![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাধ্যমিকের গণ্ডি কোনও রকমে পেরিয়ে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ছি। ছুটো গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে ভালোবাসি। 'ইচ্ছেপুরণ ফাউন্ডেশন' এর প্রেসিডেন্ট হিসেবে আছি বর্তমানে।উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ছি। ছুটো গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে ভালোবাসি। 'ইচ্ছেপুরণ ফাউন্ডেশন' এর প্রেসিডেন্ট হিসেবে আছি বর্তমানে।
আমি ক্রনিক লিভার ডিজিজে ভুগছি অনেকদিন ধরে। ক্রমেই জীবন বিষময় লাগছিল। কেনও জানি আনন্দ জীবন থেকে হারিয়ে গেছে।বেঁচে থাকবার আগ্রহ হারিয়ে ফেলছিলাম, ক্রমে ক্রমে মৃত্যুর জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করছিলাম। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে একজন মানুষ বেঁচে থাকার আগ্রহ পায় তখনই যখন তার জীবন অর্থপূর্ণ (meaningful life) হয়। জীবনে আনন্দ ও সন্তুষ্টি থাকলে এমনিতেই বেঁচে থাকার প্রেরণা জন্মে। যারা নিজেদের জীবন নিয়ে হতাশা ও অবসাদে ভোগেন তারাই বেঁচে থাকার প্রেরণা হারিয়ে ফেলেন। আর তখন তারা নিজের জীবন নিয়ে আত্মঘাতী কার্যকলাপ করতে তৎপর হয়ে ওঠেন।তাই সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হলে জীবনটাকে অর্থবহ করে তোলাটা জরুরী। আমি অবশ্য আত্মঘাতী কোনও সিদ্ধান্ত গ্রহণ করি নি, সে অবশ্য ধর্মের জন্যই। ধৈর্য ধরেছি, কিন্তু মৃত্যুর প্রস্তুতিও নিয়েছি, ক্রমে ক্রমে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলছিলাম। এ মুহূর্তে আমার প্রেরণা দরকার ছিল, বেঁচে থকবার প্রেরণা। যেটা নিজের অজান্তেই Kazi Shahid Shawkat স্যার জুগিয়েছিলেন , তিনি আমাকে বলেছিলেন, " আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে দেশের জন্য। কারণ আমি মারা গেলে ক্ষতিটা হবে এ জাতির, এ দেশ হারাবে তার ভবিষ্যত কাণ্ডারিকে।" স্যার হয়ত একটু বেশি বলেছিলেন, কিন্তু এ বেশি বলা আমার বেঁচে থাকার ভিত রচনা করেছে, প্রেরণা জুগিয়েছে। বেঁচে থাকার প্রত্যাশা আরও ঘনীভূত হয়েছে Himon Thakur, Jadidul Islam Rishad এই দুই বন্ধুর ভালোবাসায়। সেদিন যখন রিশাদকে বলেছিলাম ডাক্তার বলেছেন ," আমি আর বেশিদিন বাঁচব না।" তখন ওর বিমর্ষ মুখের চেয়ে থাকা আমাকে আবার চিৎকার করে বলেছিল , "তোমাকে বাঁচতে হবে।"
পান্থ আজাদ আমার বেঁচে থাকবার প্রেরণার আরও এক মজবুত ভিতের নাম। ওর কাছে লিখা আমার প্রত্যেকটা চিঠি, প্রত্যেকটা ম্যাসেজ কিংবা ওর এই আমার জীবনে বন্ধুত্বের মালা নিয়ে হটাত আগমন আর প্রস্থান কেনও জানি না দুটোই আমাকে আরও বাঁচতে বলেছে। ওর মাকে যখন মা বলে ডাকি তখন মনে হয় আমি অনেক সমৃদ্ধ , আমার দুটো মা, যার দুটো মা তার ভালোবাসার অভাব নেই। তাই আমার বেঁচে থাকতে হবে। ইচ্ছেপূরণ ফাউন্ডেশন আমার বেঁচে থাকবার ইচ্ছেকে আরও শক্ত করেছে। কোন ভালো কাজের ভালো ফলাফল আপনাকে সব সময়ই বেঁচে থাকার প্রেরণা যোগাবে। তাই যত বেশী সম্ভব নিজেকে ভালো কাজে সম্পৃক্ত করুন। হতে পারে সেটা কোন সামাজিক সহযোগিতা মূলক কাজ, কোন পরিবেশ উন্নয়ণ মূলক কাজ, কোন ধর্মীয় কাজ অথবা কোন সেবা দানমূলক কাজ। এক কথায় যা আপনাকে আনন্দ দেয় আপনাকে নতুন করে বাঁচতে শেখায় আপনি তাই করুন।
একজন অবহেলিত মানুষকে সাহায্য করা থেকেও আপনি বাঁচার প্রেরণা পেতে পারেন। তাই আশেপাশের সব কিছু থেকে আনন্দ আর তৃপ্তি লাভ করতে সচেষ্ট হোন, দেখবেন বেঁচে থাকার প্রেরণা (inspired to live) আপনা আপনি আপনার মধ্যে জন্ম নিচ্ছে। সেটা আমার মাঝেও নিয়েছে। কিন্তু সব ইচ্ছে পূর্ণ হয় না।
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:০৮
আরজু আহমাদ বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল । অসংখ্য ধন্যবাদ
২| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:০০
নতুন বলেছেন: ইচ্ছেপুরণ হবেই...
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:০৯
আরজু আহমাদ বলেছেন: স্বপ্ন তবে পূর্ণ হোক
৩| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০১
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বলেছেন । আপনার জন্য অনেক শুভ কামনা ।
০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৮
আরজু আহমাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৭
কবির আহমেদ (কবির) বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা রইল।