নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনালগ হিমু

এনালগ হিমু › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গাদের কেউ নেই

২০ শে মে, ২০১৫ সকাল ১০:৩১

মানুষের জীবন কতটা নির্মম হতে পারে তা হয়তো সমুদ্রে ভাসতে থাকা রোহিঙ্গাদের না দেখলে বোঝা যেত না। মায়ানমারে মুসলমান রোহিঙ্গাদের জন্মটাই হয়তো আজন্ম পাপ । নিজেদের দেশে ওরা পরবাসী ওদের নেই কোন ভিটে, মাটি , পরিচয়।
আল্লাহর জমিনে কোথাও ওদের জায়গা হয় না। মাঝ সমুদ্রে ধুকে ধুকে মরাটাই বোধহয় ওদের জন্য সবেচেয়ে উত্তম পন্থা। মিয়ানমারে বৌদ্ধ দের সীমাহীন অত্যাচারে ক্লিষ্ট হয়ে ওরা যখন বাংলাদেশে প্রবেশ করতে চায়, বাংলাদেশ ওদের তাড়িয়ে দেয়।
সীমান্তবর্তি দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড কোন দেশ ই ওদের নেওয়া তো দূরে থাক আশ্রয়ই দিতে চায় না।
একসময় ইহুদীদের অবস্থা ও ঠিক এইরকম ছিল , পৃথিবীর কোথাও ওদের বাসস্থান ছিল না। হিটলারের নাৎসি বাহিনীর অত্যাচারে বিলুপ্ত প্রায় ইহুদী জাতি আজ আরব জাতির বিষফোঁড়া । আর এটা সম্ভব হয়েছে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদে।
পৃথিবীতে মুসলিম দেশের সংখ্যা নেহাত কম নয় , অথচ ওদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কেউ নাই।
থাইল্যান্ড এর সাগরে রোহিঙ্গা মুসলিম রা যখন পানি না পেয়ে নিজের মূত্র খেয়ে পিপাসা নিবারন করে , মধ্যপ্রাচ্যের এর শেখ রা তখন আলিসান প্রাসাদে বসে শূরা পান করে।
পাকিস্তানের এক মালালা কে নিয়ে পশ্চিমারা হইচই ফেলে দিয়েছিল , অথচ এইসব মৃত্যু পথযাত্রী রোহিঙ্গাদের জন্য কারো কোন মাথা ব্যাথা নেই। লাথি মারি এইসব মানবতাবাদী মুখোশধারীদের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.