![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাধ্যমিকের গণ্ডি কোনও রকমে পেরিয়ে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ছি। ছুটো গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে ভালোবাসি। 'ইচ্ছেপুরণ ফাউন্ডেশন' এর প্রেসিডেন্ট হিসেবে আছি বর্তমানে।উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ছি। ছুটো গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে ভালোবাসি। 'ইচ্ছেপুরণ ফাউন্ডেশন' এর প্রেসিডেন্ট হিসেবে আছি বর্তমানে।
দেশ জ্বলছে; মানুষ পুড়ছে। আগুনে ঝলসে যাওয়া শরীর নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাচ্ছে নিরীহ মানুষরা। নিত্যদিন হাড়ভাঙা শ্রমের বিনিময়ে যারা রোজগার করে সংসার চালায় তাদের পেটে ভাত নেই। স্বপ্ন নিয়ে রবিশস্য ফলানো কৃষক মাথায় হাত দিয়ে বসে পড়েছে। এবার শ্রীলংকায় চাল রফতানি করা হয়েছে, অথচ টানা অবরোধের কারণে কাজ না থাকায় অনেক পরিবহন শ্রমিকের ঘরে চাল নেই। পেট্রোলবোমায় দগ্ধ হওয়ার পাশাপাশি অশান্তির আগুনে পুড়ছে মানুষের মন। এ ক’দিনে শিশু-নারীসহ ৪২ জন মানুষ প্রাণ হারিয়েছে। ৯শ’ বাস-ট্রাকে অগ্নিসংযোগ আর ভাঙচুর হয়েছে। টাকার হিসেবে ক্ষতি ব্যাপক। ১৪ লাখএস এস সি পরীক্ষার্থীর শিক্ষা জীবন শঙ্কায়। কলকাতার কবি সুভাষ মুখোপাধ্যায় কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে লিখেছিলেন, ‘যুদ্ধ মানে যুদ্ধ যুদ্ধ খেলা/ যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা’। দেশে দুদলের মুখোমুখি অবস্থান এই পঙক্তির যেন বাস্তব রুপায়ন। দেশে একের পর এক যেসব ঘটনা ঘটছে তাতে নিঃসন্দেহে বলা যায় যে, আমরা বড় ধরনের একটা দুর্যোগের দিকে এগুচ্ছি। যাকে সোশ্যাল ডিজঅরগানাইজেশন ডিউ টু পলিটিক্যাল ফ্রিকশন বলা যায়। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতার কারণে বড় ধরনের সামাজিক অরাজকতা তৈরি হওয়া।এই রাজনৈতিক সংকটের সুযোগ নিতে পারে সন্ত্রাসী গোষ্ঠী।এরপরও বরফ গলছে না দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির। এত কিছুর পরও নিজ অবস্থান থেকে একচুলও নড়ছে না কেউ।কিন্তু শুধুমাত্র রাজনৈতিক সমঝোতাতেই এ পরিস্থিতির শেষ হতে পারে বলে আমরা মনে করি। এ সংকট সমাধান প্রশাসনিকভাবে হবে না। করতে হবে রাজনৈতিকভাবে। অবশ্যই ছাড় ও সমঝোতা করতে হবে। আমরা মনে করি সরকারই সবচেয়ে বড় ভুমিকা নিতে পারে বর্তমান সংকট উত্তরণ করতে। কারণ সরকারের আছে ক্ষমতা। ক্ষমতার সঙ্গে সদিচ্ছা যোগ করলেই সংকট সমাধান অনেকটাই সম্ভবপর। সেইসাথে বি এন পি কেও সহিংসতা এড়িয়ে যেতে হবে। বি এন পি সহ সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে বেছে নিতে হবে হরতাল, অবরোধের বিকল্প অহিংস আন্দোলনের পথ। আমরা অবিলম্বে এই সংকট থেকে উত্তরণের যে কোনও শান্তিপূর্ণ পথ খুঁজতে সরকার ও বিরোধী দলকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছি।একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল এবং কোনও অবস্থাতেই মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে হবে।
-আরজু আহমাদ
প্রেসিডেন্ট
ইচ্ছেপুরণ ফাউন্ডেশন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
আরজু আহমাদ বলেছেন: tank you
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
ওকে
স্বাগতম