![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিলয় নীল নামে একজন ব্লগার নিহত হয়েছেন। নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় এই ব্লগার কে। ভাবলাম নিহত এই ব্লগারের টাইমলাইন টা একটু ঘুরে আসি। অনেক কষ্ট করে উনার শুভানুধ্যায়ী দের পোস্ট কে অতিক্রম উনার লিখা কিছু পোস্ট পরলাম। মাত্র ৩ ঘন্টা আগে ও উনি একটি পোস্ট করেছিলেন।
উনার দুইটা পোস্ট এর হুবহু উদ্ধৃতি দিচ্ছি আমি।
১:-এক ধর্ম থেকে আরেক ধর্মে বাধ্য হয়ে
যাওয়া এক কথা কিন্তু যারা নিজের
ইচ্ছায় যায় তাদেরকে আমার মারাত্মক
সুবিধাবাদী মনে হয়। তাই অন্য ধর্ম
থেকে ইসলামে আসা বা ইসলাম থেকে
অন্য ধর্মে যাওয়া আমার কাছে কোন অর্থ
বহন না করলেও ব্যপক বিনোদন দান করে।
বিনোদনটা সবার সাথে শেয়ার করা
উচিৎ বলেই মনে করলাম।
২ঃ- আল্লাহ যেহেতু নিরাকার সেহেতু নিরাকার আল্লাহ র ঘর ই বা কেন প্রয়োজন। https://m.facebook.com/story.php…
আপ্নি যুক্তিবাদী হোন আমার কোন আপত্তি নাই। কিন্তু যুক্তিবাদী হলেই যে আপ্নাকে ইসলামের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে এমন টা তো নয়।
পরিশেষে বলতে চাই যেসব উগ্রপন্থী রা এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক। কারন ইসলাম কখনো বিচারবহির্ভুত হাত্যাকান্ড সমর্থন করে না।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭
আলী আকবার লিটন বলেছেন: আল্লাহ ও তার একমাত্র দীন ইসলামকে কটাক্ষ করে উনিও ফেমাস হতে চেয়েছিলেন... অতঃপর...