নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনালগ হিমু

এনালগ হিমু › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ ও একটি ন্যাক্কারজনক ঘটনা …

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১২

ঘটনা টি আমি সরাসরি দেখিনি , ভিডিও ফুটেজে যা দেখলাম গা শিউরে ঊঠার মত , এরা কি মানুষ না নরপশু ।
কেউ কেউ হিজাব এর কথা বলছেন , আবার পর্দার কথা ও উঠে আসছে … ভাবতে অবাক লাগে হিজাব না পড়লেই কি মেয়েদের রাস্তাঘাটে উলঙ্গ করে দিতে হবে … এ কোন সভ্য সমাজে এসে পড়েছি আমরা… যারা এ কাজ গুলো ঘটিয়েছে তাদের ও তো ঘরে বোন আছে , মা আছে …
এই ঘটনা নিয়ে আবার বিভিন্ন জনের প্রতিক্রিয়া বিভিন্ন রকম কিছু মিডিয়া ও ব্যাক্তিবর্গ আংগুল তোলছেন ঢাকা বিশববিদ্যালয়ের দিকে । যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঘটনা টি ঘটেছে সুতরাং ঢাকা বিশববিদ্যালয়ের ছাত্ররাই কাজ টি করেছে।
উনাদের বোঝা উচিৎ সারা বছর যেখানে নারী নিয়ে কিছু হয় না , সেখানে পহেলা বৈশাখের দিনে কি এমন হয়ে গেল যে ছাত্ররা এতটা নিচে নেমে গেল , আর পহেলা বৈশাখ এর মত দিন গুলোতে বহিরাগত মানুষের ই আনাগোনা বেশি থাকে ক্যাম্পাসে… সুতরাং কাজ টা যে কিছু বহিরাগত কিছু জারজদের দ্বারাই ঘটেছে এটা নিশ্চিত… পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন নন্দী যে সাহসিতকা দেখিয়েছে , সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় কেই সমুন্নত করে ।
এখানে একটা বিষয় উঠে আসছে সেটা হল পুলিশের নিষ্ক্রিয়তা ও প্রশাসনের অবহেলা … অভিজিৎ হত্যার সময় ও আমরা পুলিশ কে দর্শকের ভূমিকায় দেখেছি এবার ও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল … তাহলে এই সব গুরুত্বপূর্ণ পয়েন্ট এ পুলিশ দের রাখা হয়েছে কি জন্য?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪১

আবু জাকারিয়া বলেছেন: পুলিশ যেদেশে নিষ্ক্রয়, সেদেশে মানুষের নিরাপত্তা দেবে কারা? ঘৃনা জানাই এসব পুলিশ প্রশাসন ও সরকার ব্যাবস্থাকে।

২| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

অব্যক্ত স্লোগান বলেছেন: আসলেও আমাদের বলার মত আর কিছুই বাকি নেই। এখন সময় এসেছে কিছু করার।
ভাল লাগল।
দয়া করে লিঙ্ক টা পড়ে দেখবেন।
ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.