![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে(অদ্ভুত) কখনো সিরিয়াস পোস্ট দিয়া ভাত পায় নাই - ধীরে বৎস পত্র পাঠাতে পারেনঃ oodvut এট ইয়াহু ডট কম নিচে ইনবক্সের লিংক দেয়া আছে।
ঢাকা শহরে যারা জ্যাম ঠেলে বাসে উঠতে পারেন না কিংবা নিরিবিলি যেতে চান তাদের চলাফেরার জন্য হল সিএনজির অটোরিক্সা। কিছুদিন আগে পর্যন্ত ঢাকা শহরে সিএনজির ভাড়া নিয়ে চলত ক্যাচাল। মিটার থাকলেও কেউই মিটারে যেতে চায় তো না। পহেলা নভেম্বর থেকে বাংলাদেশ সরকার সিএনজিতে মিটার ব্যবহার বাধ্যতামূলক করে। এতে করে ভাড়া নিয়ে ক্যাচাল এখন অনেক কম। কিন্তু অসাধু লোকজন বসে নেই। অনেক মিটারই এখন ট্যাম্পার করা। তাই ভাড়া যা উঠার কথা তার চেয়ে উঠে অনেক বেশি।
মিটার ট্যাম্পারিং ধরবেন কিভাবে?
একটা অ্যাপ আছে যেটার নাম হল CNG Meter BD. অ্যাপটা গুগল প্লে থেকে সার্চ করে কিংবা এই লিংক থেকে ইন্সটল করে নিতে পারবেন।
কিভাবে ব্যবহার করবেন?
১। প্রথমে আপনার মোবাইলের জিপিএস অন করুন
২। অন করার পর Start বাটনটা কিছুসময় পর এনাবল হবে। রিলায়েবল জিপিএস সিগন্যাল পাবার জন্য অপেক্ষা করে। অ্যাপএর ডানপাশে ওপরে সিগন্যাল স্ট্রেন্থ দেখায়। স্টেন্থ বেশি হলে হিসাবের একুরেসি বেশি হয়। ঘরের মধ্যে একুরেসি কম থাকে, আবার একুরেসি জিপিএসের কোয়ালিটির ওপর নির্ভর করে, ভাল সেটগুলার জিপিএস ভাল হয়।
৩। Start বাটনে চাপ দিলেই শুরু হয়ে যাবে।
৪। এটা চলার গতি, ওয়েটিং সময়, মোট ভাড়া ইত্যাদি দেখাবে।
৫। যারা সিএনজিতে চলাফেরা করেন না তারা এইটা দিয়ে গাড়ির গতি মাপতে পারবেন
ভাড়া হিসাবের একুরেসি মোবাইলটির জিপিএস ডিভাইসের ওপর নির্ভর করে। একুরেসি যদি সবসময় Poor কিংবা Very Poor থাকে তাহলে সঠিক ভাড়া পাওয়া যাবেনা। সাধারনত ভাল সেট গুলার জিপিএস ভাল থাকে।
অ্যাপটির ফেসবুক পেজ লিংক এখানে।
আশাকরি আপনাদের কাজে আসবে।
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: বাঙালীদের সাথে প্রযুক্তির যুক্তি দেখায়া লাভ আছে?
যাই করেন না ক্যান, তাল গাছ কিন্তু ঐ লোকই রাইখা দিব।
অ্যাপসটা ভাল কার্যকরী - আশা করি, কোনদিন হয়তো এইটার সঠিক ব্যবহারটা করা যাবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭
সুমন কর বলেছেন: হয়তো আগামী দিনগুলোতে ভালো ফল পাওয়া যাবে।