকার । তবে আমি অপেক্ষায় থাকব সেই কাংখিত জয় টির জন্য , যে জয় শুধু খেলার মাঠেই হবে না, সেই জয় হবে ভারতীয় দালাল দের আগ্রাসনের বিরুদ্ধে জয় , সে জয় হবে সীমান্তে প্রহরারত কিছু হায়েনাদের বিরুদ্ধে জয়, সে জয় হবে মওকা মওকা ওয়ালাদের মুখে চপেটাঘাত, সে জয় হবে কাঁটাতারে ঝুলন্ত একটি মেয়ের আর্তনাদের জবাব। আমি জানি আপনারা পারবেন , আপনাদের কে পারতেই হবে। কারন আপনারা শুধু এগারজন নন , আপনারা পুরো একটা দেশ, পুরো একটা জাতি, আর বাঙ্গালী জাতি কখনো হারতে জানে না।
ইতি
আপনার ছোটবোন কাঁটাতারে ঝুলন্ত ফেলানি
(ইহা একটি কাল্পনিক চিঠি)
২| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে আমি অপেক্ষায় থাকব সেই কাংখিত জয় টির জন্য , যে জয় শুধু খেলার মাঠেই হবে না, সেই জয় হবে ভারতীয় দালাল দের আগ্রাসনের বিরুদ্ধে জয় , সে জয় হবে সীমান্তে প্রহরারত কিছু হায়েনাদের বিরুদ্ধে জয়, সে জয় হবে মওকা মওকা ওয়ালাদের মুখে চপেটাঘাত, সে জয় হবে কাঁটাতারে ঝুলন্ত একটি মেয়ের আর্তনাদের জবাব। আমি জানি আপনারা পারবেন , আপনাদের কে পারতেই হবে। কারন আপনারা শুধু এগারজন নন , আপনারা পুরো একটা দেশ, পুরো একটা জাতি, আর বাঙ্গালী জাতি কখনো হারতে জানে না।
আহ! বোন ফেলানি!
লেখককে সালাম।+++++++++++++++
ব্যটে বলে উঠুক সেইরকম দেশপ্রেমের ঝড়।
৩| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
নিস্পাপ একজন বলেছেন: স্যালুট আপনাকে। আপনার লেখাটা যেন বাংলাদেশ টিমের সবাই পড়ে।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৬
এনালগ হিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া , আমরা শুধু এই একটা জয়ই চাই টাইগার দের কাছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
রেজওয়ান26 বলেছেন: ইতি
আপনার ছোটবোন কাঁটাতারে ঝুলন্ত ফেলানি
(ইহা একটি কাল্পনিক চিঠি)
- আশা করি আপনার ব্লগটি পড়ে ভারতের দালালরা বাংলাদেশের পক্ষে কথা বলা শিখবে । কারন আমরা সুষম বন্ধুত্ব চাই অসম নয়।