![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে(অদ্ভুত) কখনো সিরিয়াস পোস্ট দিয়া ভাত পায় নাই - ধীরে বৎস পত্র পাঠাতে পারেনঃ oodvut এট ইয়াহু ডট কম নিচে ইনবক্সের লিংক দেয়া আছে।
নিশি গভীর হয়
চোখের পাতা এক হয় না….হয় না,
তুমি কাছে নেই বলে…
দু’চোখ নিদ্রা যায় না…
নিশি কাব্যে তোমার আগমন
দ্যেতনায় তবু এই তনু মন
কাছে এস,করব বরণ
বিনিদ্র রই তোমার কারণ
এই নিশি তুমি বিনা
পূর্ণতা পায় না, পায় না
তুমি কাছে নেই বলে দু’চোখ নিদ্রা যায় না
তুমি এলে এই নিশি আলোয় যাবে ভরে
নিশি থেকে উষা হবে মনের অগোচরে
তুমি এলেই তবে হবো নিদ্রা মগ্ন
হাহাকারে ভরা আজ এই নিশি লগ্ন
তোমার মুখটি করি স্মরণ
মনে আধাঁর স্মৃতি আবরণ
শূন্যতা, শূন্যতা আর হয় না সহন
নিশিজুড়ে আমার জাগরণ…
হাত বাড়িয়ে তোমায়
ছোঁয়া যায় না…যায় না,
তুমি কাছে নেই বলে
দু’চোখ নিদ্রা যায় না
©somewhere in net ltd.