নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনালগ হিমু

এনালগ হিমু › বিস্তারিত পোস্টঃ

ভারতমাতা কি জয়

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪১

কালকের ক্রিকেটের সবচেয়ে কলংকিত ম্যাচ টি দেখার পর রাগে ক্ষোভে আপনার এয়ারটেল সিম টি ভেংগে ফেললেন , মেমোরি কার্ডের সমস্ত হিন্দি গানগুলো ডিলিট মারলেন , আর কোন হিন্দি সিরিয়াল দেখবেন না বলে প্রতিজ্ঞা করলেন , ভারতীয় পন্য বর্জনের সিদ্ধান্ত নিলেন , ভাবলেন ইন্ডিয়ার চৌদ্দগুষ্টি উদ্ধার হয়েগেছে … তাহলে আপনি অবচেতন আবেগের সাগরে হাবুডুবু খাচ্ছেন। আপনি হয়তো লক্ষ্যই করেন নি … যে ক্রিকেট নিয়ে আপনি এত মাতামাতি করছেন , সে ক্রিকেটের জার্সি টাতেই বড় করে সাহারা লেখা থাকে । কোন পন্য বর্জন করবেন আপনি? পা থেকে মাথা পর্যন্ত নিত্যনৈমত্তিক যা ব্যবহার করেন তার প্রায় সিংহভাগই ভারত থেকে আমদানী করা, ইন্ডিয়ান চ্যানেল গুলো ছাড়া স্যাটেলাইট জগত কল্পনা করা যায় না। আজকাল দেখা যাচ্ছে ভারতীয় মুভি ও আমদানী করা শুরু হয়েছে। আসলে আমাদের এ অঞ্চল টা ই ভারত অধ্যুষিত । আমরা ভারতের স্যাটেলাইট কান্ট্রি । তাই আমাদের চোখ বুঝে সব সহ্য করতে হবে। একাত্তরে আমরা নুন খেয়েছি সে গুন তো আমাদের গাইতেই হবে।

ভারত সীমান্তে পাখির মত মানুষ গুলি করে মারবে আমরা কিছু বলব না, কারন তারা আমাদের বন্ধু , বন্ধু বন্ধুর কল্যানে দুই একটা মানুষ মারতেই পারে। দাদবাবুরা কিছুদিন পর পর এসে আমাদের ঘুম পাড়িয়ে যাবেন , আর আমরা সে ঘুমের মধ্যে তিস্তা পানি বন্টনের স্বপ্ন দেখব।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১২

বিলোয় বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.