![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাধ্যমিকের গণ্ডি কোনও রকমে পেরিয়ে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ছি। ছুটো গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে ভালোবাসি। 'ইচ্ছেপুরণ ফাউন্ডেশন' এর প্রেসিডেন্ট হিসেবে আছি বর্তমানে।উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ছি। ছুটো গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে ভালোবাসি। 'ইচ্ছেপুরণ ফাউন্ডেশন' এর প্রেসিডেন্ট হিসেবে আছি বর্তমানে।
স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য অনেক মানুষের আগ্রহ আছে। কিন্তু সমন্বয়ের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা সম্ভব হয় না। বাংলাদেশে প্রতিবছর পাঁচ লাখ ব্যাগ রক্তের দরকার হলেও এর মাত্র ২৫ শতাংশ স্বেচ্ছাসেবী রক্তদাতার মাধ্যমে আসে। ৫০ শতাংশ রিপ্লেসমেন্ট ডোনার বা আত্মীয়স্বজন ও পরিচিতজনের মাধ্যমে এবং বাকি ২৫ শতাংশ পেশাদার রক্তদাতার কাছ থেকে সংগৃহীত হয়। কিন্তু মানবতা থমকে থাকতে পারে না। আর তাই ইচ্ছেপূরণ ফাউন্ডেশন ব্লাড ডনেশন গ্রুপ খোলা হয়েছে। যে কেউ আমাদের সাথে যোগ দিতে পারেন। নিরাপদ রক্তের জন্য একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি অন্তত তিন-চার মাস অন্তর রক্ত দিতে পারেন। স্বেচ্ছায় রক্তদানের জন্য পুরুষের ন্যূনতম ওজন ৫০ কেজি বা ১০০ পাউন্ড এবং নারীর ৯৫ পাউন্ড হওয়া বাঞ্ছনীয়।ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব Uchhwas Banik ( মোবাইলঃ ০১৭৭৬৬৪৮০৭৭) কে " ইচ্ছেপূরণ ফাউন্ডেশন ব্লাড ডনেশন গ্রুপ" - এর সমন্বয়ক করা হয়েছে। রক্তের প্রয়োজনে কিংবা আপনিও একজন স্বেচ্ছা রক্ত দাতা হতে চাইলে যে কোনও সময় এই নাম্বারে একটা মিসড কল দিন - ০১৬৮৮৭৬২৮১৩ ( আরজু আহমাদ - প্রেসিডেন্ট, ইচ্ছেপূরণ ফাউন্ডেশন) বাংলাদেশের যে কোনও প্রান্ত থেকে। ডোনার থাকা সাপেক্ষে আমরা এগিয়ে আসব। ই-মেইল করতে পারেন , [email protected]
©somewhere in net ltd.