নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিটলা ইস ব্যাক!!!!

খবরদার!!! কোন প্রকার জামাতি ছাগু এই ব্লগে আসবি না।

পাঠক০০৭

মানুষ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিস বেশি পড়ে। তাই আমার ব্লগে আপনি এসেছেন।

পাঠক০০৭ › বিস্তারিত পোস্টঃ

টিএসসিতে নামাজ পড়ার অযৌক্তিক দাবি।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫১

নিচের লেখাটি আমার ফেসবুক বন্ধু জাহিদুর রহমানের। টিএসসিতে নামাজ পড়া নিয়ে একটি ঘটনা ঘটেছে, তাঁর প্রেক্ষিতে তিনি এটা লিখেছেন। আমি তার বক্তব্যের সাথে একমত। তাই তাঁর লেখাটাই আমার নিজের মতামত বলে চালিয়ে দিচ্ছি।

টিএসসি নামাজ, পূজা কিংবা অন্য কোন ধর্মীয় চর্চার জায়গা না। কেউ যদি যেখানে সেখানে নামাজে দাঁড়িয়ে যায়, সেটি একান্তই তার ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ছেলে মেয়ে কারোর জন্যই এখানে নামাজের স্থান নির্ধারণ করে দেয়া উচিত না। যদি ছেলেদের নামাজের ব্যবস্থা থাকে তাহলে আপনি কোন যুক্তিতেই মেয়েদের নামাজ পড়ায় বাধা দিতে পারেন না। শুধুমাত্র আশপাশে মসজিদ না থাকলেই টিএসসিতে ব্যবস্থা করার কথা বিবেচনা করা যেত। অথচ টিএসসির একদম পাশেই মসজিদ। সেখানে মেয়েদের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা নির্ধারণ করে দিন।

বিড়াল বাসর ঘরেই মারতে হয়। মেরুদণ্ড সোজা করে এখনি সিদ্ধান্ত নিন। জামাত শিবির টিএসসিতে নামাজ পড়ার জায়গা চায় না, রাজনীতি করার জায়গা চায়। আমরা সারা জীবন বিচ্ছিন্নভাবে টিএসসির ভিতরে কাউকে কাউকে নামাজ পড়তে দেখেছি, এতদিন তো এসব নিয়ে কোন বিতর্ক হয়নি। এখন কেন হয় বুঝেন না? ফিডার খান? সংস্কৃতি চর্চার কেন্দ্রে সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে বলেই আজকে মৌলবাদীরা এরকম দাবি করতে পারছে। কোন সুস্থ চিন্তা ভাবনার মুসুল্লি পাশে মসজিদ থাকার পরও গান বাজনা কবিতা আবৃত্তির মধ্যে নামাজ পড়তে চাইতে পারে?

জামাত শিবির নিপাত যাক।

মন্তব্য ৫১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০৪

নিমো বলেছেন: এসব লেখবেন না। ব্লগের ধর্মের প্রবর্তকদের চেয়েও বেশি জ্ঞানধারীরা রাগ করবে।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৭

পাঠক০০৭ বলেছেন: কেন ব্লগ আছে কি ফালানোর জন্য? এই সব তো ব্লগেই আলোচনা হবে। সকল নোংরামী বিরুদ্ধে।
ধর্ম অর্ধম কোন বিষয় না। এই সব জামাত শিবিরের পরিকল্পনা।

২| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৪

সাসুম বলেছেন: ব্লগের রেসিডেন্ট ধর্মকারী এবং হাফপেন্ট মওলানা রা আইলো ফতোয়া লইয়া!

কোমরের ন্যাড় টাইট কইরা বান্ধেন! আজ আপনার একদিন কি তাগো একদিন!!

সাহস কত টিএসসি গানবাজনা এলাকায় শয়তান দূর করে আল্লাহর আলো জ্বালানোর জন্য নামাজ কালাম পড়া নিয়ে কেচাল করতাছেন!!!!!

ইস্লাম্ফোব চারদিকে

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১১

পাঠক০০৭ বলেছেন: আয়হায়! কন কি!! ধর্ম নিয়া কত লজিক্যাল লেখা আসত আগে এক সময়, মানুষ শিখছে পড়ছে। এখন কি শুধুই ওয়াজী কাঠমোল্লা?

৩| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২০

গরল বলেছেন: কয়দিন পর সিনেমা হল, বার, ডিসকো এসব যায়গাতেও নামাজের যায়গা দরকার হবে।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৩

পাঠক০০৭ বলেছেন: মিছা কন নাই ব্রো! এইটাই দেখনের বাকি। জানেন তো দেশের বারগুলো জুম্মার দিনে বন্ধ থাকে, তয় পার্সেল দিতো আগে। আমার বাসার সামনের একটা বিখ্যাত বার ছিলো। এখনও দেশে আছে মনে হয়। সেইখানে দেখতাম জুম্মার দিনে বন্ধ, তয় পার্সেল চালু আছে।

৪| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৪

আরইউ বলেছেন:


ঢাকা শহরে মসজিদের অভাব পড়েছে নাকি! লোক দেখানো নামাজী আর বল ধার্মিকে চারিদিক সয়লাব। আফসোস!!

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৪

পাঠক০০৭ বলেছেন: মনের কথাই বললেন, এটা রাজনৈতিক ধর্মের না।

আমি জামাতি মাদারচ*** চিনি। এইগুলো ছাগীদের কাম।

৫| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৫

আরইউ বলেছেন: * বক ধার্মিকে

৬| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

দেশে সবসময় মানুষ থেকে মসজিদ বেশি ছিলো ; টি.এস.সিতে বাইতুল মোকারম ২ নির্মান করতে হবে দেখছি।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৫

পাঠক০০৭ বলেছেন: হ, সেটাই অখন দাবি।

৭| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৬

জ্যাকেল বলেছেন: ওকে, ব্লগের নাস্তিকদের জন্য বচসার একটা ভাল জায়গা হইল। তবে যতই নিজের/ধর্মের সুবিধা হউক না কেন- সততার সহিত পথ চলাই আসল ধর্ম।

টিএসসি'তে ধর্ম নিয়ে যারা বারাবাড়ি করতেছে তাদের কথা/দাবি প্রশ্র‍য় দেওয়া হবে মারাত্মক ভুল কাজ। কারণ ধর্ম/সালাত চর্চার জায়গা মসজিদে/বাড়িতেই সীমাবদ্ধ। এ ছাড়া কেহ সালাত আদায় করতে চাইলে ঘাসে যদি নামাজ পড়ে তবে তাও পবিত্র। অযথা এ নিয়ে বাড়াবাড়ি করা মোটেও শান্তির ধর্ম ইসলামের হইতে পারে না।
ধিকঃ ধর্ম নিয়ে রাজনীতি করে ঐসব ফাসাদ সৃষ্টিকারীদের।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৬

পাঠক০০৭ বলেছেন: এটার বিরোধীতা করলেই সবাই নাস্তিক? বাংলাদেশী বকধার্মিকদের নিয়ে কথা বললেই সেইটা নাস্তিকগিরি?
আপনেও তো বিরোধীতা করলেন। আলাপ করলেন - তাইলে কি আপনেও নাস্তিক?

নাস্তিক হইলে কি ভালোমন্দ নিয়া কথা কইতে পারবো না? সৎ সাহস থাকলে জবাব দিয়েন। নইলে অফ যান।

৮| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩০

নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন: ওকে, ব্লগের নাস্তিকদের জন্য বচসার একটা ভাল জায়গা হইল।
ধর্মের প্রবর্তকদের চেয়েও বেশি জ্ঞানধারীর মতই মন্তব্যটা করেছেন। আপনাদের মত ভেকধারীদের মতের বাইরে হলেই, নাস্তিক তাই না। ধর্মটাকি আপনার বাপের সম্পত্তি ?

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৬

পাঠক০০৭ বলেছেন: কিছু কিছু মানুষ আছে, ধর্ম তাদের বাপ দাদা চৌদ্দ পুরুষের সম্পত্তি। ইচ্ছা মত ফতোয়া দিয়া এরা শান্তি পায় না, নিজের দুর্বলতা ঢাকে।

৯| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জানোয়ারগুলোকে শক্ত হাতে দমন করতে হবে।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৭

পাঠক০০৭ বলেছেন: এই ধরনের দাবি অনৈতিক। যদি টিএসসিতে পূজা করতেও চায়, তার জন্যই একই কথা।

১০| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০২

নিমো বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জানোয়ারগুলোকে শক্ত হাতে দমন করতে হবে।
আগে ব্লগেরগুলোকে করতে হবে। কিছু হলেই নাস্তিক বলে দেয়াটা একটা ফাজলামি হয়ে গেছে। ভাবটা এমন যেন হিদায়াত প্রাপ্তি সুনিশ্চিত। স্বয়ং ধর্মের প্রবর্তকও তার প্রতিকূল পরিবেশে ধর্ম প্রচারে যা করে নি, তাও এরা করে, সেটা ধর্মের নামে চালিয়ে দেবে।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৭

পাঠক০০৭ বলেছেন: ঐ মন্তব্য রিপোর্ট করব। আগে দেখি হে কি জবাব দেয়।

১১| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২১

ঘুম ঘুম চোখে বলেছেন: মূল ঘটনা কি?

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৮

পাঠক০০৭ বলেছেন: তেমন কিছু না, ছাগুদের দৌরাত্ব বেড়েছে। মুসলিম ভে্ক ধরে কাহিনী করতে আসছে।

১২| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৪

সোবুজ বলেছেন: নামাজের উত্তম যায়গা।কি সুন্দর শান্ত পরিবেশ।বেহেস্তি বেহেস্তি ভাব আছে।আমি বলছি ৬০ টের দশকের কথা।এখন কেমন জানি না।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৭

পাঠক০০৭ বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৬

নূর আলম হিরণ বলেছেন: এগুলো সুদূরপ্রসারী চিন্তাভাবনা। সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যই এইসব আজগুবি আবদার।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৬

পাঠক০০৭ বলেছেন: আমিও তাই মনে করি। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ।
এই কথা বলছি দেখে ছাগলরা বলবে - আমরা ধর্মের বিপক্ষে কথা বলছি, আমরা ইসলামের বিরোধীতা করছি।

ভার্জিনিয়ার স্টেটে প্রচুর বাঙালি আছে। আমি এতদিন বাঙালিদের এড়িয়ে চলেছি। এদের স্বার্থপর চিন্তা ভাবনার কারনে। আমার আশেপাশে প্রায় সবাই অন্য ধর্মের, কেউ আবার ধর্ম টর্ম মানে না। যে যার মত কাজ করে যাচ্ছে। ইন্টারেস্টিং পার্ট ইজ আমি যার রুমে নামাজ পড়ি সে নাস্তিক। অথচ আমার নামাজের সময় হইলে সে বাইরে চলে যায়। আমার ডিউটি সুবিধামত দেয় যেন ইফতার করতে পারি। ইফতারে আমার জন্য প্রায় হালাল খাবার অর্ডার করে।

আমি মাঝে মাঝে ধর্ম নিয়ে আলোচনা করি, সেও শুনে, আগ্রহী হয়ে বিভিন্ন জিনিস পড়তে চায়। আমাকে কঠিন কঠিন প্রশ্ন করে। আমি সব তো সব জানি না। জুডি কখনও আমাকে অপমান করে নাই। বরং আমাকো সে পড়তে সাহায্য করে।

আপনি এই কথা ব্লগে কন - দেখবেন আমগো ব্লগের হুজুররা কি বলে? তারা প্রশ্ন করবে - নাস্তিকের দেয়া খাবার খাওয়া জায়েজ কি না। এই কারনে আমি এই সব মাদারিদের ঘৃনা করি।

১৪| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৩:১৫

শার্দূল ২২ বলেছেন: প্রার্থনা মানে নামাজ মানে এবাদত মানে আল্লাহর কাছে চাওয়া, এমন করে চাওয়া যেমন করে বড় লোকের কাছে ভিক্ষুক খাওয়া চায় টাকা চায়। কেমন করে ভিক্ষুক চায়? একদম মোমের মত গলে, একদিকে ঘাড় মাথা কোমর বাকা করে মুখে টেনে টুনে মায়া লাগিয়ে অনেকটা আস্তে ফিশ ফিস করে যেন কেউ শুনতে না পায় যেন অন্যরা শুনে তারা ভাগ বসাতে না আসে। অথবা জোরে বললে বড় লোকটি বিরক্ত হবে ইত্যাদি ইত্যাদি কে মাথায় রেখে সুন্দর মনরম শান্ত পরিস্কার এবং একাকি জায়গা বেছে নিতে হয় পার্থনার জন্য। এখন যদি এই পার্থনা কেউ হাটে বাজারে রাস্তা ঘাটে টাইম স্কয়ারে করতে বসে সে কি আল্লাহর সাথে কানেক্ট করতে পারবে মেন্টালি এ্যান্ড হার্টলি কানেক্ট করা মানে হৃদয় দিয়ে অনুভব করতে পারবে? করতে হলে লাগবে সেই অন্য রকম জায়গা পরিবেশ। পার্থনা ফাজলামি না।

আপনারা যারা যখন তখন যেখানে সেখানে নামাজে দাড়িয়ে ভিডিও ক্যামরা হেনতেন ঝাকালাললাহ খায়ের মারহাবা মাহবুবা করেন আপনাদের কাছে কি ধর্মটা এত ফালতু হয়ে গেলো? যারা পিছ ঢালাই রাস্তায় সেজদা দিয়ে ডিজিটাল কপালে দাগ করে আখেরাতে কপালে লাইট জালিয়ে বিদ্যুৎ বাচাবেন তাদের বলি আললাহ আমাদের সব বুঝতে পারেন শুনতে পারেন আমরা না প্রকাশ করলেও এটা আল্লাহ অনেকবার সতর্ক করেছেন আল- কোরআনে।

ধর্ম নিয়ে ভন্ডামি আল্লাহ একদম সহ্য করবেনা।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৭

পাঠক০০৭ বলেছেন: মনের কথা কইছেন ভাই,

১৫| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৪

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন: এটার বিরোধীতা করলেই সবাই নাস্তিক? বাংলাদেশী বকধার্মিকদের নিয়ে কথা বললেই সেইটা নাস্তিকগিরি?
আপনেও তো বিরোধীতা করলেন। আলাপ করলেন - তাইলে কি আপনেও নাস্তিক?


ওকে, আপনে নিজেই দেখলেন আমি ঐসকল ধর্ম ব্যবসায়ীদের বিরোধিতা করতেছি। তারপরেও আপনে আমারে নেগেটিভ সাইড থেকে দেখতে চাইতেছেন। হুয়াই?

নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন: ওকে, ব্লগের নাস্তিকদের জন্য বচসার একটা ভাল জায়গা হইল।
ধর্মের প্রবর্তকদের চেয়েও বেশি জ্ঞানধারীর মতই মন্তব্যটা করেছেন। আপনাদের মত ভেকধারীদের মতের বাইরে হলেই, নাস্তিক তাই না। ধর্মটাকি আপনার বাপের সম্পত্তি ?


আপনার তো দেখি ল তে লংকায় যাইবার খুব চমেৎকার অভ্যেস আছে। হাহঃ

সম্ভবত নিজেকে নাস্তিক হিসাবে উপস্থাপন করিলে দুনিয়াবি ফায়দা হয় তাই ফাউ প্রতিক্রিয়া দেখাতে মজা পাইতেছেন।

@আপামর ব্লগারগণের সমীপেঃ
উপরে আমি ব্লগের নাস্তিক বলতে এমন সকল লোকদের বুঝাইতেছিলাম, যাহারা নাস্তিকতার ভেক ধরিয়া আমাদের সরলমনা মুসলিম মনে আঘাত হানতে সদা প্রস্তুত থাকেন। উহারা আসলে নাস্তিক নহেন, ইউরোপের টিকিট পাইবার আশায় নিজ আত্মা বিক্র‍য় করতে এক প্রকার সেলসম্যান এর মত নিজদিগকে জাহির করতে আছেন। অবশ্য ঠাকুর ঘরে যে থাকে সে কলা খায় কি-না জানেনই তো?

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০২

পাঠক০০৭ বলেছেন: আপনার যুক্তি কুরুচিপূর্ন এবং আপত্তিকর। ধর্মব্যবসায়ীদের বিরোধীতার করলে প্রতিবাদের ভাষা আরো স্পষ্ট হওয়া উচিত।

১৬| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩

বিটপি বলেছেন: টি এস সি তে তো আমি নিজেও নামাজ পড়েছি। মেয়েদের জন্যও সেখানে দোতলায় নামাজ পড়ার জায়গা আছে। ক্যাচাল লাগল কি নিয়া যে কেউ কেউ অতি উৎসাহ নিয়া টিএসসিকে ক্লাব বার বা সিনেমা হলের পর্যায়ে নিয়া গেছে?

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৭

পাঠক০০৭ বলেছেন: উলুলু উললু লু.।.।

১৭| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩

নীল আকাশ বলেছেন: নামাজ কি শুধু জামাত শিবিরের লোকজন পড়ে? আমি তো জানি এটা সকল মুসলিমের জন্য ফরজ।
এইসব নতুন থিওরি কবে থেকে তৈরি হল? কেউ নামাজ পড়লেই জামার শিবির হয়ে যাবে? আর কতদিন এইসব জুজুর ভয় দেখাবেন মানুষজনকে?

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৭

পাঠক০০৭ বলেছেন: জুজুর ভয় দেখাচ্ছি না। জুজু তো জামাত শিবির নিজেরাই। তারাই ধর্ম ব্যবসা করে ধর্মকে বিতর্কিত করেছে। ধর্মের নামে মানুষকে অন্যায় কাজে ঠেলে দিচ্ছে। জামাত শিবিরের সমস্যা হচ্ছে তারা নিজেদেরকে অনেক চালাক মনে করে কিন্তু তাদের গায়ে একটা গন্ধ আছে সেটা তারা লুকাতে পারে না। ১৬ এবং ১৭ নাম্বার মন্তব্যের আশেপাশে কেমন যেন গন্ধ পাচ্ছি। আপনি কি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন?

১৮| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৪

আমি ব্লগার হইছি! বলেছেন: পাশে মসজিদ থাকতে ঐখানে আবার নামাজের যায়গা লাগবে কেন? ঝামেলা ও অশান্তি সৃষ্টি করার জন্যে এইসব অযৌক্তিক আব্দার।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৪

পাঠক০০৭ বলেছেন: ঝামেলা ও অশান্তি সৃষ্টি করার জন্যে এইসব অযৌক্তিক আব্দার। - ঠিক কইছেন।

১৯| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৪

পাঠক০০৭ বলেছেন: এই হাদীসই তো কেউ মানে না!!

২০| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
নামাজ কি শুধু জামাত শিবিরের লোকজন পড়ে?
না। নামাজ কমবেশি সবাই পড়ে।
কিন্তু জামাত শিবির ও পলিটিকাল ইসলামিষ্টরা যায়গা বে-যাগায় নামাজ পড়ার নামে 'নামাজ শো' করে।
লোক দেখানো এবাদত দানখয়রাত ইসলামে এলাও করে না। পাপ হিসেবে দেখা হয়। এই পাপের নাম রিয়া।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২০

পাঠক০০৭ বলেছেন: ঠিক ঠিক ঠিক। শালাদের চরিত্রই এমন।

২১| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: এত এত ধার্মিক, এত এত মসজিদ তবু কেন ধর্ষন, চুরী, ছিনতাই, দূর্নীতি বন্ধ হচ্ছে না। তার মানে ধর্ম এবং মসজিদ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখতে পারছে না।
ঢাকা শহরে মসজিদ বেশী হয়ে গেছে। মসজিদ কমাতে হবে।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৩

পাঠক০০৭ বলেছেন: বেশি মসজিদ কেয়ামতের লক্ষনও বলে শুনেছি।

ঢাকা শহরে মসজিদ বেশী হয়ে গেছে। মসজিদ কমাতে হবে।
রাজীব ভাই কানে কানে বলি - ইদানিং কি আপনার পশ্চাৎদেশ দিয়ে মলের পরিবর্তে মগজ বের হয়ে যাচ্ছে?

গাজী সাবরে দেখান। উনি ডাক্তার হিসাবে ভালো।

২২| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৩

রানার ব্লগ বলেছেন: নামাজ পড়ার জন্য আলাদা জায়গা লাগে নাকি?? এই সবই ধান্ধাবাজি চিন্তা ভাবনা । জামাত শিবিরের পোলাপাইন ধইরা বুড়িগঙ্গার পানিতে ২০ ঘন্টা চুবান দেখবেন সব ধান্ধাবাজি খতম ।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৬

পাঠক০০৭ বলেছেন: ভালো কথা কইছেন। বুড়িগঙ্গার পানি কি এখনও আগের মত আছে নাকি?

২৩| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ১০ নাম্বার মন্তব্যের রিপ্লাই কী দিলেন? বুঝতে পারছি না।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৫

পাঠক০০৭ বলেছেন: বুঝনের দরকার নাই। যে বুঝার সে বুইজা জবাব দিয়া গেছে।

২৪| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৪

মিঃ আতিক বলেছেন: জামাত শিবিরের রাজনীতি সরকারের বন্ধ করা উচিৎ, তবে টিএসসিতে নামাজের সু ব্যবস্থা করলে,মেয়েদের হিজাব পড়ার অধিকার দিলে সুস্থ ধারার চিন্তার কোন মানুষের অসুবিধা হওয়ার কথা না।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৯

পাঠক০০৭ বলেছেন: নামাজ পড়তে তো সমস্য কখনই ছিলো না।
যার যখন মন চাইছে সে তখন নামাজ পড়ছে। হিজাব নিয়াও সমস্যা নাই। এই সব নিয়া ক্যাচাল নাই। ক্যাচাল হইলো ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেয়া। আর জামাতিরাই এই সব করে।

২৫| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টটি স্টিকি করা যেতে পারে।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩১

পাঠক০০৭ বলেছেন: ধন্যবাদ। তবে না করলেই ভালো। সব সময় সময় পাই না ।

২৬| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪১

নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন: আপনার তো দেখি ল তে লংকায় যাইবার খুব চমেৎকার অভ্যেস আছে। হাহঃ
হা হা হা! ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল / ত্রিশ দিনের পথ মর্দ এক মাসে গেল। লাখে লাখে সৈন্য মরে হাজার হাজার / শুমার করিয়া দেখি সত্তর হাজার। লেগে থাকলে আপনার হবে।

জ্যাকেল বলেছেন:সম্ভবত নিজেকে নাস্তিক হিসাবে উপস্থাপন করিলে দুনিয়াবি ফায়দা হয় তাই ফাউ প্রতিক্রিয়া দেখাতে মজা পাইতেছেন।
এসব আরোপের কূটকৌশল শাহবাগ আন্দোলনের পর আর কাজ করে না। আফসোস!

জ্যাকেল বলেছেন:@আপামর ব্লগারগণের সমীপেঃ
উপরে আমি ব্লগের নাস্তিক বলতে এমন সকল লোকদের বুঝাইতেছিলাম, যাহারা নাস্তিকতার ভেক ধরিয়া আমাদের সরলমনা মুসলিম মনে আঘাত হানতে সদা প্রস্তুত থাকেন। উহারা আসলে নাস্তিক নহেন, ইউরোপের টিকিট পাইবার আশায় নিজ আত্মা বিক্র‍য় করতে এক প্রকার সেলসম্যান এর মত নিজদিগকে জাহির করতে আছেন। অবশ্য ঠাকুর ঘরে যে থাকে সে কলা খায় কি-না জানেনই তো?

এসব আরোপের কূটকৌশল শাহবাগ আন্দোলনের পর আর কাজ করে না। আফসোস! অবশ্য জানোয়ারের ব্লগ নিক আপনাদের পরিচয়টা সুস্পষ্ট করে। পরিশেষে আপনার জন্য নিবেদন।

উদলা চুলে রইদ তারে কয় জ্বর
ঘরের কথা বাইরে নেয় তারে কয় পর।
পরে আপনে বুঝে যে তারে কয় সাউদ
দুই আখে খাজুয়ায় যে তারে কয় দাউদ।
খাইলে পরাণ বাঁচে তারে কয় খানা।
দোষী বাদী বান্দি নেয় তারে কয় থানা।
পোড়া মাটির বাসন ভাংলে আর জোড়া লাগে না।
ভাংগা নাও পানিতে ডুবলে মুদ্দতো ভাসে না।
বাসন ভাংগে, নাও ডুবে কড়িদি ইতা মিলে
মন মিলে না কুনু মন্তে একবার ভাঙিলে।
নরম নরম তিন নরম বড় মাছর পেটি।
তার চেয়ে অধিক নরম মানুষের মন
ভাঙি গেলে জোড়া না লয় থাকিতে জীবন।

ভালো থাকুন।

২৭| ১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩২

জে.এস. সাব্বির বলেছেন: ব্লগ কি আলোচনার জায়গা নাকি ছ্যাবলামো করার?? কমেন্টে কি আলোচনা হচ্ছে নাকি ছ্যাবলামো??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.