নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সব শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার

আরজু আহমাদ

মাধ্যমিকের গণ্ডি কোনও রকমে পেরিয়ে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ছি। ছুটো গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে ভালোবাসি। 'ইচ্ছেপুরণ ফাউন্‌ডেশন' এর প্রেসিডেন্ট হিসেবে আছি বর্তমানে।উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ছি। ছুটো গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে ভালোবাসি। 'ইচ্ছেপুরণ ফাউন্‌ডেশন' এর প্রেসিডেন্ট হিসেবে আছি বর্তমানে।

আরজু আহমাদ › বিস্তারিত পোস্টঃ

বাবা যা বলা হয় নি

২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৫

জন্মাবার পর পৃথিবীতে আমার প্রথম হাঁটতে শেখা তোমার আঙ্গুল ধরেই। সেদিনকার সেই ছোট্ট আমি আজ অনেক বড় হয়েছি। হেঁটেছি-চলেছি শত সহস্র মাইল পথ। জীবনের এই পথ চলায় যত বিচিত্র পরিস্থিতির মুখোমুখি হয়েছি তার সবটা মোকাবেলা করেছি তোমারই দেওয়া শিক্ষার আলোকে। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য, জীবন পথে চলবার জন্য প্রয়োজন হয় একটা মাপকাঠির, একটা আদর্শের। বাবা, তুমি আমার সেই আদর্শ। তোমার দেওয়া শিক্ষা আমার জীবন পথের পাথেয়। বাবা আমাকে প্রকৃত মানুষ করে গড়ে তোলবার যে নিরন্তন প্রচেষ্টা তুমি সারাজীবন করে গেছো, জানি না আমি তার কতোটা বাস্তবায়ন আমি নিজের জীবনে করতে পেরেছি? কিন্তু যেটুকু পেরেছি তার সবটাই তোমার অবদান। তোমার মত মানুষ গড়ার নিপুণ কারিগরের শৈল্পিক ছোঁয়ায় আজ আমি নিজেকে ‘মানুষ’ বলে পরিচিয় দিতে পারছি। খুব ছোট একটা চাকুরি করেও তুমি কখনো শুধু পরিবারের মানুষগুলোর দুমুঠো খাদ্য যোগানোর চিন্তার নিগড়ে নিজেকে বন্ধি করে রাখো নি। বরং আমাদের সবার পূর্ণ মানসিক বিকাশ নিশ্চিত করেছো, নৈতিক গুণ অর্জন করিয়েছ। বাবা আজ তুমি বয়সের ভারে নুব্জ্য। রোড এক্সিডেন্টে তোমার কর্মময় দুটো পা হারিয়েছ। আজীবন এই দুটো সচল পা আজ বিশ্রাম নিয়েছে। বাবা আমি অবাক হয়ে দেখছি, কী বিস্ময় জাগানিয়া ধৈর্য শক্তি তোমার। এখনও তুমি মনক্ষুণ্ণ নও। বাবা আমি জানি হুইল চেয়ারে বসে এখন তুমি স্বপ্ন দেখো তুমি আমার পায়ে ভর করে হাঁটছো। বাবা আজ আমি প্রতিষ্ঠিত। তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে। আমি ডাক্তার হয়েছি। তোমার দুটো হারানো পায়ের শক্তি হুইল চেয়ারে বসে দেখা তোমার স্বপ্নের মত অলৌকিকভাবে আমার পায়ে এসে ভর করেছে। যদি তা না করত হয়ত সমাজসেবার এই গুরদায়িত্ব পালনে আমি হিমশিম খেতাম। বাবা তোমায় ধন্যবাদ। তোমায় জানাই অফুরান কৃতজ্ঞতা। বাবা দিবসের অগুণতি শুভেচ্ছা আর হৃদয়ের সঞ্চিত সবটুকু ভালোবাসা ও শ্রদ্ধা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.