নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায়

"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায়

আমি বীরবল

"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায় আমি কারুর ভয়না করি- মোরেও কেহ ভয় না পায়......" (প্রফাইলের ছবিটা ইন্টারনেট থেকে নেয়া)

আমি বীরবল › বিস্তারিত পোস্টঃ

ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদবি আর কতকাল চলবে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১০

ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদবি আর কতকাল চলবে?



থানার পুলিশের প্রধান কর্মকর্তার পদবি ওসি। অর্থাৎ অফিসার-ইন-চার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা। সে-ই ব্রিটিশ আমল থেকে চলছে। এই পদবি এখন যথাযথ নয় বলেই মনে হয়। যতদূর জানি, এক সময় থানাকে কেন্দ্র করেই থানার সকল প্রশাসন চলতো। তার পরে সি.ও. (ডেভ.), সার্কেল অফিসার (ডেভ.), সি.ও (রেভ.), সার্কেল অফিসার (রেভ.) এবং আরও পরে থানার (বর্তমানে উপজেলার) অন্যান্য অফিসারের পদ সৃষ্টি হয়েছে। ওই সকল পদের কর্মকর্তাদের পদবিগুলো যথাযথ বলে মনে হয়।



যা হোক, থানাকে উপজেলা করার পর সি.ও (ডেভ.)-এর স্থানে প্রথমে পূর্বের ধারাবাহিকতা ঠিক রেখে ওই পদবি করা হলো- থানা নির্বাহী কর্মকর্তা/থানা নির্বাহী অফিসার (টি.এন.ও.) এবং তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা/ উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও.)। অনুরূপভাবে, সিও. (রেভ.) হলো।। সহকারী কমিশনার (ভূমি)/ এ.সি. (ল্যান্ড)। কিন্তু ওসি. বা অফিসার-ইন-চার্জ রয়ে গেল আগের জায়গায়। এই প্রাচীন পদবি আর কতকাল চলবে?



অতএব, ব্রিটিশ আমলের থানার ওসি পদবিকে উপজেলা পুলিশ কর্মকর্তা করা যায় কি না সে ব্যাপারে পাঠক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভেবে দেখবার জন্যে বিনীত অনুরোধ করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.