নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ ছোয়ার স্বপ্ন

কে জানে কখন ভেঙ্গে পড়ি পাখা

ইকারুস

[email protected] আসিলাম আমি, আকাশ ছোঁব বলে। অবাক বিস্ময়ে তাকালাম সুরযের কোলাহলে-... দেখিলাম নয়নে দুর দিগন্ত রেখা বৃথা জাগরণে ভাঙ্গা রাতের স্বপ্ন আঁকা...

ইকারুস › বিস্তারিত পোস্টঃ

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে! (গাণটির কথাগুলো আজো মনে অনুপ্রেরণা জোগায়)

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:২৩



তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

আমরা ক'জন নবীন মাঝি

হাল ধরেছি,

শক্ত করে রে।



জীবন কাটে যুদ্ধ করে ,

প্রাণের মায়া সাঙ্গ করে,

জীবনের স্বাদ নাহি পাই।(...)



ঘরবাড়ির ঠিকানা নাই,

দিনরাত্রি জানা নাই,

চলার সীমানা সঠিক নাই।



জানি শুধু চলতে হবে,

এ তরী বাইতে হবে,

আমি যে সাগর মাঝি রে।



জীবনের রঙে মনকে টানে না,

ফুলের ওই গন্ধ কেমন জানিনা,

জোছনার দৃশ্য চোখে পড়ে না, (...)

তারাও তো ভুলে কভু ডাকে না।



বৈশাখের ওই রুদ্র ঝড়ে,

আকাশ যখন ভেঙ্গে পড়ে'

ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।(...)



হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,

হঠাত কে যে শঙ্খ শোনায়,

দেখি ওই ভোরের পাখি গায়।



তবু তরী বাইতে হবে ,

খেয়া পাড়ি দিতেই হবে,

যতই ঝড় উঠুক সাগরে।

মন্তব্য ২০ টি রেটিং +১১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:২৮

ইকারুস বলেছেন: যদি লিরিকে ভুল হয় , ধরিয়ে দেবেন দয়া করে।

২| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৩১

ইকারুস বলেছেন: নবীন/নদীর মাঝি?

৩| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৪০

নিলা বলেছেন: লিরিকসটার জন্য ধন্যবাদ। পুরো গানটা আগে জানা ছিলো না

৪| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৫৪

ফেলুদা বলেছেন: পাঞ্জেরি শিল্পি গুস্টির গান। আমার খুব প্রিয়

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:০২

ইকারুস বলেছেন: ধন্যবাদ,
জানা ছিলনা।
গাণটির প্রধান শিল্পী কে ছিলেন বলতে পারেন ?

৫| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৫৭

রাগ ইমন বলেছেন: আমার ভীষন প্রিয় একটা গান । জীবন যুদ্ধে ক্লান্তি এলে জাগিয়ে তোলার জন্য অতুলনীয় এক সৃষ্টি ।

৬| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:১৯

রাতমজুর বলেছেন: প্রিয়তে +

১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৯

ইকারুস বলেছেন: :)

৭| ০৪ ঠা মার্চ, ২০০৮ ভোর ৫:৫৯

ফেলুদা বলেছেন: রাত মজুর, ইকারুস ক্যাডা জানেন তো ;)

১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৮

ইকারুস বলেছেন: আপনি আসলে কে বলেন তো।
কার নিক?

৮| ০৪ ঠা মার্চ, ২০০৮ ভোর ৬:০১

রোবোট বলেছেন: লাইন ৫, শক্ত করে রে। = শক্ত হাতে রে
লাইন ৮, স্বাধ = স্বাদ
শেষ লাইন, ওঠুক = উঠুক

আপনার কষ্ট করে টাইপ করার জন্য++

১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৭

ইকারুস বলেছেন: ধন্যবাদ
শক্ত হাতে রে নয়। শক্ত করে রে....

বাকী গুলো ঠিক করে দিলাম...

আবারও ধন্যবাদ

৯| ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৩

ঝুমী বলেছেন: খুবই সুন্দর ১ টি গান। শুনলেই মনটা ভাল হয়ে যায়। গানটার লিরিকস দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

১০| ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৫

দূরন্ত বলেছেন: + দিলাম।

প্রিয় পোস্টে যোগ করলাম।

তবু তরী বাইতে হবে,
খেয়া পাড়ি দিতেই হবে..

১৭ ই মে, ২০০৮ রাত ৩:৫০

ইকারুস বলেছেন: :)

১১| ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৩০

বিবেক সত্যি বলেছেন: কি খবর ?

১২| ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৮

মুক্ত মানব বলেছেন: প্রথম যৌবনের জাতীয় সংগীত ছিলো এটা আমাদের। বগুড়া শহরের পথে পথে গেয়ে বেড়ানো সেই নগর বাউলদের অনেকেই আজ ছড়িয়ে ছিটিয়ে প্বথিবীর নানা প্রান্তে....।
জীবন যুদ্ধের শেয নেই।

১৩| ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৩

চিটি (হামিদা রহমান) বলেছেন: গানটা শেয়ার করার জন্য ধন্যবাদ ।
লিংক দিলে আরো ভালো লাগতো।

ভালো থাকুন।

১৪| ০৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৬

পাগলা দাসু বলেছেন: গানটা কই পাইবো? :) :(

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৭

আতাউর রহমান অভি বলেছেন: লিরিক টা খুব দরকার ছিল ভাই । বাচালেন আমাকে । অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.