![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুজুর রা বলে থকেন, আমি উমুক হুজুরের ছহবতে ছিলাম, আমি ওনার কাছথেকে শিখেছি। যে যে ছহবতে থাকবে তার আচরন ও ব্যবহার তেমনি হবে, দেশ স্বাধীনের সময় ইসলামী দল গুলোর আচরনের সাথে বর্তমান কিছু ইসলামী দলের আচরন মিলে যায়। কারন এই দল গুলো বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ সেক্যুলার সাংবিধানিক দেশ হিসেবে আগেও মানেনি আজ ও তারা মানতে চায় না। তারা এখনো স্বপ্ন দেখে ধর্ম নিরপেক্ষ এইদেশে বর্তমান সংবিধান বাদ দিয়ে ইসলামিক ও কোরানের সংবিধান বাস্তবায়ন করতে, যেমন ভাবে আফগানিস্তনে তালেবান চেস্টা করছে। বর্তমানের হেফাজতের নেতাদের আচরন ততকালিন সময়ের রাজাকারদের আচরনের সাথে মেলে। রাজনীতিতে এদের কোন দায় বা মৌলিকত্ব নাই আছে ধর্মের নামে স্পর্শকাতর ইস্যু নিয়ে ধর্মের দোহাই দিয়ে দেশের মধ্যে অরাজকতা করা। প্রিয় ভাইদের বলতে চাই এটা ২০২১ সাল এর বাংলাদেশ, ১৪০০ বছর আগের আরবের জাহেলি যুগ নয়। তাই বর্তমান বিশ্বে তালমিলিয়ে চলতে হলে যুগউপজোগি মানবিক সামাজিক অর্থ নৈতিক সংস্কৃতি শিক্ষা চাই। তবেই বর্তমান বিশ্বের সাথে চলা সম্ভব হবে। ধর্মের নামে রাজনীতি বা ধর্মীয় রাজনিতি কোন জাতির জন্য আজ পর্যন্ত ভাল কিছু বয়ে আনেনি, ধর্মীয় রাজনীতির জন্য কোরবানি হয়েছে অনেক জাতি তার মধ্যে ইরাক আফগানিস্তান সিরিয়া পাকিস্তান, হাল আমলে পাসের দেশ ভারত। হিন্দু জাতীয়তা বাদ সে দেশের সংখ্যা লঘু ২২ কোটি মুসলিম কে এক অন্ধকারে নিয়ে যাচ্ছে। এই সব থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। সকল ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ করা উচিত। মুসলিম দেশ হিসেবে ইসলামী শিক্ষা আধুনিক ও উন্নত করা উচিত। এবং সকল ধর্ম কে রাজনীতি থেকে আলাদা করা উচিত।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৬
ইলি বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য। আমি আপনার সাথে একমত।
২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের সর্বনাশের মূলে আছে সামরিক শাসন।দুই শামরিক শাসক দুটি বড় দাগের সর্বনাশ করে গেছে।জাতি সেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারে নাই।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৩
ইলি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার কথা ঠিক, তবে বর্তমানে ধর্ম ভিত্তিক ইসলামী দলগুলো আবার দেশকে পেছনে নিয়ে যেতে চায়।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: এত কাহিনী না করে ধর্ম থেকে দূরে থাকলেই সুন্দর সমাধান হয়ে যায়।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২৬
ইলি বলেছেন: ধন্যবাদ ভাই। ধর্ম থেকে দূরে থাকা সম্ভব না। ধর্ম ধর্মের যায়গায় রাজনীতি রাজনীতির যায়গায়। দুটকে গুলিয়ে ফেলা যাবেনা।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলাম একটি রাজনৈতিক ধর্ম।রাজনিতি ছাড়া এই ধর্ম বাচবে না।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫১
ইলি বলেছেন: ইসলামের ইতিহাস তাই বলে। রাজনীতি ছাড়া ইসলাম চুন ছাড়া পান। ধন্যবাদ স্যার।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৩৪
আমি নই বলেছেন: একটা গনভোট আয়োজন করলেই হয়, দেশের মানুষ যা চাইবে সেটাই সংবিধান হবে।
একটা প্রশ্ন, এমন একটা কাজ বলেনতো যেটা ম্যক্সিমাম সেক্যুলার দেশে করা সম্ভব কিন্তু শুধুমাত্র রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কারনে আমাদের দেশে সম্ভব না?
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২
ইলি বলেছেন: আপনাকে ধন্যবাদ। বর্তমান অবস্তা বিবেচনা করলে আপনার সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১২
এমেরিকা বলেছেন: @ আমি নই, বর্তমান পরিস্থিতিতে গণভোট আয়োজন করলে সরকারী দলের গুন্ডা পান্ডারা রাতের আঁধারে নয়, প্রকাশ্যে দিনের আলোতেই ব্যালট বক্স ভরে ফেলবে। তাই এটা সম্ভব নয়।
ভাস্কর্য তৈরিতে রাষ্ট্রধর্ম কোন বাধা না। এদেশে মোল্লারা উলটাপালটা হাদীস বলে মানুষকে কনফিউজ করে রেখেছে, তাই সরকারও একটু রয়ে সয়ে এগুচ্ছে। কিন্তু ভাস্কর্য নির্মাণ থেকে সরে আসবে না।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩
ইলি বলেছেন: ধন্যবাদ। আমি আপনার সাথে এক মত।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫১
চাঁদগাজী বলেছেন:
সব বাংগালী ভারতে 'ধর্ম নিরপেক্ষতা' পছন্দ করেন; সব ভারতীয় বাংলাদেশে 'ধর্ম নিরপেক্ষতা' দেখতে চান।